ক্রীড়া ডেস্ক
নিকোলাস পুরানের গন্তব্য যেন একটিই। তা হলো বাউন্ডারি। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে আজ মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) প্রথম মৌসুমের ফাইনালে সিয়াটল অর্কাসের বোলারদের বেধড়ক পিটিয়েছেন পুরান। ওয়েস্ট ইন্ডিজের এই বাঁহাতি ব্যাটারের ‘সাইক্লোন’ হতাশ হয়ে দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না সিয়াটল অর্কাসের। পুরানের বিধ্বংসী সেঞ্চুরিতে হেসেখেলে টুর্নামেন্টের প্রথম মৌসুমের শিরোপা জিতল এম আই নিউ ইয়র্ক। সিয়াটলকে ৭ উইকেটে হারিয়েছে নিউ ইয়র্ক।
১৮৪ রান তাড়া করতে নেমে রানের খাতা খোলার আগেই উইকেট হারায় নিউ ইয়র্ক। ইনিংসের তৃতীয় বলে স্টিভেন টেলরকে বোল্ড করেন ইমাদ ওয়াসিম। এরপরই উইকেটে আসেন নিউ ইয়র্কের অধিনায়ক পুরান। প্রথম বল ডট দিলেও শেষ দুই বলে ছক্কা মেরে সাইক্লোনের পূর্বাভাস দেন পুরান। উইন্ডিজ বাঁহাতি ব্যাটার এরপর ঝড় তুলেছেন তৃতীয় ওভারে। ডোয়াইন প্রিটোরিয়াসকে ৩ ছক্কা ও ২ চার মারেন পুরান। এই ওভার থেকে নিউ ইয়র্ক নিয়েছে ২৮ রান। ওপেনার শায়ান জাহাঙ্গীরকে নিয়ে শুরুর ধাক্কা ভালোই সামলেছেন পুরান। দ্বিতীয় উইকেটে পুরান-জাহাঙ্গীর ২৭ বলে ৬২ রানের জুটি গড়েন। ১১ বলে ১০ রান করা জাহাঙ্গীরকে ফিরিয়ে জুটি ভাঙেন ওয়েইন পারনেল।
টেলর, জাহাঙ্গীরের বিদায়ে নিউ ইয়র্কের স্কোর ৫ ওভারে ২ উইকেটে ৬২ রান। এরপর চার নম্বরে ব্যাটিং করতে আসেন ডেওয়াল্ড ব্রেভিস। ব্রেভিস আর কি ব্যাটিং করবেন, দর্শক হয়ে সতীর্থ পুরানের বিধ্বংসী ব্যাটিং দেখছিলেন। সিয়াটলের কোনো বোলারই রক্ষা পাননি পুরানের সাইক্লোন থেকে। ইনিংসের ১২ তম ওভারের তৃতীয় বলে সেঞ্চুরি করেছেন নিউ ইয়র্ক অধিনায়ক। তিন অঙ্ক ছুঁতে ক্যারিবীয় এই ব্যাটারের লেগেছে ৪০ বল। পুরানের সেঞ্চুরি করার পরের ওভারেই উইকেট হারায় নিউ ইয়র্ক। ১৩ তম ওভারের দ্বিতীয় বলে রান আউট হয়েছেন ১৮ বলে ২০ রান করা ব্রেভিস। তৃতীয় উইকেটে পুরান-ব্রেভিস ৪৪ বলে ৭৫ রানের জুটি গড়েন। ১২.২ ওভারে নিউ ইয়র্কের স্কোর তখন ৩ উইকেটে ১৩৭ রান।
৩ উইকেট পড়লেও নিউ ইয়র্কের জয় তখন অনেকটাই নিশ্চিত। টিম ডেভিডকে নিয়ে দলকে আরও দ্রুত গতিতে জয় এনে দেন পুরান। ১৫ তম ওভার বোলিংয়ে আসা হারমিত সিংয়ের ওভার থেকে ২৪ রান নেয় নিউ ইয়র্ক। যেখানে শেষ চার বলে ৪,৬, ৬,৬ মারেন পুরান। এরপর ১৬ তম ওভারের শেষ বলে নিউ ইয়র্ককে শিরোপা জয়ের আনন্দে ভাসান এই বাঁহাতি ব্যাটার। ক্যামেরন গ্যাননকে চার মারার পর পুরান উঠেছেন ডেভিডের কোলে। ৫৫ বলে ১০ চার ও ১৩ ছক্কায় ১৩৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন পুরান। ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন নিউ ইয়র্ক অধিনায়ক।
টস হেরে আজ প্রথমে ব্যাটিং পায় সিয়াটল অর্কাস। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৮৩ রান করে সিয়াটল। ইনিংস সর্বোচ্চ ৮৭ রান করেন কুইন্টন ডি কক। ৫২ বলের ইনিংসে ৯ চার ও ৪ ছক্কা মারেন এই উইকেটরক্ষক ব্যাটার। নিউ ইয়র্ক বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন রশিদ খান ও ট্রেন্ট বোল্ট। রশিদ ৪ ওভারে খরচ করেছেন ৯ রান।
