ক্রীড়া ডেস্ক
ম্যাচটা ভারতের জন্য ছিল শুধুই নিয়মরক্ষার। তবে নিয়মরক্ষার ম্যাচে বিশেষত্ব বলতে—ভারতের হয়ে রবি শাস্ত্রী যুগের অবসান হয়ে গেল এই ম্যাচ দিয়ে। একই সঙ্গে টি-টোয়েন্টিতে ভারতের হয়ে এটাই শেষ ম্যাচ অধিনায়ক বিরাট কোহলির। দুজনের শেষটা জয় দিয়ে রাঙাল ভারত। সুপার টুয়েলভের শেষ ম্যাচে নামিবিয়াকে ৯ উইকেটে হারিয়েছে কোহলির দল।
২০১৭ সালে জুলাইয়ে ভারতের কোচ হিসেবে অনিল কুম্বলের স্থলাভিষিক্ত হয়েছিলেন শাস্ত্রী। এই সময়ে ভারতকে সব সংস্করণে দুর্দান্ত এক দলে পরিণত করেন ১৯৮৩ বিশ্বকাপজয়ী এই তারকা। তাঁর সময়কালে ঘরে-বাইরে সমান দাপট দেখিয়েছেন কোহলি-রোহিতরা। তবে একটাই আক্ষেপ—বড় মঞ্চে কোচ হিসেবে কোনো শিরোপা জেতা হলো না শাস্ত্রীর। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি, ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ, ২০২১ টেস্ট চ্যাম্পিয়নসশিপ—সব টুর্নামেন্ট থেকেই যে খালি হাতে ফিরতে হয়েছে ভারতকে।
একই আক্ষেপ সঙ্গী করে টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন কোহলিও। দুর্দান্ত এক ভারতীয় দলের নেতৃত্ব দিয়েও এখনো বড় কোনো শিরোপা জেতা হয়নি কোহলির। এবারের বিশ্বকাপে শিরোপার আশা নিয়ে এসেও বিদায় বলতে হচ্ছে সুপার টুয়েলভ থেকেই। গতকাল আফগানিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের জয়েই বিশ্বকাপ থেকে কোহলিদের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। আজ নিয়মরক্ষার ম্যাচে একপ্রকার নির্ভার হয়েই খেলতে নেমেছিলেন তাঁরা।
দুবাইয়ে টস জিতে নামিবিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল ভারত। নামিবিয়ার দেওয়া ১৩৩ রানের লক্ষ্য ২৮ বল হাতে রেখেই পেরিয়ে গেছে ভারত। ওপেনিং জুটিতেই ম্যাচের ভাগ্য অনেকটা লিখে দেন রোহিত-রাহুল। দুজনের জুটি থেকে আসে ৮৬ রান। জুটিতে রাহুলের চেয়ে আগ্রাসী ছিলেন রোহিত। ৩৭ বলে সাত চার আর দুই ছক্কায় ৫৬ রান করে রোহিত আউটও হয়েছেন রাহুলের আগে। ভারতের জয়ের বাকি আনুষ্ঠানিকতাটা সূর্য কুমার যাদবকে নিয়ে সারেন রাহুল।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নামিবিয়াকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার মাইকেল ফন লিনগেন আর ক্রেইগ উইলিয়ামস। ৪.৪ ওভারে দুজন মিলে স্কোরবোর্ডে ৩৩ রান জমা করেন। জাসপ্রিত বুমরার বলে মোহাম্মদ শামিকে ক্যাচ দিয়ে লিনগেন (১৫) ফিরলে এই জুটি ভাঙে।
ওপেনিং জুটি ভাঙার পর আর সুবিধা করতে পারেনি নামিবিয়া। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বিশ্বকাপের নবাগত দলটি। একপর্যায়ে ৯৭ রানে ৭ উইকেট হারায় তারা। শেষ দিকে দুই লোয়ার অর্ডার ব্যাটার ইয়ান ফ্রাইলিঙ্ক আর রুবেন ট্রাম্পেলমানের ২৩ রানের জুটিতে ১৩২ রানের পুঁজি পায় নামিবিয়া। যদিও ভারত সহজেই এই লক্ষ্য পেরিয়ে যায়।
ম্যাচটা ভারতের জন্য ছিল শুধুই নিয়মরক্ষার। তবে নিয়মরক্ষার ম্যাচে বিশেষত্ব বলতে—ভারতের হয়ে রবি শাস্ত্রী যুগের অবসান হয়ে গেল এই ম্যাচ দিয়ে। একই সঙ্গে টি-টোয়েন্টিতে ভারতের হয়ে এটাই শেষ ম্যাচ অধিনায়ক বিরাট কোহলির। দুজনের শেষটা জয় দিয়ে রাঙাল ভারত। সুপার টুয়েলভের শেষ ম্যাচে নামিবিয়াকে ৯ উইকেটে হারিয়েছে কোহলির দল।
২০১৭ সালে জুলাইয়ে ভারতের কোচ হিসেবে অনিল কুম্বলের স্থলাভিষিক্ত হয়েছিলেন শাস্ত্রী। এই সময়ে ভারতকে সব সংস্করণে দুর্দান্ত এক দলে পরিণত করেন ১৯৮৩ বিশ্বকাপজয়ী এই তারকা। তাঁর সময়কালে ঘরে-বাইরে সমান দাপট দেখিয়েছেন কোহলি-রোহিতরা। তবে একটাই আক্ষেপ—বড় মঞ্চে কোচ হিসেবে কোনো শিরোপা জেতা হলো না শাস্ত্রীর। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি, ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ, ২০২১ টেস্ট চ্যাম্পিয়নসশিপ—সব টুর্নামেন্ট থেকেই যে খালি হাতে ফিরতে হয়েছে ভারতকে।
একই আক্ষেপ সঙ্গী করে টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন কোহলিও। দুর্দান্ত এক ভারতীয় দলের নেতৃত্ব দিয়েও এখনো বড় কোনো শিরোপা জেতা হয়নি কোহলির। এবারের বিশ্বকাপে শিরোপার আশা নিয়ে এসেও বিদায় বলতে হচ্ছে সুপার টুয়েলভ থেকেই। গতকাল আফগানিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের জয়েই বিশ্বকাপ থেকে কোহলিদের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। আজ নিয়মরক্ষার ম্যাচে একপ্রকার নির্ভার হয়েই খেলতে নেমেছিলেন তাঁরা।
দুবাইয়ে টস জিতে নামিবিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল ভারত। নামিবিয়ার দেওয়া ১৩৩ রানের লক্ষ্য ২৮ বল হাতে রেখেই পেরিয়ে গেছে ভারত। ওপেনিং জুটিতেই ম্যাচের ভাগ্য অনেকটা লিখে দেন রোহিত-রাহুল। দুজনের জুটি থেকে আসে ৮৬ রান। জুটিতে রাহুলের চেয়ে আগ্রাসী ছিলেন রোহিত। ৩৭ বলে সাত চার আর দুই ছক্কায় ৫৬ রান করে রোহিত আউটও হয়েছেন রাহুলের আগে। ভারতের জয়ের বাকি আনুষ্ঠানিকতাটা সূর্য কুমার যাদবকে নিয়ে সারেন রাহুল।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নামিবিয়াকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার মাইকেল ফন লিনগেন আর ক্রেইগ উইলিয়ামস। ৪.৪ ওভারে দুজন মিলে স্কোরবোর্ডে ৩৩ রান জমা করেন। জাসপ্রিত বুমরার বলে মোহাম্মদ শামিকে ক্যাচ দিয়ে লিনগেন (১৫) ফিরলে এই জুটি ভাঙে।
ওপেনিং জুটি ভাঙার পর আর সুবিধা করতে পারেনি নামিবিয়া। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বিশ্বকাপের নবাগত দলটি। একপর্যায়ে ৯৭ রানে ৭ উইকেট হারায় তারা। শেষ দিকে দুই লোয়ার অর্ডার ব্যাটার ইয়ান ফ্রাইলিঙ্ক আর রুবেন ট্রাম্পেলমানের ২৩ রানের জুটিতে ১৩২ রানের পুঁজি পায় নামিবিয়া। যদিও ভারত সহজেই এই লক্ষ্য পেরিয়ে যায়।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
২ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
৩ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৫ ঘণ্টা আগে