ক্রীড়া ডেস্ক
চাঁদে সফলভাবে অবতরণ করেছে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩। আর এতে অন্যান্য ভারতীয়দের মতো উচ্ছ্বসিত দেশটির সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। উচ্ছ্বসিত হওয়ার মতো ঘটনাও বটে। ভারতের আগে যে মাত্র তিনটি দেশ—রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনই কেবল চাঁদে মহাকাশ যান পাঠাতে পেরেছে।
চন্দ্রযান-৩ এর চাঁদে সফল অবতরণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, রোহিত শর্মারা অভিনন্দন জানিয়েছেন চন্দ্রযান দলকে। উচ্ছ্বাস দেখিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফরও। তবে একটু অন্যভাবে।
চাঁদে অবতরণের পর ছবিও পাঠাতে শুরু করেছে চন্দ্রযান-৩। মহাকাশ যানটির পাঠানো চন্দ্রপৃষ্ঠের একটি ছবি দিয়ে বুদ্ধিদীপ্ত এক পোস্ট ওয়াসিম জাফর দিয়েছেন টুইটারে। চন্দ্রপৃষ্ঠের ছবিটিকে ক্রিকেট পিচ হিসেবে কল্পনা করে সেটি স্পিন না পিচ সহায়ক হবে সে ধারণাও দিয়েছেন ভারতের সাবেক এই ক্রিকেটার। তাঁর ধারণা এই উইকেটে টস জিতলে যে কেউই আগে ব্যাট করবে। ‘চাঁদের পিচ’ নিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক পরামর্শক কোচের টুইট, ‘অবশ্যই আগে ব্যাটিং করার মতো উইকেট। ৩ স্পিনার, ১ বিশেষজ্ঞ পেসার ও সঙ্গে এক অলরাউন্ডার নিয়ে মাঠে নামব।’
এবার আর নিশ্চয় বুঝতে বাকি নেই সেই কল্পিত পিচ স্পিন সহায়ক। জাফরের টুইট পরে মন্তব্যের ঘরে একজন লিখেছেন, চাঁদের উইকেটে একাই ৫ উইকেট নেবেন রবীন্দ্র জাদেজা।
চাঁদে সফলভাবে অবতরণ করেছে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩। আর এতে অন্যান্য ভারতীয়দের মতো উচ্ছ্বসিত দেশটির সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। উচ্ছ্বসিত হওয়ার মতো ঘটনাও বটে। ভারতের আগে যে মাত্র তিনটি দেশ—রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনই কেবল চাঁদে মহাকাশ যান পাঠাতে পেরেছে।
চন্দ্রযান-৩ এর চাঁদে সফল অবতরণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, রোহিত শর্মারা অভিনন্দন জানিয়েছেন চন্দ্রযান দলকে। উচ্ছ্বাস দেখিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফরও। তবে একটু অন্যভাবে।
চাঁদে অবতরণের পর ছবিও পাঠাতে শুরু করেছে চন্দ্রযান-৩। মহাকাশ যানটির পাঠানো চন্দ্রপৃষ্ঠের একটি ছবি দিয়ে বুদ্ধিদীপ্ত এক পোস্ট ওয়াসিম জাফর দিয়েছেন টুইটারে। চন্দ্রপৃষ্ঠের ছবিটিকে ক্রিকেট পিচ হিসেবে কল্পনা করে সেটি স্পিন না পিচ সহায়ক হবে সে ধারণাও দিয়েছেন ভারতের সাবেক এই ক্রিকেটার। তাঁর ধারণা এই উইকেটে টস জিতলে যে কেউই আগে ব্যাট করবে। ‘চাঁদের পিচ’ নিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক পরামর্শক কোচের টুইট, ‘অবশ্যই আগে ব্যাটিং করার মতো উইকেট। ৩ স্পিনার, ১ বিশেষজ্ঞ পেসার ও সঙ্গে এক অলরাউন্ডার নিয়ে মাঠে নামব।’
এবার আর নিশ্চয় বুঝতে বাকি নেই সেই কল্পিত পিচ স্পিন সহায়ক। জাফরের টুইট পরে মন্তব্যের ঘরে একজন লিখেছেন, চাঁদের উইকেটে একাই ৫ উইকেট নেবেন রবীন্দ্র জাদেজা।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
২ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
২ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৩ ঘণ্টা আগে