ক্রীড়া ডেস্ক
ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা ভারত অবশেষে দিশা খুঁজে পেল পার্থে। সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারিয়েছে ভারত। বিশাল জয়ে এশিয়ার দলটি ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রেও ফেরত পেয়েছে হারানো সিংহাসন।
পাঁচ ম্যাচ সিরিজের বোর্ডার-গাভাস্কার ট্রফি শুরুর আগে ৬২.৫০ শতাংশ সাফল্যের হার নিয়ে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল অস্ট্রেলিয়া। দুইয়ে থাকা ভারতের ছিল ৫৮.৩৩ শতাংশ। পার্থে আজ চার দিনে শেষ হওয়া ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট শেষেও দল দুটি আছে শীর্ষ দুইয়ে। শুধু জায়গা অদলবদল হয়েছে। ২৯৫ রানের জয়ে ভারত শীর্ষে উঠে এসেছে। এশিয়ার দলটির সাফল্যের হার ৬১.১১ শতাংশ। এবারের চক্রে ভারত খেলেছে ১৫ টেস্ট।
ভারতের জয়ে সিংহাসন খুইয়েছে অস্ট্রেলিয়া। দুইয়ে নেমে যাওয়া অজিদের সাফল্যের হার ৫৭.৬৯। এবারের চক্রে তারা এখন পর্যন্ত খেলেছে ১৩ ম্যাচ। তাদের হাতে এখনো রয়েছে ৬ ম্যাচ। যার মধ্যে ভারতের বিপক্ষে সিরিজে অস্ট্রেলিয়া খেলবে আরও ৪ টেস্ট। ৬ ডিসেম্বর অ্যাডিলেডে শুরু হবে অস্ট্রেলিয়া-ভারত দ্বিতীয় টেস্ট। এই ম্যাচটি দিবারাত্রির। তৃতীয় ও চতুর্থ টেস্ট হবে ব্রিসবেন ও মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি)। যেখানে এমসিজিতে ২৬ ডিসেম্বর শুরু হবে বক্সিং ডে টেস্ট। সিডনিতে ৩ জানুয়ারি শুরু হবে অস্ট্রেলিয়া-ভারত সিরিজের পঞ্চম টেস্ট।
ভারত সিরিজ শেষে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া সিরিজের দুটি টেস্টই হবে গলে। ২৯ জানুয়ারি শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। শেষ তথা দ্বিতীয় টেস্ট হবে ৬ ফেব্রুয়ারি। অস্ট্রেলিয়া সিরিজের টেস্টসহ লঙ্কানদের এই চক্রে বাকি রয়েছে ৪ ম্যাচ।এই লঙ্কানরা ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট টেবিলে ৫৫.৫৬ শতাংশ সাফল্যের হার নিয়ে তিনে অবস্থান করছে।
ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার পাশাপাশি নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকারও ফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে। চার ও পাঁচে থাকা কিউই ও প্রোটিয়াদের সাফল্যের হার ৫৪.৫৫ ও ৫৪.১৭ শতাংশ। কিউইদের হাতে রয়েছে তিন ম্যাচ। ২৮ নভেম্বর ক্রাইস্টচার্চে শুরু হচ্ছে নিউজিল্যান্ড-ইংল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজ।দক্ষিণ আফ্রিকার হাতে এবারের চক্রে বাকি রয়েছে চার ম্যাচ। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে দুটি করে টেস্ট খেলবে প্রোটিয়ারা। ডারবানে পরশু শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজ।
পয়েন্ট টেবিলের ছয়, সাত, আট ও নয় নম্বরে থাকা ইংল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ফাইনাল খেলার সুযোগ শেষ। বাংলাদেশের এই চক্রে বাকি কেবল ২ ম্যাচ। দুটি ম্যাচই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাঠে খেলবে বাংলাদেশ। এশিয়ার দলটি বর্তমানে অ্যান্টিগায় ব্যস্ত উইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে। ২২ নভেম্বর শুরু হয়েছে ম্যাচটি। গতকাল পর্যন্ত তিন দিন শেষে বাংলাদেশ এখনো পিছিয়ে ১৮১ রানে।
ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা ভারত অবশেষে দিশা খুঁজে পেল পার্থে। সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারিয়েছে ভারত। বিশাল জয়ে এশিয়ার দলটি ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রেও ফেরত পেয়েছে হারানো সিংহাসন।
পাঁচ ম্যাচ সিরিজের বোর্ডার-গাভাস্কার ট্রফি শুরুর আগে ৬২.৫০ শতাংশ সাফল্যের হার নিয়ে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল অস্ট্রেলিয়া। দুইয়ে থাকা ভারতের ছিল ৫৮.৩৩ শতাংশ। পার্থে আজ চার দিনে শেষ হওয়া ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট শেষেও দল দুটি আছে শীর্ষ দুইয়ে। শুধু জায়গা অদলবদল হয়েছে। ২৯৫ রানের জয়ে ভারত শীর্ষে উঠে এসেছে। এশিয়ার দলটির সাফল্যের হার ৬১.১১ শতাংশ। এবারের চক্রে ভারত খেলেছে ১৫ টেস্ট।
