ক্রীড়া ডেস্ক
চার দিন পেরিয়ে গেলেও অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্নের অকালপ্রয়াণ কেউ মেনে নিতে পারছেন না। এখনো অবিশ্বাসের ঘোরে বন্দী পুরো ক্রিকেট বিশ্ব।
ওয়ার্নের ঘরের মেঝে, তোয়ালে ও বালিশে ফরেনসিক পুলিশ রক্তের দাগ পাওয়ায় মৃত্যু নিয়ে পরিবার-ভক্তদের মনে জেগেছিল সন্দেহ। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পর থাইল্যান্ডের পুলিশ বিভাগ নিশ্চিত করেছে, ৫২ বছর বয়সী স্পিন-রাজের মৃত্যুতে কোনো রহস্য নেই। হৃদ্রোগে আক্রান্ত হওয়াতেই নাকে-মুখে রক্ত এসেছিল।
ওয়ার্নকে বাঁচাতে সাধ্যের সবটুকু নিংড়ে দিয়েছেন জরুরি চিকিৎসাসেবা প্রদানকারী দলের সদস্য (প্যারামেডিক) আনুচ হান-আইয়াম। অস্ট্রেলিয়ার ট্যাবলয়েড ‘হেরাল্ড সান’কে সেই মুহূর্তের বর্ণনা দিয়েছেন তিনি, ‘প্রথমে বুঝতেই পারিনি, যে মানুষটির জ্ঞান ফেরানোর চেষ্টা করছি, তিনি শেন ওয়ার্ন—একজন মহাতারকা। তাঁর বন্ধুরা তাঁকে ঘিরে ছিলেন। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। বলতে পারেন, জীবন বাঁচাতে যুদ্ধ করেছি। কিন্তু পারিনি। আমি দুঃখিত।’
থাই পুলিশ বলছে, মৃত্যুর আগে কো সামুইয়ের বাংলোতে দুজন নারী মালিশকারীকে ডেকে পাঠিয়েছিলেন ওয়ার্ন। একটি নতুন স্যুটও অর্ডার করেছিলেন। তবে তারা ঘরে ঢোকার পর কোনো নারী কিংবা স্যুট পাননি। এসিও স্বাভাবিক তাপমাত্রায় চলছিল।
চিকিৎসাসেবা দলের সদস্য আনুচও বলেছেন সে কথা, ‘আমি বাংলোয় পৌঁছানোর পর ওয়ার্নের পাঁচ বন্ধুকে দেখতে পাই। তাঁরা সবাই পুরুষ। প্রত্যেকে ওয়ার্নের চেতনা ফেরানোর চেষ্টা করছিলেন। এরপর আমি সিপিআর (কৃত্রিম শ্বাসব্যবস্থা) দিতে শুরু করি। ওই সময় তাঁরা অ্যাম্বুলেন্স ডাকতে থাকেন।’
‘বন্ধুরা ওয়ার্নকে বাঁচাতে মরিয়া ছিলেন। একজন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করেছিলেন। তাঁরা সত্যিই হতবিহ্বল ও আতঙ্কিত হয়ে পড়েন। একজন চিৎকার করে বলতে থাকেন, “কাম অন শেন, কাম অন…”। কিন্তু তাঁকে আর জাগানো গেল না’—যোগ করেন আনুচ।
ধূমপান ও মদ্যপান ছাড়া যেন থাকতেই পারতেন না ওয়ার্ন। মৃত্যুর দিন বিকেলেও ড্রিংক করার কথা ছিল তাঁর। কিংবদন্তি লেগ স্পিনারের কাছের মানুষ বলছেন, বেপরোয়া ও অনিয়ন্ত্রিত জীবনই তাঁকে শেষ করে দিল। তবে আনুচ তাঁর ঘরে এসব পাননি বলেই জানিয়েছেন, ‘রুম একদম পরিপাটি ছিল। ভেতরে বিয়ার কিংবা সিগারেট দেখিনি।’
ওয়ার্নের মরদেহ থাইল্যান্ড থেকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া প্রায় শেষ। সব ঠিক থাকলে আজই ‘ঘরে’ ফিরবেন ওয়ার্ন। তবে নিথর দেহে।
এ ব্যাপারে ওয়ার্নের রাজ্য ভিক্টোরিয়ার মুখ্যমন্ত্রী ড্যানিয়েল অ্যান্ডুস বলেছেন, ‘ক্রিকেট দিয়ে ওয়ার্ন আমাদের রাজ্য ও দেশকে গর্বিত করেছেন। এটা সব ভিক্টোরিয়ানের জন্য দারুণ সুযোগ যে, তারা ওয়ার্নকে শেষ বিদায় জানাতে পারবে।’
