নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
টানা তৃতীয় ওয়ানডেতে টস জিতলেন কুশল মেন্ডিস। দুই দলই ইতিমধ্যে একটি করে ম্যাচে জিতেছে। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অলিখিত ফাইনালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক মেন্ডিস।
বাংলাদেশের শেষ ওয়ানডের একাদশে তিন পরিবর্তন। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে তানজিম হাসান সাকিব ছিটকে গেছেন এ ম্যাচ থেকে থেকে। সাকিবের জায়গায় সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান।
ছন্দ হারিয়ে দল থেকে বাদ পড়েন লিটন দাস। আজ ওপেনিংয়ে সৌম্য সরকারের সঙ্গী এনামুল হক বিজয়। আগের দুই ওয়ানডেতে বেশ ভালো বোলিং করতে পারেননি বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও। এই ম্যাচে তাঁকে বাদ দিয়ে একাদশে নেওয়া হয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেনকে।
বিপরীতে লঙ্কানরা খেলছে এক পরিবর্তন নিয়ে। বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে লঙ্কান পেসার দিলশান মাদুশঙ্কাও ছিটকে গেছেন শেষ ওয়ানডে থেকে। তাঁর জায়গায় একাদশে ফিরেছেন স্পিনার মাহেশ তিকসানা।
বাংলাদেশের একাদশে তিন পেসার ও দুই স্পিনার। তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজের সঙ্গে স্পিন আক্রমণে মেহেদী হাসান মিরাজ ও রিশাদ। শ্রীলঙ্কা খেলছে দুই পেসার ও তিন স্পিনার নিয়ে। লাহিরু কুমারা ও প্রমোদ মাদুশানের সঙ্গে তিন স্পিনার দুনিত ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও তিকশানা। খন্ডকালীন পেস বোলিংয়ের জন্য অলরাউন্ডার জানিত লিয়ানাগেও আছেন।
এই ম্যাচের আগে বাংলাদেশ দলের প্রেরণা ২০২১ সালে লঙ্কানদের বিপক্ষে ২-১ ব্যবধানে হোম সিরিজ জয়। দুই দলের আগের ৯টি ওয়ানডে সিরিজে লঙ্কানদের জয় ছয়টিতে। দুটি সিরিজ সমতায় আর একটি সিরিজে জিতেছে বাংলাদেশ।
বাংলাদেশের একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কার একাদশ:
কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), আভিষ্কা ফার্নান্দো, পাতুম নিসাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, জানিত লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ভেল্লালাগে, মাহিশ তিকশানা, লাহিরু কুমারা,প্রমোদ মাদুশান।
টানা তৃতীয় ওয়ানডেতে টস জিতলেন কুশল মেন্ডিস। দুই দলই ইতিমধ্যে একটি করে ম্যাচে জিতেছে। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অলিখিত ফাইনালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক মেন্ডিস।
বাংলাদেশের শেষ ওয়ানডের একাদশে তিন পরিবর্তন। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে তানজিম হাসান সাকিব ছিটকে গেছেন এ ম্যাচ থেকে থেকে। সাকিবের জায়গায় সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান।
ছন্দ হারিয়ে দল থেকে বাদ পড়েন লিটন দাস। আজ ওপেনিংয়ে সৌম্য সরকারের সঙ্গী এনামুল হক বিজয়। আগের দুই ওয়ানডেতে বেশ ভালো বোলিং করতে পারেননি বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও। এই ম্যাচে তাঁকে বাদ দিয়ে একাদশে নেওয়া হয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেনকে।
বিপরীতে লঙ্কানরা খেলছে এক পরিবর্তন নিয়ে। বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে লঙ্কান পেসার দিলশান মাদুশঙ্কাও ছিটকে গেছেন শেষ ওয়ানডে থেকে। তাঁর জায়গায় একাদশে ফিরেছেন স্পিনার মাহেশ তিকসানা।
বাংলাদেশের একাদশে তিন পেসার ও দুই স্পিনার। তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজের সঙ্গে স্পিন আক্রমণে মেহেদী হাসান মিরাজ ও রিশাদ। শ্রীলঙ্কা খেলছে দুই পেসার ও তিন স্পিনার নিয়ে। লাহিরু কুমারা ও প্রমোদ মাদুশানের সঙ্গে তিন স্পিনার দুনিত ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও তিকশানা। খন্ডকালীন পেস বোলিংয়ের জন্য অলরাউন্ডার জানিত লিয়ানাগেও আছেন।
এই ম্যাচের আগে বাংলাদেশ দলের প্রেরণা ২০২১ সালে লঙ্কানদের বিপক্ষে ২-১ ব্যবধানে হোম সিরিজ জয়। দুই দলের আগের ৯টি ওয়ানডে সিরিজে লঙ্কানদের জয় ছয়টিতে। দুটি সিরিজ সমতায় আর একটি সিরিজে জিতেছে বাংলাদেশ।
বাংলাদেশের একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কার একাদশ:
কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), আভিষ্কা ফার্নান্দো, পাতুম নিসাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, জানিত লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ভেল্লালাগে, মাহিশ তিকশানা, লাহিরু কুমারা,প্রমোদ মাদুশান।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
২৯ মিনিট আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
১ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৩ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৪ ঘণ্টা আগে