ক্রীড়া ডেস্ক
দল বিবেচনায় আগামী জুনে সবচেয়ে বড় বিশ্বকাপের আসর বসবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। সব সংস্করণ মিলিয়ে ২০ দলের বিশ্বকাপ আগে কখনো হয়নি। ক্রিকেটকে বিশ্বে ছড়িয়ে দিতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সংখ্যা বাড়িয়ে দিয়েছে আইসিসি।
ইতিমধ্যে সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপের ক্ষণ গণনাও শুরু হয়েছে। ১০০ দিনের ক্ষণ গণনার দিনেই টিকিট বিক্রিও শুরু হয়েছে। তারও আগে টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়েছে। এবার টুর্নামেন্ট শুরুর বাকি ৫০ দিনের মাথায় থিম সং প্রকাশ করেছে আইসিসি।
গতকাল রাতে থিম সং প্রকাশ করেছে আইসিসি। এবারের টুর্নামেন্টের থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী শন পল এবং সকা সুপারস্টার কেস। সংটি প্রযোজনা করেছেন মাইকেল ‘তানো’ মন্তানো। তিনজনই ক্যারিবিয়ান। জ্যামাইকান শনের বাকি দুই সঙ্গী কেস ও তানো ত্রিনিদাদের।
থিম সংয়ের মাধ্যমে ক্যারিবিয়ান সংস্কৃতিকে বিশ্ববাসীর কাছে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন শন। দুই দশক ধরে সংগীতের সঙ্গে থাকা জ্যামাইকান গায়ক বলেছেন,‘ক্রিকেট সব সময় আমাদের সংস্কৃতির অন্যতম অংশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিশিয়াল থিম সং গাইতে পেরে নিজেকে সম্মানিত বোধ করছি। কেসের বড় ভক্ত আমি। গানটিতে ক্যারিবিয়ান সংস্কৃতির চমৎকার এক মেলবন্ধন থাকবে। নাচের সঙ্গে আন্তর্জাতিক সংগীতের আবহ এবং সকা সংগীত তো থাকছেই। মানুষ যখন গাইবে তখন বাস্তবিক অর্থেই ঐক্যের চেতনা অনুভব করবে।’
থিম সংয়ে গাইতে পেরে নিজেকে গর্বিত বলে জানিয়েছেন কেসও। তিনি বলেছেন,‘আমাদের সব সময় লক্ষ্যে বিশ্বকে একই ছাদের নিচে রাখা। তাই ক্রিকেটের সঙ্গে গানের মেলবন্ধন করা হয়েছে। শন পল, তানো এবং পুরো দল মিলে যে সংগীত আবহ তৈরি করা হয়েছে, তা সত্যিই অসাধারণ।’ থিম সংয়ের পুরো ভিডিওটি অবশ্য এখনো প্রকাশ করেনি আইসিসি।
দল বিবেচনায় আগামী জুনে সবচেয়ে বড় বিশ্বকাপের আসর বসবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। সব সংস্করণ মিলিয়ে ২০ দলের বিশ্বকাপ আগে কখনো হয়নি। ক্রিকেটকে বিশ্বে ছড়িয়ে দিতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সংখ্যা বাড়িয়ে দিয়েছে আইসিসি।
ইতিমধ্যে সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপের ক্ষণ গণনাও শুরু হয়েছে। ১০০ দিনের ক্ষণ গণনার দিনেই টিকিট বিক্রিও শুরু হয়েছে। তারও আগে টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়েছে। এবার টুর্নামেন্ট শুরুর বাকি ৫০ দিনের মাথায় থিম সং প্রকাশ করেছে আইসিসি।
গতকাল রাতে থিম সং প্রকাশ করেছে আইসিসি। এবারের টুর্নামেন্টের থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী শন পল এবং সকা সুপারস্টার কেস। সংটি প্রযোজনা করেছেন মাইকেল ‘তানো’ মন্তানো। তিনজনই ক্যারিবিয়ান। জ্যামাইকান শনের বাকি দুই সঙ্গী কেস ও তানো ত্রিনিদাদের।
থিম সংয়ের মাধ্যমে ক্যারিবিয়ান সংস্কৃতিকে বিশ্ববাসীর কাছে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন শন। দুই দশক ধরে সংগীতের সঙ্গে থাকা জ্যামাইকান গায়ক বলেছেন,‘ক্রিকেট সব সময় আমাদের সংস্কৃতির অন্যতম অংশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিশিয়াল থিম সং গাইতে পেরে নিজেকে সম্মানিত বোধ করছি। কেসের বড় ভক্ত আমি। গানটিতে ক্যারিবিয়ান সংস্কৃতির চমৎকার এক মেলবন্ধন থাকবে। নাচের সঙ্গে আন্তর্জাতিক সংগীতের আবহ এবং সকা সংগীত তো থাকছেই। মানুষ যখন গাইবে তখন বাস্তবিক অর্থেই ঐক্যের চেতনা অনুভব করবে।’
থিম সংয়ে গাইতে পেরে নিজেকে গর্বিত বলে জানিয়েছেন কেসও। তিনি বলেছেন,‘আমাদের সব সময় লক্ষ্যে বিশ্বকে একই ছাদের নিচে রাখা। তাই ক্রিকেটের সঙ্গে গানের মেলবন্ধন করা হয়েছে। শন পল, তানো এবং পুরো দল মিলে যে সংগীত আবহ তৈরি করা হয়েছে, তা সত্যিই অসাধারণ।’ থিম সংয়ের পুরো ভিডিওটি অবশ্য এখনো প্রকাশ করেনি আইসিসি।
খেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২৭ মিনিট আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
১ ঘণ্টা আগেসিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
২ ঘণ্টা আগে