ক্রীড়া ডেস্ক
অ্যাডিলেড ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে জয়ের সুবাতাস অস্ট্রেলিয়া যে পাওয়া শুরু করে বেশ আগেভাগেই। স্বাগতিক বোলারদের আক্রমণাত্মক বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। ধুঁকতে থাকা উইন্ডিজ কত দূর যেতে পারে, সেটাই শুধু দেখার অপেক্ষা ছিল। শেষ পর্যন্ত তিন দিনও লাগেনি ম্যাচের ফল পেতে। ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটে হারিয়েছে অজিরা।
৯৫ রানে পিছিয়ে থেকে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করেছিল। সেখানে ৭৩ রানে ৬ উইকেট হারিয়ে গতকাল দ্বিতীয় দিনেই উইন্ডিজের হার অনেকটাই নিশ্চিত হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে তখনো ২২ রানে পিছিয়ে ক্যারিবীয়রা। এমন পরিস্থিতিতে আজ যখন তৃতীয় দিনের খেলা উইন্ডিজ শুরু করেছিল, তখন ইনিংস ব্যবধানে হারলেও অবাক হওয়ার কিছু থাকত না। কারণ ৯৪ রানেই তারা হারিয়ে বসে ৯ উইকেট। এমন পরিস্থিতিতে দলের ইনিংস হার এড়াতে অবদান রাখেন কেমার রোচ ও শামার জোসেফ। দশম উইকেটে তারা ২৩ বলে ২৬ রানের জুটি গড়লে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ১২০ রানে। ইনিংসের সর্বোচ্চ ২৬ রান করেন কার্ক ম্যাকেঞ্জি। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে দ্বিতীয় ইনিংসে সেরা বোলিং করেন জশ হ্যাজলউড। ৩৫ রান খরচ করে নেন ৫ উইকেট। ২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬.৪ ওভারেই জয়ের বন্দর পৌঁছে যায় অস্ট্রেলিয়া। যেখানে সপ্তম ওভারের দ্বিতীয় বলে শামার জোসেফের বাউন্সারে মারাত্মক আহত হয়ে মাঠ ছাড়েন উসমান খাজা। এরপর ব্যাটিংয়ে নেমে ওভারের চতুর্থ বলে সিঙ্গেল নিয়ে অস্ট্রেলিয়াকে ১০ উইকেটের সহজ জয় এনে দেন মারনাস লাবুশেন। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
ম্যাচসেরা হয়েছেন ট্রাভিস হেড। টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নিয়েছেন। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ১৩৪ বলে ১১৯ রানের ইনিংস খেলেন তিনি। ১২ চার ও ৩ ছক্কা মারেন তিনি।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। অজিদের আক্রমণাত্মক বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ১৮৮ রানে অলআউট হয়েছে উইন্ডিজ। ইনিংস সর্বোচ্চ ৫৫ রান করেছিলেন ম্যাকেঞ্জি। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি করে উইকেট নেন কামিন্স ও হ্যাজলউড। এরপর অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ২৮৩ রানে অলআউট হয়েছে। হেডের ১১৯ রানের পাশাপাশি দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান করেন উসমান খাজা। উইন্ডিজ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৫ উইকেট নেন শামার জোসেফ।
অ্যাডিলেড ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে জয়ের সুবাতাস অস্ট্রেলিয়া যে পাওয়া শুরু করে বেশ আগেভাগেই। স্বাগতিক বোলারদের আক্রমণাত্মক বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। ধুঁকতে থাকা উইন্ডিজ কত দূর যেতে পারে, সেটাই শুধু দেখার অপেক্ষা ছিল। শেষ পর্যন্ত তিন দিনও লাগেনি ম্যাচের ফল পেতে। ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটে হারিয়েছে অজিরা।
৯৫ রানে পিছিয়ে থেকে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করেছিল। সেখানে ৭৩ রানে ৬ উইকেট হারিয়ে গতকাল দ্বিতীয় দিনেই উইন্ডিজের হার অনেকটাই নিশ্চিত হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে তখনো ২২ রানে পিছিয়ে ক্যারিবীয়রা। এমন পরিস্থিতিতে আজ যখন তৃতীয় দিনের খেলা উইন্ডিজ শুরু করেছিল, তখন ইনিংস ব্যবধানে হারলেও অবাক হওয়ার কিছু থাকত না। কারণ ৯৪ রানেই তারা হারিয়ে বসে ৯ উইকেট। এমন পরিস্থিতিতে দলের ইনিংস হার এড়াতে অবদান রাখেন কেমার রোচ ও শামার জোসেফ। দশম উইকেটে তারা ২৩ বলে ২৬ রানের জুটি গড়লে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ১২০ রানে। ইনিংসের সর্বোচ্চ ২৬ রান করেন কার্ক ম্যাকেঞ্জি। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে দ্বিতীয় ইনিংসে সেরা বোলিং করেন জশ হ্যাজলউড। ৩৫ রান খরচ করে নেন ৫ উইকেট। ২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬.৪ ওভারেই জয়ের বন্দর পৌঁছে যায় অস্ট্রেলিয়া। যেখানে সপ্তম ওভারের দ্বিতীয় বলে শামার জোসেফের বাউন্সারে মারাত্মক আহত হয়ে মাঠ ছাড়েন উসমান খাজা। এরপর ব্যাটিংয়ে নেমে ওভারের চতুর্থ বলে সিঙ্গেল নিয়ে অস্ট্রেলিয়াকে ১০ উইকেটের সহজ জয় এনে দেন মারনাস লাবুশেন। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
ম্যাচসেরা হয়েছেন ট্রাভিস হেড। টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নিয়েছেন। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ১৩৪ বলে ১১৯ রানের ইনিংস খেলেন তিনি। ১২ চার ও ৩ ছক্কা মারেন তিনি।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। অজিদের আক্রমণাত্মক বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ১৮৮ রানে অলআউট হয়েছে উইন্ডিজ। ইনিংস সর্বোচ্চ ৫৫ রান করেছিলেন ম্যাকেঞ্জি। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি করে উইকেট নেন কামিন্স ও হ্যাজলউড। এরপর অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ২৮৩ রানে অলআউট হয়েছে। হেডের ১১৯ রানের পাশাপাশি দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান করেন উসমান খাজা। উইন্ডিজ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৫ উইকেট নেন শামার জোসেফ।
সার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২৩ মিনিট আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
১ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
২ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
২ ঘণ্টা আগে