ক্রীড়া ডেস্ক
আইপিএলে স্বপ্নের মতো সময় কাটাচ্ছেন সুনীল নারাইনের। ব্যাটে-বলে অবিশ্বাস্য ছন্দে আছেন তিনি। এতটাই যে সবশেষ পাঁচ আইপিএলের মোট রানের চেয়েও এবার অনেক বেশি রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার।
এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে এবার রান করেছেন ৪৬১। যা আইপিএল ক্যারিয়ারে এক টুর্নামেন্টে নারাইনের সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল ২০১৮ আইপিএলে, ৩৫৭ রান। তবে সবশেষ পাঁচ আইপিএলে তাঁর রান ছিল যথাক্রমে ২১, ৭১, ৬২, ১২১ ও ১৪৩। যা যোগ করলে হয় ৪১৮ রান। অর্থাৎ, আগের পাঁচ টুর্নামেন্টের চেয়ে এখন পর্যন্ত ৪৩ রান বেশি করেছেন তিনি।
গতকাল মুম্বাই ইন্ডিয়ানসকে ১৮ রানে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স প্লে অফ নিশ্চিত করায় এখনো কমপক্ষে তিন ম্যাচ ব্যাটিংয়ের সুযোগ পাবেন নারাইন। তাই মোট রান যে আরও বাড়বে তা না বললেও চলে। আর বল হাতে এখন পর্যন্ত উইকেট নিয়েছেন ১৫টি।
এবারের আইপিএলে প্রথম দল হিসেবে কলকাতা প্লে অফ নিশ্চিত করার রাতে বিব্রতকর এক রেকর্ড গড়েছেন নারাইন। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ৪৪ বার ডাক মেরেছেন তিনি। গতকালের আগে ৪৩ ডাক নিয়ে যৌথভাবে অ্যালেক্স হেলসের সঙ্গে শীর্ষে ছিলেন ৩৫ বছর বয়সী রহস্যময় বোলার। ৪২ বার ডাক মেরে তিনে আছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান।
ইডেন গার্ডেনসে গতকাল নারাইনকে এই বিব্রতকর রেকর্ডের একক মালিকের তিক্ত স্বাদ দিয়েছেন জাসপ্রিত বুমরা। ইনিংসের দ্বিতীয় ওভার করতে এসে প্রথম বলেই স্ট্যাম্পের বাত্তি জ্বালিয়ে দেন ভারতীয় পেসার। বুমরা এমনই দুর্দান্ত এক ইয়র্কার করেছেন যে ব্যাট বসানোরও সুযোগ পাননি নারাইন। শুধু চেয়ে চেয়ে দেখেছেন নিজের উইকেটের বাত্তি জ্বলা।
আইপিএলে স্বপ্নের মতো সময় কাটাচ্ছেন সুনীল নারাইনের। ব্যাটে-বলে অবিশ্বাস্য ছন্দে আছেন তিনি। এতটাই যে সবশেষ পাঁচ আইপিএলের মোট রানের চেয়েও এবার অনেক বেশি রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার।
এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে এবার রান করেছেন ৪৬১। যা আইপিএল ক্যারিয়ারে এক টুর্নামেন্টে নারাইনের সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল ২০১৮ আইপিএলে, ৩৫৭ রান। তবে সবশেষ পাঁচ আইপিএলে তাঁর রান ছিল যথাক্রমে ২১, ৭১, ৬২, ১২১ ও ১৪৩। যা যোগ করলে হয় ৪১৮ রান। অর্থাৎ, আগের পাঁচ টুর্নামেন্টের চেয়ে এখন পর্যন্ত ৪৩ রান বেশি করেছেন তিনি।
গতকাল মুম্বাই ইন্ডিয়ানসকে ১৮ রানে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স প্লে অফ নিশ্চিত করায় এখনো কমপক্ষে তিন ম্যাচ ব্যাটিংয়ের সুযোগ পাবেন নারাইন। তাই মোট রান যে আরও বাড়বে তা না বললেও চলে। আর বল হাতে এখন পর্যন্ত উইকেট নিয়েছেন ১৫টি।
এবারের আইপিএলে প্রথম দল হিসেবে কলকাতা প্লে অফ নিশ্চিত করার রাতে বিব্রতকর এক রেকর্ড গড়েছেন নারাইন। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ৪৪ বার ডাক মেরেছেন তিনি। গতকালের আগে ৪৩ ডাক নিয়ে যৌথভাবে অ্যালেক্স হেলসের সঙ্গে শীর্ষে ছিলেন ৩৫ বছর বয়সী রহস্যময় বোলার। ৪২ বার ডাক মেরে তিনে আছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান।
ইডেন গার্ডেনসে গতকাল নারাইনকে এই বিব্রতকর রেকর্ডের একক মালিকের তিক্ত স্বাদ দিয়েছেন জাসপ্রিত বুমরা। ইনিংসের দ্বিতীয় ওভার করতে এসে প্রথম বলেই স্ট্যাম্পের বাত্তি জ্বালিয়ে দেন ভারতীয় পেসার। বুমরা এমনই দুর্দান্ত এক ইয়র্কার করেছেন যে ব্যাট বসানোরও সুযোগ পাননি নারাইন। শুধু চেয়ে চেয়ে দেখেছেন নিজের উইকেটের বাত্তি জ্বলা।
খেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২৮ মিনিট আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
১ ঘণ্টা আগেসিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
২ ঘণ্টা আগে