ক্রীড়া ডেস্ক
অ্যান্টিগা টেস্টের প্রথম দিনটা বাংলাদেশের ব্যাটারদের জন্য ছিল দুঃস্বপ্নের মতো। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের সামনে এক সাকিব আল হাসান ছাড়া কেউ দাঁড়াতেই পারেননি। বাংলাদেশও বেশি দূর এগোতে পারেনি। প্রথম ইনিংস গুটিয়ে গেছে ১০৩ রানেই। তবে এই পুঁজি নিয়েই লড়ে গেছেন বোলাররা। সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিবও তাই বোলারদের প্রশংসায় ভাসালেন।
ব্যাটারদের ভরাডুবির দিনে দুর্দান্ত বোলিং করেছেন খালেদ আহমেদ, ইবাদত হোসেনরা। অল্প রানে গুটিয়ে গিয়েও তাই দিন শেষে তৃপ্তির কথা শোনালেন সাকিব, ‘আজ(কাল) দিনে আমি খুবই খুশি। কিছু হাফ চান্স ছিল। সেগুলো নিতে পারলে পেসারদের জন্য দারুণ একটা দিন হতো, যেটা আমরা বেশ কিছুদিন ধরেই পাইনি। আমার মনে হয় পেস বিভাগ খুবই ভালো বল করেছে। জুটিতে ভালো বোলিং করেছে।’
৪৮ ওভারের মধ্যে বাংলাদেশের তিন পেসার করেছেন ৩১ ওভার, যেখানে প্রত্যেকের ইকোনোমি রেটই ছিল দুয়ের নিচে। এমন দিনে মোস্তাফিজ, ইবাদতদের আলাদা আলাদাভাবে কৃতিত্ব দিলেন সাকিব। টেস্ট অধিনায়ক বলেন, ‘মোস্তাফিজ দারুণ ছিল। খালেদও অনেক ভালো বল করেছে নতুন বলে। ইবাদত সব সময় ভালো বল করছে। তিনজনই ভালো করেছে।’
২ উইকেট ৯৫ রান তুলে দিন শেষ করেছে উইন্ডিজ। সাকিব মনে করেন, পেসাররা ভাগ্যের সহায়তা পেলে আরও ভালো অবস্থানে থাকত বাংলাদেশ দল। তবু আজ দ্বিতীয় দিনে পেসারদের নিয়ে আশার কথা শুনিয়েছেন সাকিব, ‘ভাগ্য ওদের সহায় ছিল না । আরও দুটি উইকেট পেলে হয়তো আমরা ভালো অবস্থানে থাকতাম। যদি ১০০ রানে ৪ উইকেট থাকত, তাহলে কাল আরও ১০০ রানের মধ্যে ওদের অলআউট করলে আমরা ম্যাচে থাকতাম। এখনো হবে না তা বলছি না।’
অ্যান্টিগা টেস্টের প্রথম দিনটা বাংলাদেশের ব্যাটারদের জন্য ছিল দুঃস্বপ্নের মতো। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের সামনে এক সাকিব আল হাসান ছাড়া কেউ দাঁড়াতেই পারেননি। বাংলাদেশও বেশি দূর এগোতে পারেনি। প্রথম ইনিংস গুটিয়ে গেছে ১০৩ রানেই। তবে এই পুঁজি নিয়েই লড়ে গেছেন বোলাররা। সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিবও তাই বোলারদের প্রশংসায় ভাসালেন।
ব্যাটারদের ভরাডুবির দিনে দুর্দান্ত বোলিং করেছেন খালেদ আহমেদ, ইবাদত হোসেনরা। অল্প রানে গুটিয়ে গিয়েও তাই দিন শেষে তৃপ্তির কথা শোনালেন সাকিব, ‘আজ(কাল) দিনে আমি খুবই খুশি। কিছু হাফ চান্স ছিল। সেগুলো নিতে পারলে পেসারদের জন্য দারুণ একটা দিন হতো, যেটা আমরা বেশ কিছুদিন ধরেই পাইনি। আমার মনে হয় পেস বিভাগ খুবই ভালো বল করেছে। জুটিতে ভালো বোলিং করেছে।’
৪৮ ওভারের মধ্যে বাংলাদেশের তিন পেসার করেছেন ৩১ ওভার, যেখানে প্রত্যেকের ইকোনোমি রেটই ছিল দুয়ের নিচে। এমন দিনে মোস্তাফিজ, ইবাদতদের আলাদা আলাদাভাবে কৃতিত্ব দিলেন সাকিব। টেস্ট অধিনায়ক বলেন, ‘মোস্তাফিজ দারুণ ছিল। খালেদও অনেক ভালো বল করেছে নতুন বলে। ইবাদত সব সময় ভালো বল করছে। তিনজনই ভালো করেছে।’
২ উইকেট ৯৫ রান তুলে দিন শেষ করেছে উইন্ডিজ। সাকিব মনে করেন, পেসাররা ভাগ্যের সহায়তা পেলে আরও ভালো অবস্থানে থাকত বাংলাদেশ দল। তবু আজ দ্বিতীয় দিনে পেসারদের নিয়ে আশার কথা শুনিয়েছেন সাকিব, ‘ভাগ্য ওদের সহায় ছিল না । আরও দুটি উইকেট পেলে হয়তো আমরা ভালো অবস্থানে থাকতাম। যদি ১০০ রানে ৪ উইকেট থাকত, তাহলে কাল আরও ১০০ রানের মধ্যে ওদের অলআউট করলে আমরা ম্যাচে থাকতাম। এখনো হবে না তা বলছি না।’
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
৪ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
৫ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৬ ঘণ্টা আগে