ক্রীড়া ডেস্ক
বোলার সাকিব আল হাসান আছেন দারুণ ছন্দে। তাঁর বাঁহাতের ঘূর্ণির মায়াজালে ব্যাটাররা ফেঁসে যাচ্ছেন বারবার। তবে প্রসঙ্গ যখন ব্যাটিং, তখন সাকিব একটু পিছিয়ে থাকছেন। বড় ইনিংস খেলা তো দূরে থাক,দুই অঙ্কে পৌঁছানোর আগে আউট হচ্ছেন প্রায়ই।
অলরাউন্ড সাকিবকে পেতেই এক ম্যাচের জন্য নেওয়া হয়েছিল বলে ম্যাচ শুরুর আগে জানিয়েছিলেন সারের পরিচালক অ্যালেক স্টুয়ার্ট। তবে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাকিবের পারফরম্যান্স তো বলছে অন্য কথা। বোলিংয়ে সাকিব তাঁর কেরামতি দেখালেও ব্যাটিংয়ে করেছেন ১২ রান। টন্টনে সমারসেটের বিপক্ষে নিয়েছেন ৯ উইকেট। যার মধ্যে ৪টা উইকেটই বোল্ড। ব্যাটারদের এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন তিনবার। একবার করে ক্যাচ ও স্টাম্পিং আউট করেছেন সাকিব। খরচ করেছেন ১৯৩ রান। তাঁর বিষাক্ত আর্ম বলে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাটাররা পরাস্ত হয়েছেন।
সারের হয়ে ব্যাটার সাকিবের ১২ রানের পুরোটাই এসেছে প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসে মেরেছেন ডাক। দুইবারই তিনি আউট হয়েছেন স্পিনারদের বলে। প্রথম ইনিংসে বোলিংয়ে আসা জ্যাক লিচের হাতেই ক্যাচ তুলে দেন সাকিব। বাংলাদেশের তারকা ক্রিকেটার দ্বিতীয় ইনিংসেও করিয়েছেন ক্যাচিং অনুশীলন। দুই ইনিংস মিলে খেলতে পেরেছেন কেবল ২৯ বল।
শুধু তাই নয়, সারে-সমারসেট ম্যাচে সাকিব ও মাইকেল ভনের ছেলে আর্চি ভনের মধ্যে ঘটেছে ‘প্রতিশোধের’ ঘটনাও। সমারসেটের দ্বিতীয় ইনিংসে আর্চিকে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন সাকিব। ভনের ছেলের ঘূর্ণিতেই দ্বিতীয় ইনিংসে ফেঁসে গেছেন সাকিব। শেষ পর্যন্ত চার দিনের ম্যাচে বিজয়ীর হাসি হেসেছেন ভনের ছেলে। সমারসেট জিতেছে ১২১ রানে। যেখানে ১১ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ১০৯ রানে অলআউট হয়েছে সারে। ভনের ছেলে নিয়েছেন ১১ উইকেট। দুই ইনিংসেই পেয়েছেন ৫টি করে উইকেট।
সারের ম্যাচটা সাকিবের জন্য কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয়। কাউন্টি ম্যাচের আগেই বাংলাদেশ যে পাকিস্তান সফরে গিয়েছিল, সেখানে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট এনে দিয়েছেন। তবে ইনিংসে সর্বোচ্চ ২১ রানের বেশি করতে পারেননি তিনি। সারে পর্ব শেষ করে সাকিব এরপর নামবেন ভারত মিশনে। ১৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজ। ভক্ত-সমর্থকেরা নিশ্চয়ই ভারত সিরিজে অলরাউন্ডার সাকিবকে চাইবে।
আরও পড়ুন: দেশে না থেকেও সাকিব যেভাবে ভারতীয় ভিসা পাচ্ছেন
৯ উইকেট নিয়ে ভারত সফরের প্রস্তুতি সারলেন সাকিব