নিকোলাস পুরানের গন্তব্য যেন একটিই। তা হলো বাউন্ডারি। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে আজ মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) প্রথম মৌসুমের ফাইনালে সিয়াটল অর্কাসের বোলারদের বেধড়ক পিটিয়েছেন পুরান। ওয়েস্ট ইন্ডিজের এই বাঁহাতি ব্যাটারের ‘সাইক্লোন’ হতাশ হয়ে দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না সিয়াটল অর্কাসের। পুরানের বিধ্বংসী সেঞ্চুরিতে হেসেখেলে টুর্নামেন্টের প্রথম মৌসুমের শিরোপা জিতল এম আই নিউ ইয়র্ক। সিয়াটলকে ৭ উইকেটে হারিয়েছে নিউ ইয়র্ক।
১৮৪ রান তাড়া করতে নেমে রানের খাতা খোলার আগেই উইকেট হারায় নিউ ইয়র্ক। ইনিংসের তৃতীয় বলে স্টিভেন টেলরকে বোল্ড করেন ইমাদ ওয়াসিম। এরপরই উইকেটে আসেন নিউ ইয়র্কের অধিনায়ক পুরান। প্রথম বল ডট দিলেও শেষ দুই বলে ছক্কা মেরে সাইক্লোনের পূর্বাভাস দেন পুরান। উইন্ডিজ বাঁহাতি ব্যাটার এরপর ঝড় তুলেছেন তৃতীয় ওভারে। ডোয়াইন প্রিটোরিয়াসকে ৩ ছক্কা ও ২ চার মারেন পুরান। এই ওভার থেকে নিউ ইয়র্ক নিয়েছে ২৮ রান। ওপেনার শায়ান জাহাঙ্গীরকে নিয়ে শুরুর ধাক্কা ভালোই সামলেছেন পুরান। দ্বিতীয় উইকেটে পুরান-জাহাঙ্গীর ২৭ বলে ৬২ রানের জুটি গড়েন। ১১ বলে ১০ রান করা জাহাঙ্গীরকে ফিরিয়ে জুটি ভাঙেন ওয়েইন পারনেল।
টেলর, জাহাঙ্গীরের বিদায়ে নিউ ইয়র্কের স্কোর ৫ ওভারে ২ উইকেটে ৬২ রান। এরপর চার নম্বরে ব্যাটিং করতে আসেন ডেওয়াল্ড ব্রেভিস। ব্রেভিস আর কি ব্যাটিং করবেন, দর্শক হয়ে সতীর্থ পুরানের বিধ্বংসী ব্যাটিং দেখছিলেন। সিয়াটলের কোনো বোলারই রক্ষা পাননি পুরানের সাইক্লোন থেকে। ইনিংসের ১২ তম ওভারের তৃতীয় বলে সেঞ্চুরি করেছেন নিউ ইয়র্ক অধিনায়ক। তিন অঙ্ক ছুঁতে ক্যারিবীয় এই ব্যাটারের লেগেছে ৪০ বল। পুরানের সেঞ্চুরি করার পরের ওভারেই উইকেট হারায় নিউ ইয়র্ক। ১৩ তম ওভারের দ্বিতীয় বলে রান আউট হয়েছেন ১৮ বলে ২০ রান করা ব্রেভিস। তৃতীয় উইকেটে পুরান-ব্রেভিস ৪৪ বলে ৭৫ রানের জুটি গড়েন। ১২.২ ওভারে নিউ ইয়র্কের স্কোর তখন ৩ উইকেটে ১৩৭ রান।
৩ উইকেট পড়লেও নিউ ইয়র্কের জয় তখন অনেকটাই নিশ্চিত। টিম ডেভিডকে নিয়ে দলকে আরও দ্রুত গতিতে জয় এনে দেন পুরান। ১৫ তম ওভার বোলিংয়ে আসা হারমিত সিংয়ের ওভার থেকে ২৪ রান নেয় নিউ ইয়র্ক। যেখানে শেষ চার বলে ৪,৬, ৬,৬ মারেন পুরান। এরপর ১৬ তম ওভারের শেষ বলে নিউ ইয়র্ককে শিরোপা জয়ের আনন্দে ভাসান এই বাঁহাতি ব্যাটার। ক্যামেরন গ্যাননকে চার মারার পর পুরান উঠেছেন ডেভিডের কোলে। ৫৫ বলে ১০ চার ও ১৩ ছক্কায় ১৩৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন পুরান। ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন নিউ ইয়র্ক অধিনায়ক।
টস হেরে আজ প্রথমে ব্যাটিং পায় সিয়াটল অর্কাস। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৮৩ রান করে সিয়াটল। ইনিংস সর্বোচ্চ ৮৭ রান করেন কুইন্টন ডি কক। ৫২ বলের ইনিংসে ৯ চার ও ৪ ছক্কা মারেন এই উইকেটরক্ষক ব্যাটার। নিউ ইয়র্ক বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন রশিদ খান ও ট্রেন্ট বোল্ট। রশিদ ৪ ওভারে খরচ করেছেন ৯ রান।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
২ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
৩ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৫ ঘণ্টা আগে