ক্রীড়া ডেস্ক
বয়সটা তাহলে জোরেশোরেই থাবা বসাতে শুরু করেছে জিমি অ্যান্ডারসনের ক্যারিয়ারে!
একটা সময় অ্যান্ডারসনকে ছাড়া ইংল্যান্ডের টেস্ট দল ভাবাই যেত না। সময়ের বাঁক বদলে সেই অ্যান্ডারসনই এখন ব্রাত্য। তারকা ফাস্ট বোলারকে বাদ দিয়ে মহামর্যাদার অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের দল দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী সকালে ব্রিসবেনের গ্যাবায় শুরু হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের প্রথম টেস্ট।
ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো বলছে, ইচ্ছে করে নয়; বরং কাফ মাসলের (পায়ের গুল) চোটের কারণে অ্যান্ডারসনকে ব্রিসবেন টেস্টে রাখা হয়নি। ৪০ ছুঁই ছুঁই অ্যান্ডারসনের এই সমস্যা নতুন নয়। ২০১৯ সালেও একই চোটে ভুগেছিলেন তিনি।
ইসিবির বিশ্বাস, অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে শতভাগ ফিট হয়ে ফিরবেন অ্যান্ডারসন। এর আগে কনুইয়ের চোটে জোফরা আর্চার ও পিঠে অস্ত্রোপচারের কারণে ইংল্যান্ডের অ্যাশেজের দল থেকে ছিটকে গেছেন ওলি স্টোন।
এক বিবৃতিতে ইসিবি আজ জানিয়েছে, অতিরিক্ত ক্রিকেটের বোঝা কমাতেই অ্যান্ডারসনকে বিশ্রামে রাখছে তারা, ‘ছয় সপ্তাহের মধ্যে পাঁচটি টেস্ট খেলতে হবে। ম্যানেজমেন্ট ও অ্যান্ডারসন দুই পক্ষই মনে করে, ঝুঁকি নিয়ে খেলা ঠিক হবে না।’
বিদেশি ক্রিকেটারদের মধ্যে ব্রিসবেনের গ্যাবায় যৌথ সর্বোচ্চ পাঁচটি টেস্ট খেলার রেকর্ড আছে অ্যান্ডারসনের। ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালশ ও নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরিও একই ভেন্যুতে খেলেছেন সমানসংখ্যক টেস্ট। আগামীকাল একাদশে থাকলেই রেকর্ডটা এককভাবে নিজের করে নিতেন অ্যান্ডারসন। কিন্তু চোট তা হতে দিল না।
গ্যাবায় অবশ্য অ্যান্ডারসনের রেকর্ড হতাশ করার মতো। এই ভেন্যুতে ৭৫.১৪ গড়ে মাত্র ৭ উইকেট নিয়েছেন পেসারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি উইকেটের মালিক।
অ্যান্ডারসন না খেলায় ইংলিশদের পেস বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন স্টুয়ার্ট ব্রড। দারুণ ছন্দে থাকা ওলি রবিনসনও থাকছেন একাদশে। সে ক্ষেত্রে মার্ক উড ও ক্রিস ওকসদের মধ্য থেকে একজনকে একাদশে রাখবে ম্যানেজমেন্ট। স্পিনার হিসেবে থাকবেন জ্যাক লিচ।
বয়সটা তাহলে জোরেশোরেই থাবা বসাতে শুরু করেছে জিমি অ্যান্ডারসনের ক্যারিয়ারে!
একটা সময় অ্যান্ডারসনকে ছাড়া ইংল্যান্ডের টেস্ট দল ভাবাই যেত না। সময়ের বাঁক বদলে সেই অ্যান্ডারসনই এখন ব্রাত্য। তারকা ফাস্ট বোলারকে বাদ দিয়ে মহামর্যাদার অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের দল দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী সকালে ব্রিসবেনের গ্যাবায় শুরু হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের প্রথম টেস্ট।
ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো বলছে, ইচ্ছে করে নয়; বরং কাফ মাসলের (পায়ের গুল) চোটের কারণে অ্যান্ডারসনকে ব্রিসবেন টেস্টে রাখা হয়নি। ৪০ ছুঁই ছুঁই অ্যান্ডারসনের এই সমস্যা নতুন নয়। ২০১৯ সালেও একই চোটে ভুগেছিলেন তিনি।
ইসিবির বিশ্বাস, অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে শতভাগ ফিট হয়ে ফিরবেন অ্যান্ডারসন। এর আগে কনুইয়ের চোটে জোফরা আর্চার ও পিঠে অস্ত্রোপচারের কারণে ইংল্যান্ডের অ্যাশেজের দল থেকে ছিটকে গেছেন ওলি স্টোন।
এক বিবৃতিতে ইসিবি আজ জানিয়েছে, অতিরিক্ত ক্রিকেটের বোঝা কমাতেই অ্যান্ডারসনকে বিশ্রামে রাখছে তারা, ‘ছয় সপ্তাহের মধ্যে পাঁচটি টেস্ট খেলতে হবে। ম্যানেজমেন্ট ও অ্যান্ডারসন দুই পক্ষই মনে করে, ঝুঁকি নিয়ে খেলা ঠিক হবে না।’
বিদেশি ক্রিকেটারদের মধ্যে ব্রিসবেনের গ্যাবায় যৌথ সর্বোচ্চ পাঁচটি টেস্ট খেলার রেকর্ড আছে অ্যান্ডারসনের। ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালশ ও নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরিও একই ভেন্যুতে খেলেছেন সমানসংখ্যক টেস্ট। আগামীকাল একাদশে থাকলেই রেকর্ডটা এককভাবে নিজের করে নিতেন অ্যান্ডারসন। কিন্তু চোট তা হতে দিল না।
গ্যাবায় অবশ্য অ্যান্ডারসনের রেকর্ড হতাশ করার মতো। এই ভেন্যুতে ৭৫.১৪ গড়ে মাত্র ৭ উইকেট নিয়েছেন পেসারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি উইকেটের মালিক।
অ্যান্ডারসন না খেলায় ইংলিশদের পেস বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন স্টুয়ার্ট ব্রড। দারুণ ছন্দে থাকা ওলি রবিনসনও থাকছেন একাদশে। সে ক্ষেত্রে মার্ক উড ও ক্রিস ওকসদের মধ্য থেকে একজনকে একাদশে রাখবে ম্যানেজমেন্ট। স্পিনার হিসেবে থাকবেন জ্যাক লিচ।
খেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
১৬ মিনিট আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
১ ঘণ্টা আগেসিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
২ ঘণ্টা আগে