ক্রীড়া ডেস্ক
৪৪ মাসের অপেক্ষা ফুরোল পাকিস্তানের। নিজেদের মাঠে সর্বশেষ টেস্ট জিতেছিল তারা ২০২১ সালের ফেব্রুয়ারিতে। রাওয়ালপিন্ডিতে সেবার দক্ষিণ আফ্রিকাকে ৯৫ রানে হারিয়েছিল বাবর আজমের পাকিস্তান। তারপর নিজেদের মাঠে জয় হয়ে ওঠে সোনার হরিণ। একটু দেরি হলেও নোমান আলী ও সাজিদ খানের দুর্দান্ত ঘূর্ণি জাদুতে অবশেষে ১১ টেস্ট পর নিজেদের মাঠে জয়ের উচ্ছ্বাস করল তারা।
মুলতানে সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ১৫২ রানে হারিয়ে ১-১ সমতায় ফিরেছে পাকিস্তান। কিছুটা বিস্ময় যেন সাজিদ ও নোমান! দুই ইনিংস মিলিয়ে ইংল্যান্ডের সব উইকেট নিয়েছেন এই দুই স্পিনার। সাজিদ নিয়েছেন ৯টি, নোমানের শিকার ১১টি। একবিংশ শতাব্দীতে এক টেস্টে ২০ উইকেট নেওয়ার প্রথম কীর্তি গড়লেন তাঁরা।
টেস্টে গত ৫২ বছরেও এমন রেকর্ড নেই। ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে এই নিয়ে সপ্তমবার দুই বোলার মিলিয়ে ২০ উইকেট নিয়েছেন। পাকিস্তানের পক্ষে দ্বিতীয়বার। ১৯৫৬ সালে করাচিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন দলটির দুই পেসার ফজল মাহমুদ (১৩) ও খান মোহাম্মদ (৭)।
সর্বশেষ ১৯৭২ সালে দুই বোলার নিয়েছিলেন এক টেস্টে ২০ উইকেট। লর্ডসে সেবার ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকেই দুই ইনিংসে ৮টি করে মোট ১৬ উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন অস্ট্রেলিয়ান পেসার বব ম্যাসি। বাকি ৪ উইকেট নিয়েছিলেন ডেনিস লিলি। এরপর ২০২৪ সালে সেই স্মৃতি ফেরালেন সাজিদ নোমান।
প্রথম ইনিংসে ১১১ রানে ৭ উইকেট নিয়েছেন সাজিদ, দ্বিতীয় ইনিংসে নোমান নিয়েছেন ৪৬ রানে ৮ উইকেট। মুলতানে সেরা বোলিং ফিগারের তালিকায় নোমানের স্পেলটি শীর্ষে এবং দুই নম্বরে সাজিদের স্পেলটি।
৪৪ মাসের অপেক্ষা ফুরোল পাকিস্তানের। নিজেদের মাঠে সর্বশেষ টেস্ট জিতেছিল তারা ২০২১ সালের ফেব্রুয়ারিতে। রাওয়ালপিন্ডিতে সেবার দক্ষিণ আফ্রিকাকে ৯৫ রানে হারিয়েছিল বাবর আজমের পাকিস্তান। তারপর নিজেদের মাঠে জয় হয়ে ওঠে সোনার হরিণ। একটু দেরি হলেও নোমান আলী ও সাজিদ খানের দুর্দান্ত ঘূর্ণি জাদুতে অবশেষে ১১ টেস্ট পর নিজেদের মাঠে জয়ের উচ্ছ্বাস করল তারা।
মুলতানে সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ১৫২ রানে হারিয়ে ১-১ সমতায় ফিরেছে পাকিস্তান। কিছুটা বিস্ময় যেন সাজিদ ও নোমান! দুই ইনিংস মিলিয়ে ইংল্যান্ডের সব উইকেট নিয়েছেন এই দুই স্পিনার। সাজিদ নিয়েছেন ৯টি, নোমানের শিকার ১১টি। একবিংশ শতাব্দীতে এক টেস্টে ২০ উইকেট নেওয়ার প্রথম কীর্তি গড়লেন তাঁরা।
টেস্টে গত ৫২ বছরেও এমন রেকর্ড নেই। ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে এই নিয়ে সপ্তমবার দুই বোলার মিলিয়ে ২০ উইকেট নিয়েছেন। পাকিস্তানের পক্ষে দ্বিতীয়বার। ১৯৫৬ সালে করাচিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন দলটির দুই পেসার ফজল মাহমুদ (১৩) ও খান মোহাম্মদ (৭)।
সর্বশেষ ১৯৭২ সালে দুই বোলার নিয়েছিলেন এক টেস্টে ২০ উইকেট। লর্ডসে সেবার ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকেই দুই ইনিংসে ৮টি করে মোট ১৬ উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন অস্ট্রেলিয়ান পেসার বব ম্যাসি। বাকি ৪ উইকেট নিয়েছিলেন ডেনিস লিলি। এরপর ২০২৪ সালে সেই স্মৃতি ফেরালেন সাজিদ নোমান।
প্রথম ইনিংসে ১১১ রানে ৭ উইকেট নিয়েছেন সাজিদ, দ্বিতীয় ইনিংসে নোমান নিয়েছেন ৪৬ রানে ৮ উইকেট। মুলতানে সেরা বোলিং ফিগারের তালিকায় নোমানের স্পেলটি শীর্ষে এবং দুই নম্বরে সাজিদের স্পেলটি।
এই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১২ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৫ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ১৬ রান। দুইবার মেরেছিলেন ডাক। সেই ব্যর্থতার ঝাল ঝাড়লেন অন্য সংস্করণ টি-টোয়েন্টিতে। ব্রিসবেনের গ্যাবায় আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপর চালালেন তাণ্ডব। ম্যাক্সওয়েলের তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফ
১৫ ঘণ্টা আগে