ক্রীড়া ডেস্ক
এবারের পিএসএলে সর্বোচ্চ রান পেশোয়ার জালমি অধিনায়ক বাবর আজমের (৫৬৯)। আর সর্বোচ্চ উইকেট মুলতান সুলতানের বোলার উসামা মিরের (২৪)। তবে তাঁদের কারও হাতে শিরোপা ওঠেনি। বাবর দুটি এলিমিনেটর খেলার সুযোগ পেলেও দলকে তুলতে পারেননি ফাইনালে আর মির ফাইনাল খেললেও শিরোপা ছুঁতে পারেননি।
পারবেন কী করে! নবম পিএসএলের প্লে অফ থেকে ফাইনাল—একজনের ঝলকেই যে ম্লান হয়ে গেছেন এই দুজন! সেই একজন ইমাদ ওয়াসিম। গত বছর পাকিস্তান জাতীয় দল থেকে বিদায় নেওয়া ৩৫ বছর বয়সী এই বাঁহাতি স্পিনারের ঝলকে তৃতীয়বার পিএসএল জিতেছে ইসলামাবাদ ইউনাইটেড। গত রাতে করাচিতে ফাইনালে মুলতান সুলতানের বিপক্ষে ২ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে ইসলামাবাদ।
পিএসএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন তারা। নবম আসরেও উঠল শিরোপা। মোট যে তিনবার ফাইনাল খেলেছে, একবারও হারেনি ইসলামাবাদ। আর এবার ফ্র্যাঞ্চাইজিটিকে শিরোপা জেতানোর পথে বড় ভূমিকা রেখেছেন ইমাদ। ইসলামাবাদ অধিনায়ক শাদাব খানের হাতে টুর্নামেন্ট-সেরার পুরস্কার উঠলেও প্লে অফ থেকে ফাইনাল পর্যন্ত ইমাদের পারফরম্যান্সই ছিল সবচেয়ে বেশি চমক জাগানিয়া ও উজ্জ্বল।
যখনই দলের প্রয়োজন পড়েছে, জ্বলে উঠেছেন ইমাদ। রাউন্ড লিগে ইসলামাবাদের ‘মাস্ট উইন’ ম্যাচে মুলতানের দেওয়া ২২৯ রানের লক্ষ্য তাড়ায় ১৩ বলে অপরাজিত ৩০ রানের ইনিংস খেলে দলকে অবিশ্বাস্য জয় এনে দেন তিনি। মূলত স্পিন অলরাউন্ডার হলেও মিডল অর্ডারে নিজের সামর্থ্যের প্রমাণ ইমাদ আগেও দেখিয়েছেন। প্লে অফ থেকে ফাইনাল—এই তিন ম্যাচেই ঝলক দেখিয়েছেন। তিনবারই জিতেছেন ম্যাচ-সেরার পুরস্কার।
প্রথম এলিমিনিটরে রান তাড়া করতে নামা কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ১২ রানে ৩ উইকেট এবং দ্বিতীয় এলিমিনেটরে পেশোয়ারের বিপক্ষে রান তাড়ায় ৪০ বলে অপরাজিত ৫৯ রান করে ইসলামাবাদকে ফাইনালে তোলেন ইমাদ। ফাইনালেও অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন। মুলতান ৯ উইকেটে করেছিল ১৫৯। লক্ষ্য তাড়ায় ১৭ বলে অপরাজিত ১৯ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন ইমাদ। তার আগে ৪ ওভারে ১৭ রান দিয়ে নেন ৫ উইকেট। ফাইনালেও ম্যাচসেরা এই অলরাউন্ডারের এবারের পিএসএল কাটল স্বপ্নের মতো। আর এমন অবিশ্বাস্য এক টুর্নামেন্ট কাটানোর পরও ইমাদের কথা, ‘আমার মনে হচ্ছে না, সেরা টুর্নামেন্ট কাটিয়েছি। তবে আমি ইম্প্যাক্ট রাখতে চেয়েছি।’
এবারের পিএসএলে সর্বোচ্চ রান পেশোয়ার জালমি অধিনায়ক বাবর আজমের (৫৬৯)। আর সর্বোচ্চ উইকেট মুলতান সুলতানের বোলার উসামা মিরের (২৪)। তবে তাঁদের কারও হাতে শিরোপা ওঠেনি। বাবর দুটি এলিমিনেটর খেলার সুযোগ পেলেও দলকে তুলতে পারেননি ফাইনালে আর মির ফাইনাল খেললেও শিরোপা ছুঁতে পারেননি।
