ক্রীড়া ডেস্ক
নিজের শেষ টি-টোয়েন্টি খেলে ফেলার কথা আগেই বলেছেন সাকিব আল হাসান। তখন আরেক ইচ্ছের কথা জানিয়েছিলেন, নিজেদের মাঠে আগামী দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে টেস্টেও বিদায় নেওয়ার। তবে ক্রিকেটের বাইরে রাজনীতির সাকিব আছেন কঠিন দুঃসময়ে। হত্যা মামলা, শেয়ারবাজার কেলেঙ্কারি এসব নিয়েও নিয়মিত আলোচনায় আছেন তিনি।
ক্রিকেটের বাইরের সাকিবের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) ইতিমধ্যে অপারগতার কথা জানিয়েছে। ফলে দেশে সাকিবের বিদায়ের আশা পূরণ হবে শুধুমাত্র সরকারি নিরাপত্তা পেলেই। তবে আজ বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন ভিন্ন কথা। দেশেই বিদায় নেওয়ার যথেষ্ট সম্ভাবনাও আছে সাকিবের।
সাকিবের বিদায় প্রসঙ্গে আজ বিসিবির বোর্ড সভা শেষে সংবাদমাধ্যমকে ফারুক আহমেদ বলেছেন, ‘হ্যাঁ সাকিবের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। সাকিবের খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে অবসর নেওয়ার। লিগ্যালটা তো আমি বলতে পারব না। আমার কথা হচ্ছে, সাকিবের ব্যাপারটা পুরোপুরি সরকারের পর্যায় থেকে আসতে হবে। আমি তো একটা ছোট মানুষ বোর্ড সভাপতি, আমার হাতে ক্ষমতা খুব কম।’
দেশে সাকিবের বিদায়ের সম্ভাবনার কথা বললেও ফারুকের চাওয়া ঘোষণা আসুক সরকার থেকে। বিসিবি সভাপতি বললেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী আছে, উপদেষ্টা আছে, প্রধান উপদেষ্টা আছেন তারা সিদ্ধান্ত নেবেন তার সামগ্রিক দায়িত্বটা নেওয়ার। সেটা যখন আমরা পেয়েছি আর আমাদের যতটুকু ক্ষমতা, স্টেডিয়ামের ভেতরে যখন খেলবে, ইনডোরে যাবে, অনুশীলনের মাঠে যাবে এই দায়িত্বটা নেওয়া খুব সহজ। এটা আমরা নিতে পারব।’
মামলা থাকায় দেশে ফিরলেই গ্রেপ্তার হওয়ার শঙ্কাও আছে সাকিবের। অবসরের ঘোষণা দেওয়ার সময়ই নিরাপত্তা চেয়েছেন সাকিব। দেশে ঢোকার ও বের হওয়ার ক্ষেত্রেও যেন কোনো সমস্যা না হয়, সেই বিষয়ে নিরাপত্তা চেয়েছিলেন তিনি।
পরে বিসিবি সভাপতি ফারুক আহমেদ নিরাপত্তা দেওয়ার ব্যাপারে অপারগতা জানান। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও জানিয়েছিলেন, ক্রিকেটার সাকিবের নিরাপত্তা নিশ্চিত, তবে রাজনীতিবিদ সাকিবের নিরাপত্তা অবান্তর। এবার ফারুক কণ্ঠে বেরিয়ে এল ভিন্ন সুর, দেশ থেকে অবসর নেওয়ার সম্ভাবনা রয়েছে সাকিবের।
নিজের শেষ টি-টোয়েন্টি খেলে ফেলার কথা আগেই বলেছেন সাকিব আল হাসান। তখন আরেক ইচ্ছের কথা জানিয়েছিলেন, নিজেদের মাঠে আগামী দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে টেস্টেও বিদায় নেওয়ার। তবে ক্রিকেটের বাইরে রাজনীতির সাকিব আছেন কঠিন দুঃসময়ে। হত্যা মামলা, শেয়ারবাজার কেলেঙ্কারি এসব নিয়েও নিয়মিত আলোচনায় আছেন তিনি।
ক্রিকেটের বাইরের সাকিবের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) ইতিমধ্যে অপারগতার কথা জানিয়েছে। ফলে দেশে সাকিবের বিদায়ের আশা পূরণ হবে শুধুমাত্র সরকারি নিরাপত্তা পেলেই। তবে আজ বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন ভিন্ন কথা। দেশেই বিদায় নেওয়ার যথেষ্ট সম্ভাবনাও আছে সাকিবের।
সাকিবের বিদায় প্রসঙ্গে আজ বিসিবির বোর্ড সভা শেষে সংবাদমাধ্যমকে ফারুক আহমেদ বলেছেন, ‘হ্যাঁ সাকিবের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। সাকিবের খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে অবসর নেওয়ার। লিগ্যালটা তো আমি বলতে পারব না। আমার কথা হচ্ছে, সাকিবের ব্যাপারটা পুরোপুরি সরকারের পর্যায় থেকে আসতে হবে। আমি তো একটা ছোট মানুষ বোর্ড সভাপতি, আমার হাতে ক্ষমতা খুব কম।’
দেশে সাকিবের বিদায়ের সম্ভাবনার কথা বললেও ফারুকের চাওয়া ঘোষণা আসুক সরকার থেকে। বিসিবি সভাপতি বললেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী আছে, উপদেষ্টা আছে, প্রধান উপদেষ্টা আছেন তারা সিদ্ধান্ত নেবেন তার সামগ্রিক দায়িত্বটা নেওয়ার। সেটা যখন আমরা পেয়েছি আর আমাদের যতটুকু ক্ষমতা, স্টেডিয়ামের ভেতরে যখন খেলবে, ইনডোরে যাবে, অনুশীলনের মাঠে যাবে এই দায়িত্বটা নেওয়া খুব সহজ। এটা আমরা নিতে পারব।’
মামলা থাকায় দেশে ফিরলেই গ্রেপ্তার হওয়ার শঙ্কাও আছে সাকিবের। অবসরের ঘোষণা দেওয়ার সময়ই নিরাপত্তা চেয়েছেন সাকিব। দেশে ঢোকার ও বের হওয়ার ক্ষেত্রেও যেন কোনো সমস্যা না হয়, সেই বিষয়ে নিরাপত্তা চেয়েছিলেন তিনি।
পরে বিসিবি সভাপতি ফারুক আহমেদ নিরাপত্তা দেওয়ার ব্যাপারে অপারগতা জানান। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও জানিয়েছিলেন, ক্রিকেটার সাকিবের নিরাপত্তা নিশ্চিত, তবে রাজনীতিবিদ সাকিবের নিরাপত্তা অবান্তর। এবার ফারুক কণ্ঠে বেরিয়ে এল ভিন্ন সুর, দেশ থেকে অবসর নেওয়ার সম্ভাবনা রয়েছে সাকিবের।
বার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
১ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
২ ঘণ্টা আগে