ক্রীড়া ডেস্ক
ইমার্জিং এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৫ উইকেটে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। বাবর হায়াতের ফিফটির সৌজন্যে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১৫০ রান তোলে হংকং ‘এ’ দল। ১০ বল হাতে রেখে ৫ উইকেটে হারিয়ে ১৫১ রানের লক্ষ্য তাড়া করেছে বাংলাদেশ।
ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে (মিনিস্ট্র ১) টস জিতে হংকংকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক আকবর আলী। বাংলাদেশ ইমার্জিং দল বিবেচনায় হংকং অনেকটা অভিজ্ঞ। জাতীয় দলের বেশ অভিজ্ঞ ক্রিকেটাররাই আছেন দলে। তবে বাংলাদেশের পেসার রিপন মণ্ডলের তোপেরমুখে তাদের ওপেনিং জুটি ফিরতে বাধ্য হয় ৯ রানে।
ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে উইকেটরক্ষক আকবরকে ক্যাচ দিয়ে ফেরেন হংকংয়ের হয়ে ৪৪ টি-টোয়েন্টি খেলা ওপেনার জিশান আলী (৪)। ওভারে পঞ্চম বলে ক্যাচ দিয়ে ফেরেন আরেক ওপেনার আনশি রাঠ (২)। হংকংয়ের হয়ে ৫২ টি-টোয়েন্টি ১ হাজারের বেশি রান আছে তাঁর।
অধিনায়ক নিজাকাত খান ও বাবরের দ্বিতীয় উইকেটে জুটিতে ঘুরে দাঁড়ায় হংকং। ৬৩ বলে ৬৫ রান তোলেন দুজনে। ১৫ তম ওভারে নিজাকাতকে (২৫) বোল্ড করে বাংলাদেশকে দারুণ ব্রেক-থ্রু এনে দেন স্পিনার মাহফুজুর রহমান রাব্বি। নিজাকাতও খেলেছেন আন্তর্জাতিক ৯৯ টি-টোয়েন্টি। ১৯ তম ওভারে ফেরেন বাবরও।
রেজাউর রহমান রাজার শিকার হওয়ার আগে ৬১ বলে ৮৫ রান করেছেন বাবর। ইনিংসে ছিল ৭টি ছক্কা ও ২টি চার। শেষ দিকে দ্রুত উইকেট হারায় হংকং। ২৪ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন বাংলাদেশের রিপন।
১৫১ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৫৫ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার জিসান আলম ফেরেন ১১ রান করে। ওয়ানডাউনে নেমে সুবিধা করতে পারেননি সাইফ হাসানও (৫)। থিতু হয়েও আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন ইনিংস বড় করতে পারেননি। ২৬ বলে ২ ছক্কা ও একটি চারে করেছেন ২৮ রান।
গতিপথ বদলে যায় তাওহীদ হৃদয় ও আকবরের চতুর্থ উইকেট জুটিতে। ৩৪ বলে ৫৪ রান যোগ করেন দুজনে। ২২ বলে ২৯ করে আউট হন হৃদয়। দলের জয়ের পথ সহজ করে দিয়ে ফেরেন আকবরও। ৩টি ছক্কা ও ৪টি চারে ২৪ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন বাংলাদেশ অধিনায়ক।
রাব্বি ৮ ও ১৫ বলে ১৯ রানে অপরাজিত থাকেন শামীম হোসেন। হংকংয়ের এহসান খান ১২ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ২১ অক্টোবর পরের ম্যাচে আফগানিস্তান ও ২৩ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে লড়বেন আকবররা।
ইমার্জিং এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৫ উইকেটে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। বাবর হায়াতের ফিফটির সৌজন্যে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১৫০ রান তোলে হংকং ‘এ’ দল। ১০ বল হাতে রেখে ৫ উইকেটে হারিয়ে ১৫১ রানের লক্ষ্য তাড়া করেছে বাংলাদেশ।
ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে (মিনিস্ট্র ১) টস জিতে হংকংকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক আকবর আলী। বাংলাদেশ ইমার্জিং দল বিবেচনায় হংকং অনেকটা অভিজ্ঞ। জাতীয় দলের বেশ অভিজ্ঞ ক্রিকেটাররাই আছেন দলে। তবে বাংলাদেশের পেসার রিপন মণ্ডলের তোপেরমুখে তাদের ওপেনিং জুটি ফিরতে বাধ্য হয় ৯ রানে।
ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে উইকেটরক্ষক আকবরকে ক্যাচ দিয়ে ফেরেন হংকংয়ের হয়ে ৪৪ টি-টোয়েন্টি খেলা ওপেনার জিশান আলী (৪)। ওভারে পঞ্চম বলে ক্যাচ দিয়ে ফেরেন আরেক ওপেনার আনশি রাঠ (২)। হংকংয়ের হয়ে ৫২ টি-টোয়েন্টি ১ হাজারের বেশি রান আছে তাঁর।
অধিনায়ক নিজাকাত খান ও বাবরের দ্বিতীয় উইকেটে জুটিতে ঘুরে দাঁড়ায় হংকং। ৬৩ বলে ৬৫ রান তোলেন দুজনে। ১৫ তম ওভারে নিজাকাতকে (২৫) বোল্ড করে বাংলাদেশকে দারুণ ব্রেক-থ্রু এনে দেন স্পিনার মাহফুজুর রহমান রাব্বি। নিজাকাতও খেলেছেন আন্তর্জাতিক ৯৯ টি-টোয়েন্টি। ১৯ তম ওভারে ফেরেন বাবরও।
রেজাউর রহমান রাজার শিকার হওয়ার আগে ৬১ বলে ৮৫ রান করেছেন বাবর। ইনিংসে ছিল ৭টি ছক্কা ও ২টি চার। শেষ দিকে দ্রুত উইকেট হারায় হংকং। ২৪ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন বাংলাদেশের রিপন।
১৫১ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৫৫ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার জিসান আলম ফেরেন ১১ রান করে। ওয়ানডাউনে নেমে সুবিধা করতে পারেননি সাইফ হাসানও (৫)। থিতু হয়েও আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন ইনিংস বড় করতে পারেননি। ২৬ বলে ২ ছক্কা ও একটি চারে করেছেন ২৮ রান।
গতিপথ বদলে যায় তাওহীদ হৃদয় ও আকবরের চতুর্থ উইকেট জুটিতে। ৩৪ বলে ৫৪ রান যোগ করেন দুজনে। ২২ বলে ২৯ করে আউট হন হৃদয়। দলের জয়ের পথ সহজ করে দিয়ে ফেরেন আকবরও। ৩টি ছক্কা ও ৪টি চারে ২৪ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন বাংলাদেশ অধিনায়ক।
রাব্বি ৮ ও ১৫ বলে ১৯ রানে অপরাজিত থাকেন শামীম হোসেন। হংকংয়ের এহসান খান ১২ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ২১ অক্টোবর পরের ম্যাচে আফগানিস্তান ও ২৩ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে লড়বেন আকবররা।
সার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২১ মিনিট আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
১ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
২ ঘণ্টা আগে