ক্রীড়া ডেস্ক
মরুর দেশে প্রথমে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপর চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার মাটিতে মহা মর্যাদার অ্যাশেজ। সব মিলিয়ে পাঁচ মাস পরিবার থেকে দূরে থাকতে হবে ইংল্যান্ড দলকে। সঙ্গে কোয়ারেন্টিনের ধকল তো আছেই।
ব্যাপারটিকে অস্বস্তিকর মনে হচ্ছে ইংল্যান্ডের সহ-অধিনায়ক জস বাটলারের। তাই পরিবারকে সঙ্গে নিয়ে যাওয়ার অনুমতি না দিলে অ্যাশেজ না খেলার ‘হুমকি’ দিয়ে রাখলেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসকে ৩১ বছর বয়সী বাটলার বলেছেন, ‘অবশ্যই এটা (স্ত্রী-সন্তানদের সঙ্গে রাখা) আমার ক্ষেত্রে প্রযোজ্য। যদি আমি বিশ্বকাপ ও অ্যাশেজ সিরিজে মাঠে নামি, তাহলে পাঁচ মাস পরিবারকে দেখতে পারব না। এত দিন ওদের ছেড়ে থাকা স্বস্তির ব্যাপার নয়। এটা পারব না।’
সম্প্রতি দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন বাটলার। যে কারণে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আগামী সপ্তাহেই সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর কথা উইকেটরক্ষক-ব্যাটারের। তবে তাঁর অ্যাশেজ সিরিজে অংশ নেওয়া এখনো নিশ্চিত নয়।
টেস্ট আভিজাত্যের প্রতীক হয়ে ওঠা সিরিজটির জন্য করোনাবিধির তালিকা এখনো ইংলিশ ক্রিকেটারদের হাতে এসে পৌঁছায়নি। প্রোটোকল জানার পরেই অ্যাশেজ চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বাটলার।
এ ব্যাপারে তাঁর ভাষ্য, ‘আমরা আরও বিস্তারিত তথ্যের অপেক্ষায় আছি। আশা করি আগামী সপ্তাহের মধ্যে সব জানতে পারব। যত দ্রুত বিষয়গুলো স্পষ্ট করা হবে, তত দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে।’
বাটলার যে স্ত্রী-সন্তানদের অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়ার অনুমতির অপেক্ষাতেই আছেন, তা আর না বললেও চলে।
মরুর দেশে প্রথমে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপর চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার মাটিতে মহা মর্যাদার অ্যাশেজ। সব মিলিয়ে পাঁচ মাস পরিবার থেকে দূরে থাকতে হবে ইংল্যান্ড দলকে। সঙ্গে কোয়ারেন্টিনের ধকল তো আছেই।
ব্যাপারটিকে অস্বস্তিকর মনে হচ্ছে ইংল্যান্ডের সহ-অধিনায়ক জস বাটলারের। তাই পরিবারকে সঙ্গে নিয়ে যাওয়ার অনুমতি না দিলে অ্যাশেজ না খেলার ‘হুমকি’ দিয়ে রাখলেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসকে ৩১ বছর বয়সী বাটলার বলেছেন, ‘অবশ্যই এটা (স্ত্রী-সন্তানদের সঙ্গে রাখা) আমার ক্ষেত্রে প্রযোজ্য। যদি আমি বিশ্বকাপ ও অ্যাশেজ সিরিজে মাঠে নামি, তাহলে পাঁচ মাস পরিবারকে দেখতে পারব না। এত দিন ওদের ছেড়ে থাকা স্বস্তির ব্যাপার নয়। এটা পারব না।’
সম্প্রতি দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন বাটলার। যে কারণে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আগামী সপ্তাহেই সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর কথা উইকেটরক্ষক-ব্যাটারের। তবে তাঁর অ্যাশেজ সিরিজে অংশ নেওয়া এখনো নিশ্চিত নয়।
টেস্ট আভিজাত্যের প্রতীক হয়ে ওঠা সিরিজটির জন্য করোনাবিধির তালিকা এখনো ইংলিশ ক্রিকেটারদের হাতে এসে পৌঁছায়নি। প্রোটোকল জানার পরেই অ্যাশেজ চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বাটলার।
এ ব্যাপারে তাঁর ভাষ্য, ‘আমরা আরও বিস্তারিত তথ্যের অপেক্ষায় আছি। আশা করি আগামী সপ্তাহের মধ্যে সব জানতে পারব। যত দ্রুত বিষয়গুলো স্পষ্ট করা হবে, তত দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে।’
বাটলার যে স্ত্রী-সন্তানদের অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়ার অনুমতির অপেক্ষাতেই আছেন, তা আর না বললেও চলে।
প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ইমরুল কায়েস দিয়েছিলেন কদিন আগেই। মিরপুর শেরেবাংলায় আজ শেষ হলো তাঁর ১৭ বছরের লাল বলের ক্রিকেট অধ্যায়। বাংলাদেশের বাঁহাতি ক্রিকেটারের মতে, সময় থাকতে অবসর নেওয়া উচিত।
২১ মিনিট আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ আগেই হারিয়েছে পাকিস্তান। হোবার্টে আজ বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হওয়া তৃতীয় টি-টোয়েন্টিটা পাকিস্তানের জন্য ধবলধোলাই এড়ানোর ম্যাচ। টস জিতে ব্যাটিং করতে নেমে বেকায়দায় পড়েছে পাকিস্তান।
১ ঘণ্টা আগেবাংলাদেশ থেকে চন্ডিকা হাথুরুসিংহের অধ্যায় শেষ এক মাস আগেই। ‘বিতর্কিত’ এই কোচের দ্বিতীয় মেয়াদ পূর্ণ হওয়ার আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরখাস্ত করেছিল হাথুরুকে।
১ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে আর বাকি মাত্র কয়েক মাস। অথচ ‘মিনি বিশ্বকাপের’ এই টুর্নামেন্টে শ্রীলঙ্কাকে থাকতে হবে দর্শক। কারণটা নিশ্চয়ই সবার জানা। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পয়েন্ট টেবিলের সেরা আটে না থাকতে পারায় চ্যাম্পিয়নস ট্রফির টিকিট কাটতে ব্যর্থ লঙ্কানরা।
২ ঘণ্টা আগে