ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেডের’ শেষের দিকে সময়টা ভালো যাচ্ছে না রশিদ খানের। কাইরন পোলার্ডের কাছে বেধড়ক পিটুনি খেয়েছেন রশিদ। এবার টুর্নামেন্টই শেষ হয়ে গেল রশিদের।
চোটে পড়ায় হান্ড্রেড থেকে রশিদ ছিটকে গেছেন। এবারের টুর্নামেন্টে আফগান লেগস্পিনার খেলেছেন ট্রেন্ট রকেটসের হয়ে। সাউদাম্পটনে শনিবার তিনি খেলেছেন সাউদার্ন ব্রেভের বিপক্ষে। সেই ম্যাচে ইনিংসের ৯৯ তম বলে লুইস গ্রেগরিকে ফাইন লেগ এলাকা দিয়ে চার মারেন সাউদার্ন ব্রেভের ক্রিস জর্ডান। সীমানার ধারে তখন চার বাঁচাতে ডাইভ দিলে হ্যামস্ট্রিংয়ে চোট পান রশিদ। আফগান তারকা অলরাউন্ডারের পরিবর্তে অস্ট্রেলিয়ার স্পিনার ক্রিস গ্রিনকে নিয়েছে ট্রেন্ট রকেটস।
পোলার্ডের কাছে রশিদ মার খেয়েছেন শনিবার রাতেই। সাউদাম্পটনে ৮১ থেকে ৮৫—এই পাঁচ বল করেন রশিদ। প্রথম বল পোলার্ড উড়িয়ে মারলেন কাউ কর্নারের ওপর দিয়ে। পরের ছক্কার গন্তব্য লং অফ। তৃতীয় বলে পোলার্ড ছক্কা মারলেন রশিদের মাথার ওপর দিয়ে। হ্যাটট্রিক ছক্কার পর পোলার্ডকে পেয়ে বসে রেকর্ডের নেশা। চতুর্থ ও পঞ্চম বলে ডিপ মিড উইকেট ও লং অফ দিয়ে ছক্কা মেরে রশিদকে বিব্রতকর রেকর্ডে ফেলে দিলেন পোলার্ড। হান্ড্রেডে প্রথম বোলার হিসেবে পাঁচ বলে পাঁচ ছক্কা হজম করা প্রথম বোলার বনে গেলেন তিনি।
সাত ম্যাচে তিন জয় ও চার পরাজয়ে পয়েন্ট তালিকায় পাঁচে ট্রেন্ট রকেটস। লিগ পর্বে তাদের এক ম্যাচ বাকি রয়েছে। ট্রেন্ট ব্রিজে আগামীকাল মুখোমুখি হবে ট্রেন্ট রকেটস ও ওভাল ইনভিসিবলস। ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ওভাল। ১০ পয়েন্ট নিয়ে যৌথভাবে দুইয়ে সাউদার্ন ব্রেভ ও বার্মিংহাম ফিনিক্স। টুর্নামেন্টে আট দলের প্রত্যেকেই সাতটি করে ম্যাচ খেলেছে।
ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেডের’ শেষের দিকে সময়টা ভালো যাচ্ছে না রশিদ খানের। কাইরন পোলার্ডের কাছে বেধড়ক পিটুনি খেয়েছেন রশিদ। এবার টুর্নামেন্টই শেষ হয়ে গেল রশিদের।
চোটে পড়ায় হান্ড্রেড থেকে রশিদ ছিটকে গেছেন। এবারের টুর্নামেন্টে আফগান লেগস্পিনার খেলেছেন ট্রেন্ট রকেটসের হয়ে। সাউদাম্পটনে শনিবার তিনি খেলেছেন সাউদার্ন ব্রেভের বিপক্ষে। সেই ম্যাচে ইনিংসের ৯৯ তম বলে লুইস গ্রেগরিকে ফাইন লেগ এলাকা দিয়ে চার মারেন সাউদার্ন ব্রেভের ক্রিস জর্ডান। সীমানার ধারে তখন চার বাঁচাতে ডাইভ দিলে হ্যামস্ট্রিংয়ে চোট পান রশিদ। আফগান তারকা অলরাউন্ডারের পরিবর্তে অস্ট্রেলিয়ার স্পিনার ক্রিস গ্রিনকে নিয়েছে ট্রেন্ট রকেটস।
পোলার্ডের কাছে রশিদ মার খেয়েছেন শনিবার রাতেই। সাউদাম্পটনে ৮১ থেকে ৮৫—এই পাঁচ বল করেন রশিদ। প্রথম বল পোলার্ড উড়িয়ে মারলেন কাউ কর্নারের ওপর দিয়ে। পরের ছক্কার গন্তব্য লং অফ। তৃতীয় বলে পোলার্ড ছক্কা মারলেন রশিদের মাথার ওপর দিয়ে। হ্যাটট্রিক ছক্কার পর পোলার্ডকে পেয়ে বসে রেকর্ডের নেশা। চতুর্থ ও পঞ্চম বলে ডিপ মিড উইকেট ও লং অফ দিয়ে ছক্কা মেরে রশিদকে বিব্রতকর রেকর্ডে ফেলে দিলেন পোলার্ড। হান্ড্রেডে প্রথম বোলার হিসেবে পাঁচ বলে পাঁচ ছক্কা হজম করা প্রথম বোলার বনে গেলেন তিনি।
সাত ম্যাচে তিন জয় ও চার পরাজয়ে পয়েন্ট তালিকায় পাঁচে ট্রেন্ট রকেটস। লিগ পর্বে তাদের এক ম্যাচ বাকি রয়েছে। ট্রেন্ট ব্রিজে আগামীকাল মুখোমুখি হবে ট্রেন্ট রকেটস ও ওভাল ইনভিসিবলস। ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ওভাল। ১০ পয়েন্ট নিয়ে যৌথভাবে দুইয়ে সাউদার্ন ব্রেভ ও বার্মিংহাম ফিনিক্স। টুর্নামেন্টে আট দলের প্রত্যেকেই সাতটি করে ম্যাচ খেলেছে।
খেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
১৪ মিনিট আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
১ ঘণ্টা আগেসিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
২ ঘণ্টা আগে