ক্রীড়া ডেস্ক
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চারে উঠে এসেছিল বাংলাদেশ। তবে এক মাসের ব্যবধানে এখন সাতে নেমে গেছেন নাজমুল হোসেন শান্তরা।
বাংলাদেশের এই অবনতি হলো কানপুর টেস্টে বাজেভাবে হেরে। আজ ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও টেস্টে ৭ উইকেটে হেরেছে সফরকারী দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে সময়ের হিসাবে খেলা হয়েছে দুই দিনের মতো। বৃষ্টির কারণে ৩৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান নিয়ে প্রথম দিন পার করেছিল বাংলাদেশ।
এরপর অবশ্য শান্তদের দুই দিন ড্রেসিং রুমে বসে কেটেছে। বৃষ্টির কারণে দ্বিতীয় ও তৃতীয় দিন হয়নি একটি বলও। চতুর্থ দিন ব্যাটিংয়ে নেমে ২৩৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ব্যাটিং ব্যর্থতায় কানপুরে বাজেভাবে হেরেছে সফরকারী দল।
দুই ধাপ নেমে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বর্তমান অবস্থান সাতে। আট টেস্ট খেলে ৩ জয় ও ৫ হারে শান্তদের পয়েন্ট ৩৪.৩৮। সপ্তাহখানেক আগে গলে নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কা ২-০ ব্যবধানে সিরিজ জেতায় তালিকার পাঁচে নেমে পড়েছিল বাংলাদেশ। তিনে উঠে আসে লঙ্কানরা। তবে ভারতের বিপক্ষে সিরিজের দুই টেস্টে হোয়াইওয়াশ হওয়ায় বাংলাদেশ এখন নেমে পড়েছে সাতে। পাঁচ ও ছয় নম্বরে উঠে এসেছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।
১১ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় শীর্ষস্থান আরও সুসংহত করল ভারত। ১১ ম্যাচে ৮ জয়, ২ হার ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ৯৮।
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চারে উঠে এসেছিল বাংলাদেশ। তবে এক মাসের ব্যবধানে এখন সাতে নেমে গেছেন নাজমুল হোসেন শান্তরা।
বাংলাদেশের এই অবনতি হলো কানপুর টেস্টে বাজেভাবে হেরে। আজ ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও টেস্টে ৭ উইকেটে হেরেছে সফরকারী দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে সময়ের হিসাবে খেলা হয়েছে দুই দিনের মতো। বৃষ্টির কারণে ৩৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান নিয়ে প্রথম দিন পার করেছিল বাংলাদেশ।
এরপর অবশ্য শান্তদের দুই দিন ড্রেসিং রুমে বসে কেটেছে। বৃষ্টির কারণে দ্বিতীয় ও তৃতীয় দিন হয়নি একটি বলও। চতুর্থ দিন ব্যাটিংয়ে নেমে ২৩৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ব্যাটিং ব্যর্থতায় কানপুরে বাজেভাবে হেরেছে সফরকারী দল।
দুই ধাপ নেমে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বর্তমান অবস্থান সাতে। আট টেস্ট খেলে ৩ জয় ও ৫ হারে শান্তদের পয়েন্ট ৩৪.৩৮। সপ্তাহখানেক আগে গলে নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কা ২-০ ব্যবধানে সিরিজ জেতায় তালিকার পাঁচে নেমে পড়েছিল বাংলাদেশ। তিনে উঠে আসে লঙ্কানরা। তবে ভারতের বিপক্ষে সিরিজের দুই টেস্টে হোয়াইওয়াশ হওয়ায় বাংলাদেশ এখন নেমে পড়েছে সাতে। পাঁচ ও ছয় নম্বরে উঠে এসেছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।
১১ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় শীর্ষস্থান আরও সুসংহত করল ভারত। ১১ ম্যাচে ৮ জয়, ২ হার ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ৯৮।
বার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
২৫ মিনিট আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
১ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
২ ঘণ্টা আগে