চার দিন পেরিয়ে গেলেও অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্নের অকালপ্রয়াণ কেউ মেনে নিতে পারছেন না। এখনো অবিশ্বাসের ঘোরে বন্দী পুরো ক্রিকেট বিশ্ব।
ওয়ার্নের ঘরের মেঝে, তোয়ালে ও বালিশে ফরেনসিক পুলিশ রক্তের দাগ পাওয়ায় মৃত্যু নিয়ে পরিবার-ভক্তদের মনে জেগেছিল সন্দেহ। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পর থাইল্যান্ডের পুলিশ বিভাগ নিশ্চিত করেছে, ৫২ বছর বয়সী স্পিন-রাজের মৃত্যুতে কোনো রহস্য নেই। হৃদ্রোগে আক্রান্ত হওয়াতেই নাকে-মুখে রক্ত এসেছিল।
ওয়ার্নকে বাঁচাতে সাধ্যের সবটুকু নিংড়ে দিয়েছেন জরুরি চিকিৎসাসেবা প্রদানকারী দলের সদস্য (প্যারামেডিক) আনুচ হান-আইয়াম। অস্ট্রেলিয়ার ট্যাবলয়েড ‘হেরাল্ড সান’কে সেই মুহূর্তের বর্ণনা দিয়েছেন তিনি, ‘প্রথমে বুঝতেই পারিনি, যে মানুষটির জ্ঞান ফেরানোর চেষ্টা করছি, তিনি শেন ওয়ার্ন—একজন মহাতারকা। তাঁর বন্ধুরা তাঁকে ঘিরে ছিলেন। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। বলতে পারেন, জীবন বাঁচাতে যুদ্ধ করেছি। কিন্তু পারিনি। আমি দুঃখিত।’
থাই পুলিশ বলছে, মৃত্যুর আগে কো সামুইয়ের বাংলোতে দুজন নারী মালিশকারীকে ডেকে পাঠিয়েছিলেন ওয়ার্ন। একটি নতুন স্যুটও অর্ডার করেছিলেন। তবে তারা ঘরে ঢোকার পর কোনো নারী কিংবা স্যুট পাননি। এসিও স্বাভাবিক তাপমাত্রায় চলছিল।
চিকিৎসাসেবা দলের সদস্য আনুচও বলেছেন সে কথা, ‘আমি বাংলোয় পৌঁছানোর পর ওয়ার্নের পাঁচ বন্ধুকে দেখতে পাই। তাঁরা সবাই পুরুষ। প্রত্যেকে ওয়ার্নের চেতনা ফেরানোর চেষ্টা করছিলেন। এরপর আমি সিপিআর (কৃত্রিম শ্বাসব্যবস্থা) দিতে শুরু করি। ওই সময় তাঁরা অ্যাম্বুলেন্স ডাকতে থাকেন।’
‘বন্ধুরা ওয়ার্নকে বাঁচাতে মরিয়া ছিলেন। একজন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করেছিলেন। তাঁরা সত্যিই হতবিহ্বল ও আতঙ্কিত হয়ে পড়েন। একজন চিৎকার করে বলতে থাকেন, “কাম অন শেন, কাম অন…”। কিন্তু তাঁকে আর জাগানো গেল না’—যোগ করেন আনুচ।
ধূমপান ও মদ্যপান ছাড়া যেন থাকতেই পারতেন না ওয়ার্ন। মৃত্যুর দিন বিকেলেও ড্রিংক করার কথা ছিল তাঁর। কিংবদন্তি লেগ স্পিনারের কাছের মানুষ বলছেন, বেপরোয়া ও অনিয়ন্ত্রিত জীবনই তাঁকে শেষ করে দিল। তবে আনুচ তাঁর ঘরে এসব পাননি বলেই জানিয়েছেন, ‘রুম একদম পরিপাটি ছিল। ভেতরে বিয়ার কিংবা সিগারেট দেখিনি।’
ওয়ার্নের মরদেহ থাইল্যান্ড থেকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া প্রায় শেষ। সব ঠিক থাকলে আজই ‘ঘরে’ ফিরবেন ওয়ার্ন। তবে নিথর দেহে।
এ ব্যাপারে ওয়ার্নের রাজ্য ভিক্টোরিয়ার মুখ্যমন্ত্রী ড্যানিয়েল অ্যান্ডুস বলেছেন, ‘ক্রিকেট দিয়ে ওয়ার্ন আমাদের রাজ্য ও দেশকে গর্বিত করেছেন। এটা সব ভিক্টোরিয়ানের জন্য দারুণ সুযোগ যে, তারা ওয়ার্নকে শেষ বিদায় জানাতে পারবে।’
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
৪ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
৫ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৬ ঘণ্টা আগে