ক্রীড়া ডেস্ক
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটা ভালো কাটছে না বাংলাদেশের। মিরপুর থেকে চট্টগ্রাম ভেন্যু বদলালেও বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের চিত্রটা থেকে যাচ্ছে একই। সেই সিরিজের মাঝে মেহেদী হাসান মিরাজকে সুখবর দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
চট্টগ্রামে আজ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। এই দ্বিতীয় দিনের খেলা চলার সময়ই আইসিসি হালনাগাদ করেছে সাপ্তাহিক র্যাঙ্কিং। সেখানে দেখা গেছে, টেস্টে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন মিরাজ। বাংলাদেশের অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ২৯৪। চট্টগ্রামে এখনো কোনো উইকেট না পেলেও মিরপুরে তিনি পেয়েছিলেন ২ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৯৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন মিরাজ। সপ্তম উইকেটে জাকের আলী অনিকের সঙ্গে মিরাজ ১৩২ রানের জুটি গড়তে অবদান রেখেছিলেন। যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি।
মিরাজের সুখবরের দিনে দুঃসংবাদ পেয়েছেন সাকিব আল হাসান। এক ধাপ পিছিয়ে টেস্টে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে চারে নেমে গেছেন সাকিব। মিরাজের মতো সুসংবাদ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদাও। ৩ ধাপ এগিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন রাবাদা। দক্ষিণ আফ্রিকার পেসারের রেটিং পয়েন্ট ৮৬০। মিরপুরে সিরিজের প্রথম টেস্টে তিনি পেয়েছিলেন ৯ উইকেট। যার মধ্যে ৬টিই পেয়েছিলেন দ্বিতীয় ইনিংসে। টেস্টে এক ইনিংসে ১৫ বার নিয়েছেন ৫ উইকেট। ক্রিকেটের রাজকীয় সংস্করণে প্রোটিয়া এই পেসারের উইকেট ৩০৮। চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকা দুই দিন ধরে ব্যাটিং করায় বোলিংয়ে এখনো নামতে পারেননি রাবাদা।
রাবাদা শীর্ষে ওঠায় সিংহাসন হারিয়েছেন জসপ্রীত বুমরা। ২ ধাপ পিছিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে তিনে নেমে গেছেন বুমরা। ভারতীয় এই পেসারের রেটিং ৮৪৬। এই সুযোগে জশ হ্যাজলউড এক ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছেন। বোলারদের র্যাঙ্কিংয়ে দুইয়ে ওঠা হ্যাজলউডের রেটিং ৮৪৭। অন্যদিকে ইংল্যান্ডকে কাঁপিয়ে বড় লাফ দিলেন নোমান আলী। টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠে এসেছেন নোমান। সদ্য সমাপ্ত পাকিস্তান-ইংল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ ২০ উইকেট নিয়েছিলেন মিরাজ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটা ভালো কাটছে না বাংলাদেশের। মিরপুর থেকে চট্টগ্রাম ভেন্যু বদলালেও বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের চিত্রটা থেকে যাচ্ছে একই। সেই সিরিজের মাঝে মেহেদী হাসান মিরাজকে সুখবর দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
চট্টগ্রামে আজ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। এই দ্বিতীয় দিনের খেলা চলার সময়ই আইসিসি হালনাগাদ করেছে সাপ্তাহিক র্যাঙ্কিং। সেখানে দেখা গেছে, টেস্টে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন মিরাজ। বাংলাদেশের অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ২৯৪। চট্টগ্রামে এখনো কোনো উইকেট না পেলেও মিরপুরে তিনি পেয়েছিলেন ২ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৯৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন মিরাজ। সপ্তম উইকেটে জাকের আলী অনিকের সঙ্গে মিরাজ ১৩২ রানের জুটি গড়তে অবদান রেখেছিলেন। যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি।
মিরাজের সুখবরের দিনে দুঃসংবাদ পেয়েছেন সাকিব আল হাসান। এক ধাপ পিছিয়ে টেস্টে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে চারে নেমে গেছেন সাকিব। মিরাজের মতো সুসংবাদ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদাও। ৩ ধাপ এগিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন রাবাদা। দক্ষিণ আফ্রিকার পেসারের রেটিং পয়েন্ট ৮৬০। মিরপুরে সিরিজের প্রথম টেস্টে তিনি পেয়েছিলেন ৯ উইকেট। যার মধ্যে ৬টিই পেয়েছিলেন দ্বিতীয় ইনিংসে। টেস্টে এক ইনিংসে ১৫ বার নিয়েছেন ৫ উইকেট। ক্রিকেটের রাজকীয় সংস্করণে প্রোটিয়া এই পেসারের উইকেট ৩০৮। চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকা দুই দিন ধরে ব্যাটিং করায় বোলিংয়ে এখনো নামতে পারেননি রাবাদা।
রাবাদা শীর্ষে ওঠায় সিংহাসন হারিয়েছেন জসপ্রীত বুমরা। ২ ধাপ পিছিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে তিনে নেমে গেছেন বুমরা। ভারতীয় এই পেসারের রেটিং ৮৪৬। এই সুযোগে জশ হ্যাজলউড এক ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছেন। বোলারদের র্যাঙ্কিংয়ে দুইয়ে ওঠা হ্যাজলউডের রেটিং ৮৪৭। অন্যদিকে ইংল্যান্ডকে কাঁপিয়ে বড় লাফ দিলেন নোমান আলী। টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠে এসেছেন নোমান। সদ্য সমাপ্ত পাকিস্তান-ইংল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ ২০ উইকেট নিয়েছিলেন মিরাজ।
এই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১২ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৫ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ১৬ রান। দুইবার মেরেছিলেন ডাক। সেই ব্যর্থতার ঝাল ঝাড়লেন অন্য সংস্করণ টি-টোয়েন্টিতে। ব্রিসবেনের গ্যাবায় আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপর চালালেন তাণ্ডব। ম্যাক্সওয়েলের তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফ
১৫ ঘণ্টা আগে