এবারও বিপিএলকে ঝামেলায় ফেলল আমিরাতের লিগ

ক্রীড়া ডেস্ক    
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ২০: ১৫
২০২৪ সালে প্রথমবারের মতো বিপিএলে শিরোপা জয়ের স্বাদ পায় ফরচুন বরিশাল। ছবি: আজকের পত্রিকা

২০২৩ সাল থেকে দেখা যাচ্ছে একই ঘটনার পুনরাবৃত্তি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচির সঙ্গে কোনো না কোনোভাবে ধাক্কা লাগছে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টির (আইএল টি-টোয়েন্টি)। ২০২৫ সালেও সমান্তরালে চলবে বিপিএল ও আইএল টি-টোয়েন্টি।

২০২৫ আইএল টি-টোয়েন্টির দিনক্ষণ জানা গেল আজ। আগামী বছরের ১১ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত আমিরাতের লিগটি। অন্যদিকে বিপিএলের নতুন মৌসুম শুরু হবে এ বছরের ৩০ ডিসেম্বর। শেষ হবে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি। তাতে করে আফগানিস্তানের মোহাম্মদ গজনফারের মতো তারকা ক্রিকেটার কোথায় খেলবেন, সেটা নিয়ে অনিশ্চয়তা থাকছে। কারণ, আগামী বিপিএলে গজনফার খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। আর ২০২৫ আইএল টি-টোয়েন্টিতে তাঁকে নিয়েছে আবুধাবি নাইট রাইডার্স।

শুধু বিপিএলই নয়, ২০২৫ আইএল টি-টোয়েন্টি সাংঘর্ষিক হচ্ছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টি ও নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশের সঙ্গেও। বিগ ব্যাশ এ বছরের ১৫ ডিসেম্বর শুরু হয়ে ২০২৫-এর ২৭ জানুয়ারি পর্যন্ত চলবে। এসএ টোয়েন্টি হবে ৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। লিগগুলোর সূচিতে এমন তালগোল পেকে যাওয়ায় বেকায়দায় পড়েছেন ডেভিড ওয়ার্নার, লকি ফার্গুসনের মতো ক্রিকেটাররা। ওয়ার্নার, ফার্গুসন দুজনেই এবারের বিগ ব্যাশে খেলবেন সিডনি থান্ডারে। ওয়ার্নার দলটির অধিনায়ক। এতে করে আইএল টি-টোয়েন্টিতে কতটুকু সময় ওয়ার্নার, ফার্গুসন দিতে পারবেন সেটা নিয়ে রয়েছে সংশয়। নতুন মৌসুমে আমিরাতের লিগে ওয়ার্নার ও ফার্গুসন আছেন দুবাই ক্যাপিটালস ও ডেজার্ট ভাইপার্সে।

আইএল টি-টোয়েন্টি প্রথম শুরু হয়েছিল ২০২৩ সালে। আমিরাতের লিগটির উদ্বোধনী মৌসুম হয়েছিল ১৩ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। বিপিএল তখন শুরু হয়েছিল ৬ জানুয়ারি। ১৬ ফেব্রুয়ারি সেবার শিরোপা উঁচিয়ে ধরেছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস। ২০২৪ সালে বিপিএল, আইএল টি-টোয়েন্টি শুরু হয়েছিল ১৯ জানুয়ারি। এবারের বিপিএল ফাইনাল হয়েছিল ১ মার্চ। আইএল টি-টোয়েন্টি শেষ হয়েছিল ১৭ ফেব্রুয়ারি।

আইএল টি-টোয়েন্টির তৃতীয় আসর শুরু হচ্ছে ১১ জানুয়ারি। ছবি: ক্রিকইনফো
আইএল টি-টোয়েন্টির তৃতীয় আসর শুরু হচ্ছে ১১ জানুয়ারি। ছবি: ক্রিকইনফো

২০২৩ ও ২০২৪ সালে আইএল টি-টোয়েন্টির শিরোপা জিতেছিল গালফ জায়ান্টস ও এমআই এমিরটেস। প্রথম আসরে রানার্সআপ হয়েছিল ডেজার্ট ভাইপার্স। এমিরেটস ২০২৪ সালে চ্যাম্পিয়ন হয় দুবাই ক্যাপিটালসকে হারিয়ে। এই চার দলের সঙ্গে শারজা ওয়ারিয়র্জ,আবুধাবি নাইট রাইডার্স-সব মিলে ৬ দল থাকছে ২০২৫ আইএল টি-টোয়েন্টিতে। ৩৪ ম্যাচের টুর্নামেন্টে ফাইনালসহ ১৫ ম্যাচ হবে দুবাইয়ে। আবুধাবি ও শারজায় হবে ১১ ও ৮ ম্যাচ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলামকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে গুজব

ববির ট্রেজারার সাবেক সেনা কর্মকর্তাকে যোগদানে বাধা

বিগত সরকারে বঞ্চিত কর্মকর্তাদের ক্ষতিপূরণ দিতেই যাবে শতকোটি টাকা

দুই দিনে ৭ ব্যাংককে ২০ হাজার ৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

কোনো পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেননি রয়টার্সের প্রতিবেদক: সিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত