ক্রীড়া ডেস্ক
সেমিফাইনালে উঠতে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের দিকেই যে ‘পাখির চোখ’ ছিল অস্ট্রেলিয়ার। শেষ পর্যন্ত আফগানরা জেতায় অস্ট্রেলিয়ার বিদায় নিশ্চিত হয় সুপার এইটে। ডেভিড ওয়ার্নারের আন্তর্জাতিক ক্রিকেটের পথচলাও থেমে গেছে এখানেই।
আফগানিস্তানের কাছে পরশু সেন্ট ভিনসেন্টে ২১ রানে হেরে যাওয়ায় সেমিফাইনালে ওঠার পথে অনেক বড় ধাক্কা খায় অস্ট্রেলিয়া। অ্যান্টিগায় গতকাল যদি ভারতকে হারাত অস্ট্রেলিয়া, তা–ও নিশ্চিত হওয়া যেত না (অস্ট্রেলিয়ার সেমিফাইনালে ওঠা)। শেষ পর্যন্ত ভারতের কাছে অজিরা হেরে যায় ২৪ রানে। সেন্ট ভিনসেন্টে আজ বৃষ্টি আইনে বাংলাদেশকে ৮ রানে হারিয়ে সেমির টিকিট কাটে আফগানরা। অস্ট্রেলিয়ার সেমিতে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে ওয়ার্নারের আন্তর্জাতিক ক্যারিয়ারও শেষ হয়ে যায়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওয়ার্নারের পরিসংখ্যানের ছবি দিয়ে নিজেদের ফেসবুক পেজে অস্ট্রেলিয়া ছেলেদের ক্রিকেট দল লিখেছে, ‘সর্বকালের গ্রেটদের একজন। আপনাতে আমরা মিস করব।’
ভারত ম্যাচ শেষেই গতকাল ওয়ার্নারের অস্ট্রেলিয়ার জার্সিতে শেষ ইনিংস খেলার ইঙ্গিত পাওয়া গেছে। বিরাট কোহলির সঙ্গে কথা বলতে দেখা গেছে অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটারকে। হ্যাজলউড তখন জানিয়েছিলেন, ওয়ার্নারের বিদায়ের ব্যাপারটা নিশ্চিত হওয়া যাবে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের পর। শেষ পর্যন্ত ওয়ার্নারের অবসরের ব্যাপার নিশ্চিত হলে হ্যাজলউড বলেন, ‘যখন আপনি একজন ক্রিকেটারকে লম্বা সময়ের জন্য হারাবেন, সেটা সব সময়ই ভিন্ন কিছু। তবে আমাদের এগিয়ে যেতে হবে।’
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে যে অবসর নিচ্ছেন, সেটার পরিকল্পনা আগে থেকেই ছিল ওয়ার্নারের। ভারতের বিপক্ষে গতকাল ৬ বলে ৬ রান করেন তিনি। ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন সংস্করণ মিলে খেলেন ৩৮৩ ম্যাচ। যার মধ্যে রয়েছে ১১২ টেস্ট, ১৬১ ওয়ানডে ও ১১০ টি-টোয়েন্টি। ৪২.৩৯ গড়ে আন্তর্জাতিক ক্রিকেটে করেন ১৮৯৯৫ রান। সেঞ্চুরি করেছেন ৪৯টি, যেখানে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তিন অঙ্ক ছুঁয়েছেন ২৬, ২২ ও ১ ম্যাচে। তবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়ার প্রয়োজনে ওয়ার্নার খেলতে পারেন বলে জানা যায় এ বছরের শুরুতেই।
সেমিফাইনালে উঠতে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের দিকেই যে ‘পাখির চোখ’ ছিল অস্ট্রেলিয়ার। শেষ পর্যন্ত আফগানরা জেতায় অস্ট্রেলিয়ার বিদায় নিশ্চিত হয় সুপার এইটে। ডেভিড ওয়ার্নারের আন্তর্জাতিক ক্রিকেটের পথচলাও থেমে গেছে এখানেই।
আফগানিস্তানের কাছে পরশু সেন্ট ভিনসেন্টে ২১ রানে হেরে যাওয়ায় সেমিফাইনালে ওঠার পথে অনেক বড় ধাক্কা খায় অস্ট্রেলিয়া। অ্যান্টিগায় গতকাল যদি ভারতকে হারাত অস্ট্রেলিয়া, তা–ও নিশ্চিত হওয়া যেত না (অস্ট্রেলিয়ার সেমিফাইনালে ওঠা)। শেষ পর্যন্ত ভারতের কাছে অজিরা হেরে যায় ২৪ রানে। সেন্ট ভিনসেন্টে আজ বৃষ্টি আইনে বাংলাদেশকে ৮ রানে হারিয়ে সেমির টিকিট কাটে আফগানরা। অস্ট্রেলিয়ার সেমিতে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে ওয়ার্নারের আন্তর্জাতিক ক্যারিয়ারও শেষ হয়ে যায়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওয়ার্নারের পরিসংখ্যানের ছবি দিয়ে নিজেদের ফেসবুক পেজে অস্ট্রেলিয়া ছেলেদের ক্রিকেট দল লিখেছে, ‘সর্বকালের গ্রেটদের একজন। আপনাতে আমরা মিস করব।’
ভারত ম্যাচ শেষেই গতকাল ওয়ার্নারের অস্ট্রেলিয়ার জার্সিতে শেষ ইনিংস খেলার ইঙ্গিত পাওয়া গেছে। বিরাট কোহলির সঙ্গে কথা বলতে দেখা গেছে অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটারকে। হ্যাজলউড তখন জানিয়েছিলেন, ওয়ার্নারের বিদায়ের ব্যাপারটা নিশ্চিত হওয়া যাবে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের পর। শেষ পর্যন্ত ওয়ার্নারের অবসরের ব্যাপার নিশ্চিত হলে হ্যাজলউড বলেন, ‘যখন আপনি একজন ক্রিকেটারকে লম্বা সময়ের জন্য হারাবেন, সেটা সব সময়ই ভিন্ন কিছু। তবে আমাদের এগিয়ে যেতে হবে।’
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে যে অবসর নিচ্ছেন, সেটার পরিকল্পনা আগে থেকেই ছিল ওয়ার্নারের। ভারতের বিপক্ষে গতকাল ৬ বলে ৬ রান করেন তিনি। ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন সংস্করণ মিলে খেলেন ৩৮৩ ম্যাচ। যার মধ্যে রয়েছে ১১২ টেস্ট, ১৬১ ওয়ানডে ও ১১০ টি-টোয়েন্টি। ৪২.৩৯ গড়ে আন্তর্জাতিক ক্রিকেটে করেন ১৮৯৯৫ রান। সেঞ্চুরি করেছেন ৪৯টি, যেখানে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তিন অঙ্ক ছুঁয়েছেন ২৬, ২২ ও ১ ম্যাচে। তবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়ার প্রয়োজনে ওয়ার্নার খেলতে পারেন বলে জানা যায় এ বছরের শুরুতেই।
সার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২৩ মিনিট আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
১ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
২ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
২ ঘণ্টা আগে