ক্রীড়া ডেস্ক
রেকর্ড গড়া হয় রেকর্ড ভাঙার জন্যই—বহু ক্লিশে এ কথা ক্রীড়াঙ্গনে শোনা যায় বারবার। বিশেষ করে, এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ যা শুরু করেছে, তাতে এমন কথা চলে আসছে বারবার। টি-টোয়েন্টি ক্রিকেট খেলছে তারা ভিডিও গেমসের মতো। প্রতিপক্ষ দলগুলো পাল্লা দিলেও পেরে উঠছে না।
বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-হায়দরাবাদ ম্যাচে হয়েছে রানের বন্যা। ঝোড়ো ব্যাটিংয়ে ওলটপালট হয়েছে রেকর্ড বইয়ের পাতা। প্রথমে ব্যাটিং পেয়ে হায়দরাবাদ করেছে ৩ উইকেটে ২৮৭ রান। আইপিএল ইতিহাসে এটাই সর্বোচ্চ দলীয় স্কোর। ১৯ দিনের মধ্যে নিজেদের করা ২৭৭ রানের রেকর্ড টপকে গেল হায়দারাবাদ। হায়দরাবাদের রেকর্ডের রাতে তাণ্ডব চালিয়েছেন বিরাট কোহলি-ফাফ ডু প্লেসি-দিনেশ কার্তিকরা। ২৮৮ রানের জবাব দিতে নেমে তাঁরা থেমেছেন ২৬২ রানে। বেঙ্গালুরুর ২৫ রানে হারা ম্যাচটিতে রান হয়েছে ৫৪৯। স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ম্যাচে এটাই সর্বোচ্চ রান।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, আন্তর্জাতিক টি-টোয়েন্টি—সব মিলে স্বীকৃত টি-টোয়েন্টিতে হায়দরাবাদের চেয়ে দলীয় সর্বোচ্চ স্কোর আছে কেবল একটিই। হাংঝুতে গত বছর এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে নেপাল করেছে ৩ উইকেটে ৩১৪ রান। এবারের আইপিএলে যেভাবে রানের বন্যা বয়ে যাচ্ছে, নেপালের রেকর্ড ভেঙে গেলেও অবাক হওয়ার কিছুই থাকবে না।
বাউন্ডারির রেকর্ডও হয়েছে গত রাতে চিন্নস্বামী স্টেডিয়ামে। ৫৪৯ রানের ম্যাচে ৮১ বার বল সীমানাছাড়া হয়েছে। চার হয়েছে ৪৩টি ও ছক্কা ৩৮টি। স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ম্যাচে এটা যৌথভাবে সর্বোচ্চ বাউন্ডারির রেকর্ড। ২০২৩ সালে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচেও হয়েছে ৮১ বাউন্ডারি। সেই ম্যাচে হয়েছে ৩৫ ছক্কা ও ৪৬ চার।
চিন্নস্বামীতে গত রাতে ৩৮ ছক্কার মধ্যে হায়দরাবাদ মেরেছে ২২ ছক্কা। আইপিএলে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এটি। এখানেও হায়দরাবাদ ভেঙেছে কোহলিদের বহু পুরোনো এক রেকর্ড। ২০১৩ আইপিএলে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে আরসিবি মেরেছিল ২১ ছক্কা।
স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ পাঁচ রান
রান ম্যাচ ভেন্যু সাল
৫৪৯ হায়দরাবাদ-বেঙ্গালুরু বেঙ্গালুরু ২০২৪
৫২৩ হায়দরাবাদ-মুম্বাই হায়দরাবাদ ২০২৪
৫১৭ ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা সেঞ্চুরিয়ন ২০২৩
৫১৫ মুলতান-কোয়েটা রাওয়ালপিন্ডি ২০২৩
৫০৬ সারে-মিডলসেক্স দ্য ওভাল ২০২৩
স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ বাউন্ডারির তিন ম্যাচ
বাউন্ডারি ম্যাচ ভেন্যু সাল
৮১ (৪৩ চার ও ৩৮ ছক্কা) হায়দরাবাদ-বেঙ্গালুরু বেঙ্গালুরু ২০২৪
৮১ (৪৬ চার ও ৩৫ ছক্কা) ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা সেঞ্চুরিয়ন ২০২৩
