ক্রীড়া ডেস্ক
শুরুটা ছন্নছাড়া হলেও পরে নিজেদের গুছিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। টানা দুই হারের পর টানা জয়ের ধারায় প্যাট কামিন্সের দল।
অস্ট্রেলিয়া দলের মতো ওপেনিংয়েও নিজেকে গুছিয়ে নিয়েছেন মিচেল মার্শ। আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ডেভিড ওয়ার্নারের সঙ্গে ২৫৯ রানের ওপেনিং জুটিতে তাঁর অবদান ছিল ১২১। তবে ইনিংসের গোড়াপত্তন নয়, মার্শের পছন্দ তিনে ব্যাটিং করা। আজ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ অস্ট্রেলিয়ার। আগের দিন মার্শ জানিয়ে দিলেন, তিনেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি।
এই ‘পছন্দের’ কথা মার্শের জানানোর কারণ, দিল্লিতে হতে যাওয়া ম্যাচটিতে খেলতে পারেন ট্রাভিস হেড। আর তিনি যদি খেলেন, তাহলে নিজের পছন্দের অর্ডারেই ফিরে যাবেন মার্শ। আগের দিন বললেন, ‘সিদ্ধান্তটা (হেডকে একাদশে রাখার) সন্ধ্যায় (মঙ্গলবার) কিংবা রাতে হবে। তবে তার অবস্থা ভালো বলেই মনে হচ্ছে। আগের দিন রাতে নেটে সে মেরেও খেলেছে। হাতের অবস্থা ভালো বলেও জানিয়েছে। সে যদি ফিট থাকে আমি নিশ্চিত, দলে পাওয়া যাবে তাকে।’ এর পরই বললেন আসল কথাটা, ‘তিনে ব্যাট করতে পারলে খুশিই হব আমি। গত দুই বছরে অনেকবারই ৩ নম্বরে ব্যাট করেছি। তিনিই আমার স্বচ্ছন্দের জায়গা। যদি হেড ফিরে আসে, আমি মনে করি, এই দলে সেটাই আমার সেরা পজিশন।’
এই বিশ্বকাপে নেদারল্যান্ডস ও আফগানিস্তান চমক দেখিয়ে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে ডাচরা। আর আফগানরা ইংল্যান্ডের পর হারিয়ে দিয়েছে পাকিস্তানকেও। তাই ডাচদের বিপক্ষে কি আজ বাড়তি সতর্কতায় থাকবে না অস্ট্রেলিয়া? হয়তো থাকবে। তবে এই যে বিশ্বকাপের মঞ্চে বড় বড় দলকে হারিয়ে রূপকথার জন্ম দিয়েছে আফগান কিংবা ডাচরা, সেটা টুর্নামেন্টেরই সৌন্দর্য এবং আকর্ষণ বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন মার্শ, ‘দলগুলো আরও ভালো হচ্ছে। বিশ্ব ক্রিকেটের জন্যই সেটা ভালো। অবশ্যই এ ধরনের টুর্নামেন্টগুলো বেশ লম্বাই হয়।’
আর প্রতিপক্ষ নেদারল্যান্ডসের প্রশ্নে মার্শের উত্তর, ‘নেদারল্যান্ডসকে সমীহ করি আমরা। তারা বেশ ভালো ক্রিকেট খেলছে এবং এটা একটা কঠিন চ্যালেঞ্জ হবে।’
শুরুটা ছন্নছাড়া হলেও পরে নিজেদের গুছিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। টানা দুই হারের পর টানা জয়ের ধারায় প্যাট কামিন্সের দল।
অস্ট্রেলিয়া দলের মতো ওপেনিংয়েও নিজেকে গুছিয়ে নিয়েছেন মিচেল মার্শ। আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ডেভিড ওয়ার্নারের সঙ্গে ২৫৯ রানের ওপেনিং জুটিতে তাঁর অবদান ছিল ১২১। তবে ইনিংসের গোড়াপত্তন নয়, মার্শের পছন্দ তিনে ব্যাটিং করা। আজ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ অস্ট্রেলিয়ার। আগের দিন মার্শ জানিয়ে দিলেন, তিনেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি।
এই ‘পছন্দের’ কথা মার্শের জানানোর কারণ, দিল্লিতে হতে যাওয়া ম্যাচটিতে খেলতে পারেন ট্রাভিস হেড। আর তিনি যদি খেলেন, তাহলে নিজের পছন্দের অর্ডারেই ফিরে যাবেন মার্শ। আগের দিন বললেন, ‘সিদ্ধান্তটা (হেডকে একাদশে রাখার) সন্ধ্যায় (মঙ্গলবার) কিংবা রাতে হবে। তবে তার অবস্থা ভালো বলেই মনে হচ্ছে। আগের দিন রাতে নেটে সে মেরেও খেলেছে। হাতের অবস্থা ভালো বলেও জানিয়েছে। সে যদি ফিট থাকে আমি নিশ্চিত, দলে পাওয়া যাবে তাকে।’ এর পরই বললেন আসল কথাটা, ‘তিনে ব্যাট করতে পারলে খুশিই হব আমি। গত দুই বছরে অনেকবারই ৩ নম্বরে ব্যাট করেছি। তিনিই আমার স্বচ্ছন্দের জায়গা। যদি হেড ফিরে আসে, আমি মনে করি, এই দলে সেটাই আমার সেরা পজিশন।’
এই বিশ্বকাপে নেদারল্যান্ডস ও আফগানিস্তান চমক দেখিয়ে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে ডাচরা। আর আফগানরা ইংল্যান্ডের পর হারিয়ে দিয়েছে পাকিস্তানকেও। তাই ডাচদের বিপক্ষে কি আজ বাড়তি সতর্কতায় থাকবে না অস্ট্রেলিয়া? হয়তো থাকবে। তবে এই যে বিশ্বকাপের মঞ্চে বড় বড় দলকে হারিয়ে রূপকথার জন্ম দিয়েছে আফগান কিংবা ডাচরা, সেটা টুর্নামেন্টেরই সৌন্দর্য এবং আকর্ষণ বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন মার্শ, ‘দলগুলো আরও ভালো হচ্ছে। বিশ্ব ক্রিকেটের জন্যই সেটা ভালো। অবশ্যই এ ধরনের টুর্নামেন্টগুলো বেশ লম্বাই হয়।’
আর প্রতিপক্ষ নেদারল্যান্ডসের প্রশ্নে মার্শের উত্তর, ‘নেদারল্যান্ডসকে সমীহ করি আমরা। তারা বেশ ভালো ক্রিকেট খেলছে এবং এটা একটা কঠিন চ্যালেঞ্জ হবে।’
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
২৮ মিনিট আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
১ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৩ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৪ ঘণ্টা আগে