আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা সৌরভদের সিদ্ধান্তে হতাশ

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২১, ২২: ০৪

করোনায় স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে। মরুর মাঠে বল গড়াবে ১৯ সেপ্টেম্বর থেকে। এই পর্ব সামনে রেখে আগামীকাল (২০ আগস্ট) পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিগুলোকে চূড়ান্ত দল ঘোষণার সময় বেঁধে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে চলা বিসিসিআইয়ের এই সিদ্ধান্তে হতাশ ফ্র্যাঞ্চাইজিগুলো। তারা বলছে, অর্থের ঝনঝনানির ১৪তম আসর আবার শুরু হতে প্রায় এক মাস বাকি থাকলেও বোর্ডের এমন তড়িঘড়ি সিদ্ধান্তে দল সাজাতে বেকায়দায় পড়তে হবে। বিশেষ করে বিদেশি খেলোয়াড়দের নিশ্চিত করতে এই সময় যথেষ্ট নয়।

মূলত ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের আমিরাত পর্বে পেতে অপেক্ষা করতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। কয়েকটি ফ্র্যাঞ্চাইজিতে বেশ কজন অস্ট্রেলীয় ক্রিকেটার থাকায় বিড়ম্বনায় পড়েছে তারা। ক্রিকেটারদের দলে পেতে এখনো আলোচনা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। এই সময়ের মধ্যে চূড়ান্ত দল ঘোষণা তাই কঠিন হয়ে পড়েছে।

এ প্রসঙ্গে আইপিএলের এক ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা বলেছেন, ‘২০ আগস্টের (কাল) মধ্যে আমাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে বলা হয়েছে। কিন্তু আমরা বিদেশি খেলোয়াড়দের মধ্যে সবাইকে নিশ্চিত করতে পারিনি। আমরা এখনো কিছু ক্রিকেটারের সঙ্গে কথা বলছি। আশার খবর, টি-টোয়েন্টি বিশ্বকাপ আরব আমিরাতেই হতে চলায় কিছু ক্রিকেটার খেলতে রাজি হয়েছে। বাকিদেরও মন গলানোর চেষ্টা করছি।’

ওই ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা আরও যোগ করেছেন, ‘আমরা নয়, আনুষ্ঠানিকভাবে সাড়া দিতে বিসিসিআই বিলম্ব করেছে। এটি শেষ মুহূর্তে এসে দলগুলোকে বিড়ম্বনায় ফেলেছে। আমার মনে হয়, ২০ আগস্টের ডেডলাইন একটু তাড়াতাড়ি হয়ে গেছে। যদি এটিই নিয়ম হয়, তাহলে আমরা মেনে চলতে বাধ্য।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

অধিকৃত অঞ্চলে প্রাকৃতিক সম্পদের সার্বভৌম মালিকানা ফিলিস্তিনিদের, জাতিসংঘে প্রস্তাব পাস

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

বিসিএস নিয়োগ: নিজেই রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত