ক্রীড়া ডেস্ক
শেন ওয়ার্নের মৃত্যুর পর তিন সপ্তাহ কেটে গেছে। আজ মেলবোর্নের কাছের মানুষেরা বিদায় জানিয়েছেন এই কিংবদন্তিকে। একদম কাছের বন্ধু, পরিবার ও সতীর্থরা ছিলেন প্রথম দফার শেষকৃত্য, ছিলেন তাঁর তিন সন্তান জ্যাকসন, ব্রুক ও সামার।
ওয়ার্নের বাবা-মা কিথ ও ব্রিজেট তাঁদের বড় ছেলেকে শেষবারের মতো বিদায় জানিয়েছেন। সব মিলিয়ে ৮০ জন উপস্থিত ছিলেন পারিবারিক এই আয়োজনে।
ক্রিকেটারদের মধ্যে ওয়ার্নকে বিদায় জানাতে আসেন অস্ট্রেলিয়ার তিন সাবেক অধিনায়ক মার্ক টেলর, অ্যালান বোর্ডার, মাইকেল ক্লার্ক। শেষকৃত্য উপস্থিত ছিলেন এক সময় মাঠের সবচেয়ে বড় প্রতিপক্ষ সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন।
সেইন্ট কিলদা ফুটবল ক্লাবে হওয়া এই অনুষ্ঠানে ওয়ার্নের কাছের বন্ধু ও টেলিভিশন ব্যক্তিত্ব এডি ম্যাকগুইর স্তুতিবাক্য পাঠ করেন। শেষকৃত্যে আমন্ত্রিত অতিথিদের সবাইকে সেন্ট কিলদা স্কার্ফ পরতে বলা হয়। পাশাপাশি ওয়ার্নের কফিনে দুইটি স্কার্ফ দিয়ে মুড়িয়ে দেওয়া হয়। তাঁর কফিন একটি গাড়িতে ভরে পুরো মাঠ ঘুরিয়ে আনা হয়।
ওয়ার্নের ছেলে জ্যাকসন ও মেয়ে সামার বাবার কফিনে চুমু খেয়ে কান্নায় ভেঙে পড়েন। এ সময় সেন্ট কিলদা ফুটবল ক্লাব মাঠে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
শেন ওয়ার্নের মৃত্যুর পর তিন সপ্তাহ কেটে গেছে। আজ মেলবোর্নের কাছের মানুষেরা বিদায় জানিয়েছেন এই কিংবদন্তিকে। একদম কাছের বন্ধু, পরিবার ও সতীর্থরা ছিলেন প্রথম দফার শেষকৃত্য, ছিলেন তাঁর তিন সন্তান জ্যাকসন, ব্রুক ও সামার।
ওয়ার্নের বাবা-মা কিথ ও ব্রিজেট তাঁদের বড় ছেলেকে শেষবারের মতো বিদায় জানিয়েছেন। সব মিলিয়ে ৮০ জন উপস্থিত ছিলেন পারিবারিক এই আয়োজনে।
ক্রিকেটারদের মধ্যে ওয়ার্নকে বিদায় জানাতে আসেন অস্ট্রেলিয়ার তিন সাবেক অধিনায়ক মার্ক টেলর, অ্যালান বোর্ডার, মাইকেল ক্লার্ক। শেষকৃত্য উপস্থিত ছিলেন এক সময় মাঠের সবচেয়ে বড় প্রতিপক্ষ সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন।
সেইন্ট কিলদা ফুটবল ক্লাবে হওয়া এই অনুষ্ঠানে ওয়ার্নের কাছের বন্ধু ও টেলিভিশন ব্যক্তিত্ব এডি ম্যাকগুইর স্তুতিবাক্য পাঠ করেন। শেষকৃত্যে আমন্ত্রিত অতিথিদের সবাইকে সেন্ট কিলদা স্কার্ফ পরতে বলা হয়। পাশাপাশি ওয়ার্নের কফিনে দুইটি স্কার্ফ দিয়ে মুড়িয়ে দেওয়া হয়। তাঁর কফিন একটি গাড়িতে ভরে পুরো মাঠ ঘুরিয়ে আনা হয়।
ওয়ার্নের ছেলে জ্যাকসন ও মেয়ে সামার বাবার কফিনে চুমু খেয়ে কান্নায় ভেঙে পড়েন। এ সময় সেন্ট কিলদা ফুটবল ক্লাব মাঠে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
১ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
২ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৩ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৪ ঘণ্টা আগে