ক্রীড়া ডেস্ক
প্রথম বিশ্বকাপ খেলতে নেমেই দুর্দান্ত ছন্দে আছেন রাচিন রবীন্দ্র। ৯ ম্যাচে ৫৬৫ রান নিয়ে রান সংগ্রাহকের তালিকায় শীর্ষ তিনে আছেন নিউজিল্যান্ডের ব্যাটার। ব্যাটিং ছন্দের মতোই একটি গল্প দ্রুত ছড়িয়ে পড়েছে মানুষের মধ্যে। আর সেটি হচ্ছে তাঁর নামের গল্প।
এক সাক্ষাৎকারে রাচিন নিজেই জানিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি রাহুল দ্রাবিড় ও শচীন টেন্ডুলকারের নাম থেকেই তাঁর নাম রাখা হয়েছে। রাহুলের ইংরেজি বানানের প্রথম দুই অক্ষর ও শচীনের শেষের চার অক্ষর মিলিয়ে তাঁর নাম রাচিন রাখা হয়েছে। তাঁর বাবা দুজনেরই বড় ভক্ত ছিলেন।
তবে রাচিনের এই বক্তব্যের সঙ্গে একমত নন তাঁর বাবা রবি কৃষ্ণমূর্তি। বেঙ্গালুরুতে ক্লাব ক্রিকেট খেলা রবি জানিয়েছেন, রাহুল ও শচীনের নামের সঙ্গে মিল রেখে তাঁর ছেলের নাম রাখেননি তিনি। এটা পুরোটাই এক কাকতালীয় ব্যাপার বলে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টকে জানিয়েছেন তিনি।
রাচিনের নামের গল্প নিয়ে রবি বলেছেন, ‘রাচিনের জন্মের সময় আমার স্ত্রী নামটি প্রস্তাব করেছিল। নাম শোনার পর এটি নিয়ে খুব বেশি সময় আর আলোচনা করিনি। কারণ নামটি শুনতে ভালো লাগছিল, উচ্চারণ সহজ এবং নামটা ছোট ছিল। তাই আমরা এই নামটাই রাখার সিদ্ধান্ত নিই।’
পরে ভারতের দুই ক্রিকেট কিংবদন্তির নামের সঙ্গে মিল খুঁজে পান বলে জানিয়েছেন রবি। তিনি বলেছেন, ‘কয়েক বছর পর আমরা বুঝতে পারি নামটিতে রাহুল ও শচীনের নামের সংমিশ্রণ রয়েছে। তবে ইচ্ছাকৃতভাবে নামটি রাখা হয়নি।’
প্রথম বিশ্বকাপ খেলতে নেমেই দুর্দান্ত ছন্দে আছেন রাচিন রবীন্দ্র। ৯ ম্যাচে ৫৬৫ রান নিয়ে রান সংগ্রাহকের তালিকায় শীর্ষ তিনে আছেন নিউজিল্যান্ডের ব্যাটার। ব্যাটিং ছন্দের মতোই একটি গল্প দ্রুত ছড়িয়ে পড়েছে মানুষের মধ্যে। আর সেটি হচ্ছে তাঁর নামের গল্প।
এক সাক্ষাৎকারে রাচিন নিজেই জানিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি রাহুল দ্রাবিড় ও শচীন টেন্ডুলকারের নাম থেকেই তাঁর নাম রাখা হয়েছে। রাহুলের ইংরেজি বানানের প্রথম দুই অক্ষর ও শচীনের শেষের চার অক্ষর মিলিয়ে তাঁর নাম রাচিন রাখা হয়েছে। তাঁর বাবা দুজনেরই বড় ভক্ত ছিলেন।
তবে রাচিনের এই বক্তব্যের সঙ্গে একমত নন তাঁর বাবা রবি কৃষ্ণমূর্তি। বেঙ্গালুরুতে ক্লাব ক্রিকেট খেলা রবি জানিয়েছেন, রাহুল ও শচীনের নামের সঙ্গে মিল রেখে তাঁর ছেলের নাম রাখেননি তিনি। এটা পুরোটাই এক কাকতালীয় ব্যাপার বলে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টকে জানিয়েছেন তিনি।
রাচিনের নামের গল্প নিয়ে রবি বলেছেন, ‘রাচিনের জন্মের সময় আমার স্ত্রী নামটি প্রস্তাব করেছিল। নাম শোনার পর এটি নিয়ে খুব বেশি সময় আর আলোচনা করিনি। কারণ নামটি শুনতে ভালো লাগছিল, উচ্চারণ সহজ এবং নামটা ছোট ছিল। তাই আমরা এই নামটাই রাখার সিদ্ধান্ত নিই।’
পরে ভারতের দুই ক্রিকেট কিংবদন্তির নামের সঙ্গে মিল খুঁজে পান বলে জানিয়েছেন রবি। তিনি বলেছেন, ‘কয়েক বছর পর আমরা বুঝতে পারি নামটিতে রাহুল ও শচীনের নামের সংমিশ্রণ রয়েছে। তবে ইচ্ছাকৃতভাবে নামটি রাখা হয়নি।’
দ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৪২ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
৫ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
৬ ঘণ্টা আগে