ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে রানের বন্যা বইয়ে দিচ্ছেন যশস্বী জয়সওয়াল। দুই ডাবল সেঞ্চুরি করে এরই মধ্যে রেকর্ড বই ওলট পালট করে দিয়েছেন জয়সওয়াল। ভারতীয় তরুণ বাঁহাতি ব্যাটার জায়গা করে নিয়েছেন আইসিসির মাসসেরার মনোনয়নে।
জয়সওয়াল ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছেন ৩ টেস্ট। যার মধ্যে বিশাখাপত্তনমে সিরিজের দ্বিতীয় টেস্ট ২০৯ রানের ইনিংসটি তাঁর টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। এরপর রাজকোটে একই সিরিজের তৃতীয় টেস্টে ২১৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ৩ টেস্টে গত মাসে ১১২ গড়ে করেছেন ৫৬০ রান। এটাই আন্তর্জাতিক ক্রিকেটে ফেব্রুয়ারিতে সর্বোচ্চ রান।
বরাবরের মতো ফেব্রুয়ারি মাসের সেরার তালিকায় তিন ক্রিকেটারকে মনোনয়ন দিয়েছে আইসিসি। ক্রিকেটের অভিভাবক সংস্থার আজ প্রকাশিত তালিকায় তিন ক্রিকেটার তিন দেশের। জয়সওয়ালের সঙ্গে মনোনয়ন পাওয়া বাকি দুই ক্রিকেটার পাথুম নিশাংকা ও কেইন উইলিয়ামসন। জয়সওয়ালের পর গত মাসে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩৭ রান করেন নিশাংকা। যার মধ্যে ৯ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে ১৩৯ বলে ২১০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ওয়ানডেতে শ্রীলঙ্কার প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হয়ে গেলেন নিশাংকা। ১৭৩ গড় ও ১৩৪.৬৩ স্ট্রাইকরেটে ৩৪৬ রান করে আফগানদের বিপক্ষে ওয়ানডেতে সিরিজসেরার পুরস্কারও জেতেন লঙ্কান এই ব্যাটার।
উইলিয়ামসন ফেব্রুয়ারিতে তিন টেস্ট খেলে করেন ৪১২ রান। করেছেন ৩ সেঞ্চুরি। যার মধ্যে মাউন্ট মঙ্গানুইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি পেয়েছেন তিনি। এরপর হ্যামিল্টনে একই সিরিজের দ্বিতীয় টেস্টে ৩২ তম টেস্ট সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামসন। তার সেঞ্চুরিতেই ৯২ বছরের ইতিহাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের গৌরব অর্জন করে নিউজিল্যান্ড।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে রানের বন্যা বইয়ে দিচ্ছেন যশস্বী জয়সওয়াল। দুই ডাবল সেঞ্চুরি করে এরই মধ্যে রেকর্ড বই ওলট পালট করে দিয়েছেন জয়সওয়াল। ভারতীয় তরুণ বাঁহাতি ব্যাটার জায়গা করে নিয়েছেন আইসিসির মাসসেরার মনোনয়নে।
জয়সওয়াল ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছেন ৩ টেস্ট। যার মধ্যে বিশাখাপত্তনমে সিরিজের দ্বিতীয় টেস্ট ২০৯ রানের ইনিংসটি তাঁর টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। এরপর রাজকোটে একই সিরিজের তৃতীয় টেস্টে ২১৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ৩ টেস্টে গত মাসে ১১২ গড়ে করেছেন ৫৬০ রান। এটাই আন্তর্জাতিক ক্রিকেটে ফেব্রুয়ারিতে সর্বোচ্চ রান।
বরাবরের মতো ফেব্রুয়ারি মাসের সেরার তালিকায় তিন ক্রিকেটারকে মনোনয়ন দিয়েছে আইসিসি। ক্রিকেটের অভিভাবক সংস্থার আজ প্রকাশিত তালিকায় তিন ক্রিকেটার তিন দেশের। জয়সওয়ালের সঙ্গে মনোনয়ন পাওয়া বাকি দুই ক্রিকেটার পাথুম নিশাংকা ও কেইন উইলিয়ামসন। জয়সওয়ালের পর গত মাসে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩৭ রান করেন নিশাংকা। যার মধ্যে ৯ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে ১৩৯ বলে ২১০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ওয়ানডেতে শ্রীলঙ্কার প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হয়ে গেলেন নিশাংকা। ১৭৩ গড় ও ১৩৪.৬৩ স্ট্রাইকরেটে ৩৪৬ রান করে আফগানদের বিপক্ষে ওয়ানডেতে সিরিজসেরার পুরস্কারও জেতেন লঙ্কান এই ব্যাটার।
উইলিয়ামসন ফেব্রুয়ারিতে তিন টেস্ট খেলে করেন ৪১২ রান। করেছেন ৩ সেঞ্চুরি। যার মধ্যে মাউন্ট মঙ্গানুইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি পেয়েছেন তিনি। এরপর হ্যামিল্টনে একই সিরিজের দ্বিতীয় টেস্টে ৩২ তম টেস্ট সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামসন। তার সেঞ্চুরিতেই ৯২ বছরের ইতিহাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের গৌরব অর্জন করে নিউজিল্যান্ড।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
২ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
৩ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৪ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৫ ঘণ্টা আগে