ভারতের জয়ে সিংহাসন খুইয়েছে অস্ট্রেলিয়া। দুইয়ে নেমে যাওয়া অজিদের সাফল্যের হার ৫৭.৬৯। এবারের চক্রে তারা এখন পর্যন্ত খেলেছে ১৩ ম্যাচ। তাদের হাতে এখনো রয়েছে ৬ ম্যাচ। যার মধ্যে ভারতের বিপক্ষে সিরিজে অস্ট্রেলিয়া খেলবে আরও ৪ টেস্ট। ৬ ডিসেম্বর অ্যাডিলেডে শুরু হবে অস্ট্রেলিয়া-ভারত দ্বিতীয় টেস্ট। এই ম্যাচটি দিবারাত্রির। তৃতীয় ও চতুর্থ টেস্ট হবে ব্রিসবেন ও মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি)। যেখানে এমসিজিতে ২৬ ডিসেম্বর শুরু হবে বক্সিং ডে টেস্ট। সিডনিতে ৩ জানুয়ারি শুরু হবে অস্ট্রেলিয়া-ভারত সিরিজের পঞ্চম টেস্ট।
ভারত সিরিজ শেষে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া সিরিজের দুটি টেস্টই হবে গলে। ২৯ জানুয়ারি শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। শেষ তথা দ্বিতীয় টেস্ট হবে ৬ ফেব্রুয়ারি। অস্ট্রেলিয়া সিরিজের টেস্টসহ লঙ্কানদের এই চক্রে বাকি রয়েছে ৪ ম্যাচ।এই লঙ্কানরা ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট টেবিলে ৫৫.৫৬ শতাংশ সাফল্যের হার নিয়ে তিনে অবস্থান করছে।
ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার পাশাপাশি নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকারও ফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে। চার ও পাঁচে থাকা কিউই ও প্রোটিয়াদের সাফল্যের হার ৫৪.৫৫ ও ৫৪.১৭ শতাংশ। কিউইদের হাতে রয়েছে তিন ম্যাচ। ২৮ নভেম্বর ক্রাইস্টচার্চে শুরু হচ্ছে নিউজিল্যান্ড-ইংল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজ।দক্ষিণ আফ্রিকার হাতে এবারের চক্রে বাকি রয়েছে চার ম্যাচ। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে দুটি করে টেস্ট খেলবে প্রোটিয়ারা। ডারবানে পরশু শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজ।
পয়েন্ট টেবিলের ছয়, সাত, আট ও নয় নম্বরে থাকা ইংল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ফাইনাল খেলার সুযোগ শেষ। বাংলাদেশের এই চক্রে বাকি কেবল ২ ম্যাচ। দুটি ম্যাচই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাঠে খেলবে বাংলাদেশ। এশিয়ার দলটি বর্তমানে অ্যান্টিগায় ব্যস্ত উইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে। ২২ নভেম্বর শুরু হয়েছে ম্যাচটি। গতকাল পর্যন্ত তিন দিন শেষে বাংলাদেশ এখনো পিছিয়ে ১৮১ রানে।
শেন ওয়ার্ন নশ্বর পৃথিবী ছেড়ে চলে গেছেন আড়াই বছর আগে। তবু লেগ স্পিন জাদুতে ব্যাটারদের যেভাবে নাচিয়ে ছেড়েছিলেন, তা অসংখ্য ক্রীড়াপ্রেমীর মনে গেঁথে আছে এখনো।
১ ঘণ্টা আগেটেস্ট ক্রিকেটের মজা তো এটাই। পার্থে প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়া ভারতই কিনা অস্ট্রেলিয়াকে শেষমেশ হারাল হেসেখেলে। জয়ের ব্যবধান ২৯৫ রানের হলেও ভারতের এই জয়কে জাদুকরী বললে বাড়াবাড়ি হবে না। এমন জয়ে ভারত ভেঙে দিল বহু পুরোনো এক রেকর্ড।
৫ ঘণ্টা আগে৫৩৪ রানের লক্ষ্যে নেমে পার্থে তৃতীয় দিন থেকেই ধুঁকছে অস্ট্রেলিয়া। ভারতের দুর্দান্ত বোলিং আক্রমণে আজ চতুর্থ দিনেই ম্যাচ হেরে যাওয়ার শঙ্কায় অস্ট্রেলিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অজিরা ৭ উইকেটে ২১২ রান করেছে। অন্যদিকে অ্যান্টিগায় বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের...
৬ ঘণ্টা আগেচ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে নিয়ে আগে থেকে উপসংহারে আসা অনেক কঠিন। যে দলটি কদিন আগে ধুঁকছিল লা লিগা, চ্যাম্পিয়নস লিগ সব টুর্নামেন্টে, তারা ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। ‘রয়্যাল মাদ্রিদ’ তকমা পাওয়া দলটি এখন নিশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ঘাড়ে।
৬ ঘণ্টা আগে