ক্রীড়া ডেস্ক
কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডিভিশন ওয়ানে সারের হয়ে আজ থেকে প্রথম ম্যাচ খেলছেন সাকিব আল হাসান। লাল বলে টানা লম্বা সময় বোলিংয়ের ধারাবাহিকতা বজায় রাখলেন কাউন্টিতেও। সমারসেটের বিপক্ষে প্রথম দিন ইতিমধ্যে ২৮ ওভার বোলিং করেছেন এই অলরাউন্ডার।
টনটনে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন সমারসেটের অধিনায়ক লেউইজ গ্রেগরি। সারের হয়ে সাকিব বল হাতে নেন একাদশ ওভারে। এরপর টানা ওভার করে যান। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ১২ ওভার বল করেন। সতীর্থরা বোলাররা উইকেট পেলেও তাঁকে অপেক্ষা করতে হয় ২২তম ওভার পর্যন্ত।
৯৩ রানে তিন উইকেট হারানো সমারসেট চতুর্থ উইকেটে স্কোর বাড়াতে থাকে। টম আবেল ও টম বেন্টন গড়েন ৬৩ রানের দারুণ এক জুটি। ২২তম ওভারের তৃতীয় বলে সাকিব দারুণ এক আর্ম বলে আবেলকে ৪৯ রানে বোল্ড করে সারেকে ব্রেক-থ্রু এনে দেন।
একাদশ থেকে ৬৬তম ওভার পর্যন্ত বোলিং টানা ২৮ ওভার বোলিং করেছেন সাকিব। শেষ বিকেলে আবারও বোলিং আক্রমণে আসেন। ইনিংসে মোট ৩৩.৫ ওভার বোালিং করেছেন সাকিব, দিয়েছেন ৯৭ রান। আবেলের পর তাঁর দুর্দান্ত ঘূর্ণি জাদুর শিকার হয়েছেন সমারসেটের আরও তিন ব্যাটার—কেসি আলড্রিজ, ক্রেইগ ওভারটন ও ব্রেট র্যান্ডেল।
তার মধ্যে ইনিংসের ৯০তম ওভার এসে জোড়া শিকারও করেন সাকিব। ৩৭ বছর বয়সী তারকার ঘূর্ণির সামনে খাবি খাওয়া সমারসেট প্রথম ইনিংসে থামে ৩১৭ রানে। সারের হয়ে অভিষেকেই ৪ উইকেট নিয়ে দিনের নায়ক সাকিবই। প্রথম ইনিংসে সমারসেট থেমেছে ৩১৭ রানে।
আরও খবর পড়ুন:
কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডিভিশন ওয়ানে সারের হয়ে আজ থেকে প্রথম ম্যাচ খেলছেন সাকিব আল হাসান। লাল বলে টানা লম্বা সময় বোলিংয়ের ধারাবাহিকতা বজায় রাখলেন কাউন্টিতেও। সমারসেটের বিপক্ষে প্রথম দিন ইতিমধ্যে ২৮ ওভার বোলিং করেছেন এই অলরাউন্ডার।
টনটনে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন সমারসেটের অধিনায়ক লেউইজ গ্রেগরি। সারের হয়ে সাকিব বল হাতে নেন একাদশ ওভারে। এরপর টানা ওভার করে যান। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ১২ ওভার বল করেন। সতীর্থরা বোলাররা উইকেট পেলেও তাঁকে অপেক্ষা করতে হয় ২২তম ওভার পর্যন্ত।
৯৩ রানে তিন উইকেট হারানো সমারসেট চতুর্থ উইকেটে স্কোর বাড়াতে থাকে। টম আবেল ও টম বেন্টন গড়েন ৬৩ রানের দারুণ এক জুটি। ২২তম ওভারের তৃতীয় বলে সাকিব দারুণ এক আর্ম বলে আবেলকে ৪৯ রানে বোল্ড করে সারেকে ব্রেক-থ্রু এনে দেন।
একাদশ থেকে ৬৬তম ওভার পর্যন্ত বোলিং টানা ২৮ ওভার বোলিং করেছেন সাকিব। শেষ বিকেলে আবারও বোলিং আক্রমণে আসেন। ইনিংসে মোট ৩৩.৫ ওভার বোালিং করেছেন সাকিব, দিয়েছেন ৯৭ রান। আবেলের পর তাঁর দুর্দান্ত ঘূর্ণি জাদুর শিকার হয়েছেন সমারসেটের আরও তিন ব্যাটার—কেসি আলড্রিজ, ক্রেইগ ওভারটন ও ব্রেট র্যান্ডেল।
তার মধ্যে ইনিংসের ৯০তম ওভার এসে জোড়া শিকারও করেন সাকিব। ৩৭ বছর বয়সী তারকার ঘূর্ণির সামনে খাবি খাওয়া সমারসেট প্রথম ইনিংসে থামে ৩১৭ রানে। সারের হয়ে অভিষেকেই ৪ উইকেট নিয়ে দিনের নায়ক সাকিবই। প্রথম ইনিংসে সমারসেট থেমেছে ৩১৭ রানে।
আরও খবর পড়ুন:
২০২৩ সাল থেকে দেখা যাচ্ছে একই ঘটনার পুনরাবৃত্তি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচির সঙ্গে কোনো না কোনোভাবে ধাক্কা লাগছে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টির (আইএল টি-টোয়েন্টি)। ২০২৫ সালেও সমান্তরালে চলবে বিপিএল ও আইএল টি-টোয়েন্টি।
১৫ মিনিট আগেবাংলা টাইগার্সের দরকার ১৮ বলে ৭৩ রান। সেই মুহূর্তে স্কোরবোর্ডে দেখা গেল অধিনায়ক সাকিব আল হাসানের রান ৯ বলে ৩ রান। পরবর্তী সময় টেস্টের খোলস ছেড়ে টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করেছেন ঠিকই। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।
১ ঘণ্টা আগেভারতের জার্সি এখনো গায়ে পরতে পারেননি উর্বিল প্যাটেল। তাঁরই আগে হৈ চৈ ফেলে দিয়েছেন তিনি। ২৮ বলে সেঞ্চুরি করে রেকর্ড বই তছনছ করে দিয়েছেন উর্বিল।
২ ঘণ্টা আগেবুলাওয়েতে চলছে জিম্বাবুয়ে-পাকিস্তান সীমিত ওভারের ক্রিকেট সিরিজ। ছয় ম্যাচের মধ্যে কেবল হয়েছে দুই ম্যাচ। দ্বিপক্ষীয় এই সিরিজ চলার মাঝপথেই ধাক্কা খেল পাকিস্তান। জিম্বাবুয়ের বিপক্ষে সফরকারী দলের দুই ক্রিকেটারের সিরিজ শেষ হয়ে গেছে।
৩ ঘণ্টা আগে