ক্রীড়া ডেস্ক
লন্ডনের ওভালে কদিন আগে শেষ হয়েছে ২০২১-২৩ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র। এই ইংল্যান্ডেই পরশু অ্যাশেজ দিয়ে শুরু হচ্ছে ২০২৩-২৫ চক্র। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ভারত ও পাকিস্তানে গিয়ে খেলবে বাংলাদেশ।
আজ ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের সূচি ঘোষণা করেছে আইসিসি। গতবারের মতো এই চক্রেও বাংলাদেশের প্রতিপক্ষ একই এবং খেলবেও ১২ ম্যাচ। শুধু ভেন্যু অদল-বদল হয়েছে। এবারে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই তিন সিরিজ হবে বাংলাদেশের মাঠে। আর ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজে গিয়ে খেলবেন সাকিব আল হাসান-তামিম ইকবালরা। ২০১৯-২১ চক্রে ভারত, পাকিস্তানে গিয়ে টেস্ট খেলেছিল বাংলাদেশ।
আগের চক্রে ১২ ম্যাচ খেলে জিতেছে বাংলাদেশ জিতেছে ১ ম্যাচ, হেরেছে ১০ ম্যাচ ও ড্র করেছে ১ ম্যাচ। একমাত্র জয় এসেছিল ২০২২ এর জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে। গতবারের মতো এই চক্রেও ৯ দল অংশ নিয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপে। ১১.১১ শতাংশ নিয়ে পয়েন্ট তালিকার ৯ নম্বরে থেকে শেষ করেছে বাংলাদেশ। এশিয়ার তিন প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে খেলেছিল বাংলাদেশ। আর নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজে গিয়ে সিরিজ খেলেছিলেন তামিম-সাকিবরা। প্রথম দুই চক্রের মতো এবারও টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলবে ৯ দল। পয়েন্ট তালিকার শেষে থেকেই দুই চক্র শেষ করেছিল বাংলাদেশ।
টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই চক্রেই ফাইনাল খেলেছে ভারত। দুবারই তারা হয়েছে রানার্সআপ। ২০১৯-২১ চক্র জিতেছিল নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া ২০২১-২৩ চক্রের চ্যাম্পিয়ন।
২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশের ম্যাচ:
হোম সিরিজ:
নিউজিল্যান্ড: ২
দক্ষিণ আফ্রিকা: ২
শ্রীলঙ্কা: ২
অ্যাওয়ে সিরিজ:
ভারত: ২
পাকিস্তান: ২
ওয়েস্ট ইন্ডিজ: ২
লন্ডনের ওভালে কদিন আগে শেষ হয়েছে ২০২১-২৩ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র। এই ইংল্যান্ডেই পরশু অ্যাশেজ দিয়ে শুরু হচ্ছে ২০২৩-২৫ চক্র। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ভারত ও পাকিস্তানে গিয়ে খেলবে বাংলাদেশ।
আজ ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের সূচি ঘোষণা করেছে আইসিসি। গতবারের মতো এই চক্রেও বাংলাদেশের প্রতিপক্ষ একই এবং খেলবেও ১২ ম্যাচ। শুধু ভেন্যু অদল-বদল হয়েছে। এবারে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই তিন সিরিজ হবে বাংলাদেশের মাঠে। আর ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজে গিয়ে খেলবেন সাকিব আল হাসান-তামিম ইকবালরা। ২০১৯-২১ চক্রে ভারত, পাকিস্তানে গিয়ে টেস্ট খেলেছিল বাংলাদেশ।
আগের চক্রে ১২ ম্যাচ খেলে জিতেছে বাংলাদেশ জিতেছে ১ ম্যাচ, হেরেছে ১০ ম্যাচ ও ড্র করেছে ১ ম্যাচ। একমাত্র জয় এসেছিল ২০২২ এর জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে। গতবারের মতো এই চক্রেও ৯ দল অংশ নিয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপে। ১১.১১ শতাংশ নিয়ে পয়েন্ট তালিকার ৯ নম্বরে থেকে শেষ করেছে বাংলাদেশ। এশিয়ার তিন প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে খেলেছিল বাংলাদেশ। আর নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজে গিয়ে সিরিজ খেলেছিলেন তামিম-সাকিবরা। প্রথম দুই চক্রের মতো এবারও টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলবে ৯ দল। পয়েন্ট তালিকার শেষে থেকেই দুই চক্র শেষ করেছিল বাংলাদেশ।
টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই চক্রেই ফাইনাল খেলেছে ভারত। দুবারই তারা হয়েছে রানার্সআপ। ২০১৯-২১ চক্র জিতেছিল নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া ২০২১-২৩ চক্রের চ্যাম্পিয়ন।
২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশের ম্যাচ:
হোম সিরিজ:
নিউজিল্যান্ড: ২
দক্ষিণ আফ্রিকা: ২
শ্রীলঙ্কা: ২
অ্যাওয়ে সিরিজ:
ভারত: ২
পাকিস্তান: ২
ওয়েস্ট ইন্ডিজ: ২
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
১৮ মিনিট আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
১ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৩ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৪ ঘণ্টা আগে