পারবেন কী করে! নবম পিএসএলের প্লে অফ থেকে ফাইনাল—একজনের ঝলকেই যে ম্লান হয়ে গেছেন এই দুজন! সেই একজন ইমাদ ওয়াসিম। গত বছর পাকিস্তান জাতীয় দল থেকে বিদায় নেওয়া ৩৫ বছর বয়সী এই বাঁহাতি স্পিনারের ঝলকে তৃতীয়বার পিএসএল জিতেছে ইসলামাবাদ ইউনাইটেড। গত রাতে করাচিতে ফাইনালে মুলতান সুলতানের বিপক্ষে ২ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে ইসলামাবাদ।
পিএসএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন তারা। নবম আসরেও উঠল শিরোপা। মোট যে তিনবার ফাইনাল খেলেছে, একবারও হারেনি ইসলামাবাদ। আর এবার ফ্র্যাঞ্চাইজিটিকে শিরোপা জেতানোর পথে বড় ভূমিকা রেখেছেন ইমাদ। ইসলামাবাদ অধিনায়ক শাদাব খানের হাতে টুর্নামেন্ট-সেরার পুরস্কার উঠলেও প্লে অফ থেকে ফাইনাল পর্যন্ত ইমাদের পারফরম্যান্সই ছিল সবচেয়ে বেশি চমক জাগানিয়া ও উজ্জ্বল।
যখনই দলের প্রয়োজন পড়েছে, জ্বলে উঠেছেন ইমাদ। রাউন্ড লিগে ইসলামাবাদের ‘মাস্ট উইন’ ম্যাচে মুলতানের দেওয়া ২২৯ রানের লক্ষ্য তাড়ায় ১৩ বলে অপরাজিত ৩০ রানের ইনিংস খেলে দলকে অবিশ্বাস্য জয় এনে দেন তিনি। মূলত স্পিন অলরাউন্ডার হলেও মিডল অর্ডারে নিজের সামর্থ্যের প্রমাণ ইমাদ আগেও দেখিয়েছেন। প্লে অফ থেকে ফাইনাল—এই তিন ম্যাচেই ঝলক দেখিয়েছেন। তিনবারই জিতেছেন ম্যাচ-সেরার পুরস্কার।
প্রথম এলিমিনিটরে রান তাড়া করতে নামা কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ১২ রানে ৩ উইকেট এবং দ্বিতীয় এলিমিনেটরে পেশোয়ারের বিপক্ষে রান তাড়ায় ৪০ বলে অপরাজিত ৫৯ রান করে ইসলামাবাদকে ফাইনালে তোলেন ইমাদ। ফাইনালেও অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন। মুলতান ৯ উইকেটে করেছিল ১৫৯। লক্ষ্য তাড়ায় ১৭ বলে অপরাজিত ১৯ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন ইমাদ। তার আগে ৪ ওভারে ১৭ রান দিয়ে নেন ৫ উইকেট। ফাইনালেও ম্যাচসেরা এই অলরাউন্ডারের এবারের পিএসএল কাটল স্বপ্নের মতো। আর এমন অবিশ্বাস্য এক টুর্নামেন্ট কাটানোর পরও ইমাদের কথা, ‘আমার মনে হচ্ছে না, সেরা টুর্নামেন্ট কাটিয়েছি। তবে আমি ইম্প্যাক্ট রাখতে চেয়েছি।’
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে সবচেয়ে বেশি খেলেছেন সাকিব আল হাসান। বিদেশ লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, তৌহিদ হৃদয়দেরও। এবার এই তালিকায় যুক্ত হচ্ছেন উদীয়মান পেসার তানজিম হাসান সাকিব।
৮ মিনিট আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
২৯ মিনিট আগেসিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
১ ঘণ্টা আগেভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
২ ঘণ্টা আগে