নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ১৬৮ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। টস হেরে আগে ব্যাটিং করে ৫ উইকেটে ১৬৭ রান তুলেছে বাবর আজমের দল।
টি-টোয়েন্টিতে মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে রানের ফল্গুধারা চলছেই। আজও পাকিস্তানের ইনিংস গড়ে উঠেছে তাঁর অপরাজিত ৭৮ রানের ইনিংসে। ৫০ বলের ইনিংসে ৭ চার ও ২ ছক্কায় সাজান এই উইকেটকিপার-ব্যাটার। সর্বশেষ ৮ ইনিংসে রিজওয়ানের এটি ষষ্ঠ ৫০ পেরোনো ইনিংস।
আরেকবার নিজেদের প্রমাণে ব্যর্থ পাকিস্তানের মিডল অর্ডার। তবে সেই সুযোগটা পুরোপুরি নিতে পারেননি বাংলাদেশি বোলাররা। সাম্প্রতিক সময়ে নিজেকে হারিয়ে খুঁজছেন মোস্তাফিজুর রহমান। আজও দলের সবচেয়ে খরুচে বোলার এই বাঁহাতি পেসার। ৪ ওভারে ৪৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। আরেক পেসার তাসকিন আহমেদ অবশ্য পাকিস্তান ব্যাটারদের দারুণ পরীক্ষা নিয়েছেন। ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন তাসকিন।
ওপেনিংয়ে দারুণ শুরুর পরও মাঝের ওভারে পাকিস্তানকে স্বচ্ছন্দে রান তুলতে দেননি বাংলাদেশের স্পিনাররা। ৪ ওভারে ২২ রান দিয়ে একটি উইকেট নেন নাসুম আহমেদ। ৭.১ ওভার স্থায়ী ওপেনিং জুটি ভাঙেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। নিজের প্রথম বলেই তুলে নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে (২২)। তবে রিজওয়ান অপরাজিতই ছিলেন।
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ১৬৮ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। টস হেরে আগে ব্যাটিং করে ৫ উইকেটে ১৬৭ রান তুলেছে বাবর আজমের দল।
টি-টোয়েন্টিতে মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে রানের ফল্গুধারা চলছেই। আজও পাকিস্তানের ইনিংস গড়ে উঠেছে তাঁর অপরাজিত ৭৮ রানের ইনিংসে। ৫০ বলের ইনিংসে ৭ চার ও ২ ছক্কায় সাজান এই উইকেটকিপার-ব্যাটার। সর্বশেষ ৮ ইনিংসে রিজওয়ানের এটি ষষ্ঠ ৫০ পেরোনো ইনিংস।
আরেকবার নিজেদের প্রমাণে ব্যর্থ পাকিস্তানের মিডল অর্ডার। তবে সেই সুযোগটা পুরোপুরি নিতে পারেননি বাংলাদেশি বোলাররা। সাম্প্রতিক সময়ে নিজেকে হারিয়ে খুঁজছেন মোস্তাফিজুর রহমান। আজও দলের সবচেয়ে খরুচে বোলার এই বাঁহাতি পেসার। ৪ ওভারে ৪৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। আরেক পেসার তাসকিন আহমেদ অবশ্য পাকিস্তান ব্যাটারদের দারুণ পরীক্ষা নিয়েছেন। ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন তাসকিন।
ওপেনিংয়ে দারুণ শুরুর পরও মাঝের ওভারে পাকিস্তানকে স্বচ্ছন্দে রান তুলতে দেননি বাংলাদেশের স্পিনাররা। ৪ ওভারে ২২ রান দিয়ে একটি উইকেট নেন নাসুম আহমেদ। ৭.১ ওভার স্থায়ী ওপেনিং জুটি ভাঙেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। নিজের প্রথম বলেই তুলে নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে (২২)। তবে রিজওয়ান অপরাজিতই ছিলেন।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
৪ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
৫ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৬ ঘণ্টা আগে