ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে গত রাতে। বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক সিরিজ খেলে বাংলাদেশ এবার ঝাঁপিয়ে পড়বে প্রস্তুতিপর্বে। যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে বাংলাদেশের দুটি প্রস্তুতি ম্যাচ। তবে বাংলাদেশের বিপক্ষে নাও দেখা যেতে পারে বলে জানা গেছে ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে।
নিউইয়র্কের নাসাউ কাউন্টিতে ১ জুন প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি আজ জানিয়েছে, প্রতিবেশী দেশের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে কোহলির না খেলার সম্ভাবনা অনেক বেশি। রাজস্থান রয়্যালসের কাছে গত বুধবার হেরে তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিদায় নেয় এলিমিনেটর থেকে। সেই ধাক্কাটা এখনো কাটিয়ে উঠতে পারেননি বলে শোনা গেছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাতে এনডিটিভি নিশ্চিত করেছে, ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) কোহলি জানিয়েছেন তিনি দলের সঙ্গে পরে যোগ দেবেন। এনডিটিভিকে বিসিসিআইয়ের এক সূত্র বলেছে, ‘কোহলি আমাদের নিশ্চিত করেছেন, তিনি দলের সঙ্গে দেরিতে যোগ দেবেন। যার কারণে বিসিসিআই তাঁর ভিসা অ্যাপয়েন্টমেন্ট পরবর্তী তারিখের জন্য রেখেছে। আশা করা হচ্ছে ৩০ মে সকালে তিনি নিউইয়র্কের উদ্দেশ্যে উড়াল দেবেন। বিসিসিআই তাঁর অনুরোধ গ্রহণ করেছে।’
এবারের বিশ্বকাপে ‘এ’ ও ‘ডি’ দুটি ভিন্ন গ্রুপে পড়েছে বাংলাদেশ ও ভারত। নিউইয়র্কে ৫ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারতের বিশ্বকাপ অভিযান শুরু করবে। রোহিত শর্মা-রবীন্দ্র জাদেজারা গতকাল বিশ্বকাপ খেলতে উড়াল দেন যুক্তরাষ্ট্রে। কিন্তু ভারতের প্রথম ব্যাচের সঙ্গে যাননি বেঙ্গালুরু তারকা।
বড় মঞ্চে বাংলাদেশকে পেলে কোহলি যে জ্বলে ওঠেন, সেটা আর না বললেও চলছে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পুনেতে বাংলাদেশের বিপক্ষে ৬ মেরে সেঞ্চুরির পাশাপাশি ভারতের জয় নিশ্চিত করেন। অ্যাডিলেডে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪৪ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি বাংলাদেশ হেরে গিয়েছিল ৫ রানে।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে গত রাতে। বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক সিরিজ খেলে বাংলাদেশ এবার ঝাঁপিয়ে পড়বে প্রস্তুতিপর্বে। যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে বাংলাদেশের দুটি প্রস্তুতি ম্যাচ। তবে বাংলাদেশের বিপক্ষে নাও দেখা যেতে পারে বলে জানা গেছে ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে।
নিউইয়র্কের নাসাউ কাউন্টিতে ১ জুন প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি আজ জানিয়েছে, প্রতিবেশী দেশের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে কোহলির না খেলার সম্ভাবনা অনেক বেশি। রাজস্থান রয়্যালসের কাছে গত বুধবার হেরে তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিদায় নেয় এলিমিনেটর থেকে। সেই ধাক্কাটা এখনো কাটিয়ে উঠতে পারেননি বলে শোনা গেছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাতে এনডিটিভি নিশ্চিত করেছে, ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) কোহলি জানিয়েছেন তিনি দলের সঙ্গে পরে যোগ দেবেন। এনডিটিভিকে বিসিসিআইয়ের এক সূত্র বলেছে, ‘কোহলি আমাদের নিশ্চিত করেছেন, তিনি দলের সঙ্গে দেরিতে যোগ দেবেন। যার কারণে বিসিসিআই তাঁর ভিসা অ্যাপয়েন্টমেন্ট পরবর্তী তারিখের জন্য রেখেছে। আশা করা হচ্ছে ৩০ মে সকালে তিনি নিউইয়র্কের উদ্দেশ্যে উড়াল দেবেন। বিসিসিআই তাঁর অনুরোধ গ্রহণ করেছে।’
এবারের বিশ্বকাপে ‘এ’ ও ‘ডি’ দুটি ভিন্ন গ্রুপে পড়েছে বাংলাদেশ ও ভারত। নিউইয়র্কে ৫ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারতের বিশ্বকাপ অভিযান শুরু করবে। রোহিত শর্মা-রবীন্দ্র জাদেজারা গতকাল বিশ্বকাপ খেলতে উড়াল দেন যুক্তরাষ্ট্রে। কিন্তু ভারতের প্রথম ব্যাচের সঙ্গে যাননি বেঙ্গালুরু তারকা।
বড় মঞ্চে বাংলাদেশকে পেলে কোহলি যে জ্বলে ওঠেন, সেটা আর না বললেও চলছে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পুনেতে বাংলাদেশের বিপক্ষে ৬ মেরে সেঞ্চুরির পাশাপাশি ভারতের জয় নিশ্চিত করেন। অ্যাডিলেডে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪৪ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি বাংলাদেশ হেরে গিয়েছিল ৫ রানে।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
২ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
৩ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৪ ঘণ্টা আগে