নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সিলেট টেস্টে বড় ব্যবধানে হেরে সিরিজে ফিরতে মরিয়া বাংলাদেশ। সাকিব আল হাসানকে ফিরে পেয়ে চট্টগ্রাম টেস্টে ঘুরে দাঁড়ানোর কথাও জানিয়েছেন এই টেস্টে চণ্ডিকা হাথুরুসিংহের বদলে প্রধান কোচের দায়িত্ব পাওয়া সহকারী কোচ নিক পোথাস।
সেই লক্ষ্যে খেলতে নামার আগে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। টস ভাগ্যে জয়ী হয়ে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। প্রায় এক বছর টেস্টে খেলতে নামবেন সাকিব। সর্বশেষে গত বছরের এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে খেলেছিলেন বাংলাদেশি অলরাউন্ডার।
সাকিবের প্রত্যাবর্তনের ম্যাচে অভিষেক হয়েছে হাসান মাহমুদের। সাদা বলের ক্রিকেটে নিয়মিত মুখ হলেও প্রথমবারে মতো আদি সংস্করণে খেলতে নামবেন এই পেসার। অভিষেক টেস্টে নিশ্চয়ই দুর্দান্ত কিছু করে রাঙাতে চাইবেন। আর তাঁর দুর্দান্ত কিছু মানে বাংলাদেশের জন্য মঙ্গলের। এখন দেখার বিষয়, চট্টগ্রাম টেস্টে দুইয়ে দুইয়ে চার করতে পারেন কিনা হাসান।
সাকিব-হাসান ফেরায় সিলেট টেস্টে খেলা নাহিদ রানা ও শরীফুল ইসলাম এই টেস্ট থেকে বাদ পড়েছেন। প্রথম টেস্টে সিলেটে ৩২৮ রানের বিশাল ব্যবধানে হেরে ১-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে নাজমুল হোসেন শান্তর দল।
বাংলাদেশ দল:
মাহমুদুল হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।
শ্রীলঙ্কা দল:
দিমুথ কারুনারত্নে, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্ডিমাল, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, প্রবাত জয়াসুরিয়া, আসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো।
সিলেট টেস্টে বড় ব্যবধানে হেরে সিরিজে ফিরতে মরিয়া বাংলাদেশ। সাকিব আল হাসানকে ফিরে পেয়ে চট্টগ্রাম টেস্টে ঘুরে দাঁড়ানোর কথাও জানিয়েছেন এই টেস্টে চণ্ডিকা হাথুরুসিংহের বদলে প্রধান কোচের দায়িত্ব পাওয়া সহকারী কোচ নিক পোথাস।
সেই লক্ষ্যে খেলতে নামার আগে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। টস ভাগ্যে জয়ী হয়ে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। প্রায় এক বছর টেস্টে খেলতে নামবেন সাকিব। সর্বশেষে গত বছরের এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে খেলেছিলেন বাংলাদেশি অলরাউন্ডার।
সাকিবের প্রত্যাবর্তনের ম্যাচে অভিষেক হয়েছে হাসান মাহমুদের। সাদা বলের ক্রিকেটে নিয়মিত মুখ হলেও প্রথমবারে মতো আদি সংস্করণে খেলতে নামবেন এই পেসার। অভিষেক টেস্টে নিশ্চয়ই দুর্দান্ত কিছু করে রাঙাতে চাইবেন। আর তাঁর দুর্দান্ত কিছু মানে বাংলাদেশের জন্য মঙ্গলের। এখন দেখার বিষয়, চট্টগ্রাম টেস্টে দুইয়ে দুইয়ে চার করতে পারেন কিনা হাসান।
সাকিব-হাসান ফেরায় সিলেট টেস্টে খেলা নাহিদ রানা ও শরীফুল ইসলাম এই টেস্ট থেকে বাদ পড়েছেন। প্রথম টেস্টে সিলেটে ৩২৮ রানের বিশাল ব্যবধানে হেরে ১-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে নাজমুল হোসেন শান্তর দল।
বাংলাদেশ দল:
মাহমুদুল হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।
শ্রীলঙ্কা দল:
দিমুথ কারুনারত্নে, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্ডিমাল, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, প্রবাত জয়াসুরিয়া, আসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
১৪ মিনিট আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
১ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৩ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৩ ঘণ্টা আগে