বোলার সাকিব আল হাসান আছেন দারুণ ছন্দে। তাঁর বাঁহাতের ঘূর্ণির মায়াজালে ব্যাটাররা ফেঁসে যাচ্ছেন বারবার। তবে প্রসঙ্গ যখন ব্যাটিং, তখন সাকিব একটু পিছিয়ে থাকছেন। বড় ইনিংস খেলা তো দূরে থাক,দুই অঙ্কে পৌঁছানোর আগে আউট হচ্ছেন প্রায়ই।
অলরাউন্ড সাকিবকে পেতেই এক ম্যাচের জন্য নেওয়া হয়েছিল বলে ম্যাচ শুরুর আগে জানিয়েছিলেন সারের পরিচালক অ্যালেক স্টুয়ার্ট। তবে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাকিবের পারফরম্যান্স তো বলছে অন্য কথা। বোলিংয়ে সাকিব তাঁর কেরামতি দেখালেও ব্যাটিংয়ে করেছেন ১২ রান। টন্টনে সমারসেটের বিপক্ষে নিয়েছেন ৯ উইকেট। যার মধ্যে ৪টা উইকেটই বোল্ড। ব্যাটারদের এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন তিনবার। একবার করে ক্যাচ ও স্টাম্পিং আউট করেছেন সাকিব। খরচ করেছেন ১৯৩ রান। তাঁর বিষাক্ত আর্ম বলে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাটাররা পরাস্ত হয়েছেন।
সারের হয়ে ব্যাটার সাকিবের ১২ রানের পুরোটাই এসেছে প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসে মেরেছেন ডাক। দুইবারই তিনি আউট হয়েছেন স্পিনারদের বলে। প্রথম ইনিংসে বোলিংয়ে আসা জ্যাক লিচের হাতেই ক্যাচ তুলে দেন সাকিব। বাংলাদেশের তারকা ক্রিকেটার দ্বিতীয় ইনিংসেও করিয়েছেন ক্যাচিং অনুশীলন। দুই ইনিংস মিলে খেলতে পেরেছেন কেবল ২৯ বল।
শুধু তাই নয়, সারে-সমারসেট ম্যাচে সাকিব ও মাইকেল ভনের ছেলে আর্চি ভনের মধ্যে ঘটেছে ‘প্রতিশোধের’ ঘটনাও। সমারসেটের দ্বিতীয় ইনিংসে আর্চিকে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন সাকিব। ভনের ছেলের ঘূর্ণিতেই দ্বিতীয় ইনিংসে ফেঁসে গেছেন সাকিব। শেষ পর্যন্ত চার দিনের ম্যাচে বিজয়ীর হাসি হেসেছেন ভনের ছেলে। সমারসেট জিতেছে ১২১ রানে। যেখানে ১১ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ১০৯ রানে অলআউট হয়েছে সারে। ভনের ছেলে নিয়েছেন ১১ উইকেট। দুই ইনিংসেই পেয়েছেন ৫টি করে উইকেট।
সারের ম্যাচটা সাকিবের জন্য কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয়। কাউন্টি ম্যাচের আগেই বাংলাদেশ যে পাকিস্তান সফরে গিয়েছিল, সেখানে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট এনে দিয়েছেন। তবে ইনিংসে সর্বোচ্চ ২১ রানের বেশি করতে পারেননি তিনি। সারে পর্ব শেষ করে সাকিব এরপর নামবেন ভারত মিশনে। ১৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজ। ভক্ত-সমর্থকেরা নিশ্চয়ই ভারত সিরিজে অলরাউন্ডার সাকিবকে চাইবে।
আরও পড়ুন: দেশে না থেকেও সাকিব যেভাবে ভারতীয় ভিসা পাচ্ছেন
৯ উইকেট নিয়ে ভারত সফরের প্রস্তুতি সারলেন সাকিব
দ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৩৯ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
৫ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
৬ ঘণ্টা আগে