ক্রীড়া ডেস্ক
চলতি বছরের শেষে শোয়েব আখতারের আত্মজীবনী ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ মুক্তি পাওয়ার কথা। তবে আত্মজীবনী থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানি এই পেসার।
গতকাল টুইটারে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আখতার। এমনকি সিনেমা প্রস্তুতকারকদের এই ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। পাকিস্তানের পেসার টুইট করেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আমি জানাচ্ছি যে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সিনেমা তৈরির সঙ্গে যারা রয়েছেন, তাদের সঙ্গে আমি চুক্তি বাতিল করেছি। যদি তারা আত্মজীবনী বানায় অথবা আমার নাম ব্যবহার করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
১৯৯৭ থেকে ২০১১ পর্যন্ত ১৪ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন শোয়েব আখতার। পাকিস্তানের জার্সিতে ৪৬ টেস্ট, ১৫৮ ওয়ানডে ও ১৫ টি-টোয়েন্টি খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ২১৯ ম্যাচে ২৫.০২ বোলিং গড়ে নিয়েছেন ৪৩৮ উইকেট। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ১৬ বার আর ম্যাচে ১০ উইকেট নিয়েছেন দুইবার। আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানিদের মধ্যে উইকেট শিকারীর তালিকায় সাত নম্বরে আছেন তিনি। সবচেয়ে বেশি ২৪১ উইকেট নিয়েছেন ওয়ানডেতে।
চলতি বছরের শেষে শোয়েব আখতারের আত্মজীবনী ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ মুক্তি পাওয়ার কথা। তবে আত্মজীবনী থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানি এই পেসার।
গতকাল টুইটারে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আখতার। এমনকি সিনেমা প্রস্তুতকারকদের এই ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। পাকিস্তানের পেসার টুইট করেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আমি জানাচ্ছি যে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সিনেমা তৈরির সঙ্গে যারা রয়েছেন, তাদের সঙ্গে আমি চুক্তি বাতিল করেছি। যদি তারা আত্মজীবনী বানায় অথবা আমার নাম ব্যবহার করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
১৯৯৭ থেকে ২০১১ পর্যন্ত ১৪ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন শোয়েব আখতার। পাকিস্তানের জার্সিতে ৪৬ টেস্ট, ১৫৮ ওয়ানডে ও ১৫ টি-টোয়েন্টি খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ২১৯ ম্যাচে ২৫.০২ বোলিং গড়ে নিয়েছেন ৪৩৮ উইকেট। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ১৬ বার আর ম্যাচে ১০ উইকেট নিয়েছেন দুইবার। আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানিদের মধ্যে উইকেট শিকারীর তালিকায় সাত নম্বরে আছেন তিনি। সবচেয়ে বেশি ২৪১ উইকেট নিয়েছেন ওয়ানডেতে।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
১ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
২ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৩ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৪ ঘণ্টা আগে