৭৮ (৪৫ চার ও ৩৩ ছক্কা) মুলতান-কোয়েটা রাওয়ালপিন্ডি ২০২৩
রেকর্ড গড়া হয় রেকর্ড ভাঙার জন্যই—বহু ক্লিশে এ কথা ক্রীড়াঙ্গনে শোনা যায় বারবার। বিশেষ করে, এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ যা শুরু করেছে, তাতে এমন কথা চলে আসছে বারবার। টি-টোয়েন্টি ক্রিকেট খেলছে তারা ভিডিও গেমসের মতো। প্রতিপক্ষ দলগুলো পাল্লা দিলেও পেরে উঠছে না।
বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-হায়দরাবাদ ম্যাচে হয়েছে রানের বন্যা। ঝোড়ো ব্যাটিংয়ে ওলটপালট হয়েছে রেকর্ড বইয়ের পাতা। প্রথমে ব্যাটিং পেয়ে হায়দরাবাদ করেছে ৩ উইকেটে ২৮৭ রান। আইপিএল ইতিহাসে এটাই সর্বোচ্চ দলীয় স্কোর। ১৯ দিনের মধ্যে নিজেদের করা ২৭৭ রানের রেকর্ড টপকে গেল হায়দারাবাদ। হায়দরাবাদের রেকর্ডের রাতে তাণ্ডব চালিয়েছেন বিরাট কোহলি-ফাফ ডু প্লেসি-দিনেশ কার্তিকরা। ২৮৮ রানের জবাব দিতে নেমে তাঁরা থেমেছেন ২৬২ রানে। বেঙ্গালুরুর ২৫ রানে হারা ম্যাচটিতে রান হয়েছে ৫৪৯। স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ম্যাচে এটাই সর্বোচ্চ রান।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, আন্তর্জাতিক টি-টোয়েন্টি—সব মিলে স্বীকৃত টি-টোয়েন্টিতে হায়দরাবাদের চেয়ে দলীয় সর্বোচ্চ স্কোর আছে কেবল একটিই। হাংঝুতে গত বছর এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে নেপাল করেছে ৩ উইকেটে ৩১৪ রান। এবারের আইপিএলে যেভাবে রানের বন্যা বয়ে যাচ্ছে, নেপালের রেকর্ড ভেঙে গেলেও অবাক হওয়ার কিছুই থাকবে না।
বাউন্ডারির রেকর্ডও হয়েছে গত রাতে চিন্নস্বামী স্টেডিয়ামে। ৫৪৯ রানের ম্যাচে ৮১ বার বল সীমানাছাড়া হয়েছে। চার হয়েছে ৪৩টি ও ছক্কা ৩৮টি। স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ম্যাচে এটা যৌথভাবে সর্বোচ্চ বাউন্ডারির রেকর্ড। ২০২৩ সালে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচেও হয়েছে ৮১ বাউন্ডারি। সেই ম্যাচে হয়েছে ৩৫ ছক্কা ও ৪৬ চার।
চিন্নস্বামীতে গত রাতে ৩৮ ছক্কার মধ্যে হায়দরাবাদ মেরেছে ২২ ছক্কা। আইপিএলে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এটি। এখানেও হায়দরাবাদ ভেঙেছে কোহলিদের বহু পুরোনো এক রেকর্ড। ২০১৩ আইপিএলে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে আরসিবি মেরেছিল ২১ ছক্কা।
স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ পাঁচ রান
রান ম্যাচ ভেন্যু সাল
৫৪৯ হায়দরাবাদ-বেঙ্গালুরু বেঙ্গালুরু ২০২৪
৫২৩ হায়দরাবাদ-মুম্বাই হায়দরাবাদ ২০২৪
৫১৭ ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা সেঞ্চুরিয়ন ২০২৩
৫১৫ মুলতান-কোয়েটা রাওয়ালপিন্ডি ২০২৩
৫০৬ সারে-মিডলসেক্স দ্য ওভাল ২০২৩
স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ বাউন্ডারির তিন ম্যাচ
বাউন্ডারি ম্যাচ ভেন্যু সাল
৮১ (৪৩ চার ও ৩৮ ছক্কা) হায়দরাবাদ-বেঙ্গালুরু বেঙ্গালুরু ২০২৪
৮১ (৪৬ চার ও ৩৫ ছক্কা) ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা সেঞ্চুরিয়ন ২০২৩
৭৮ (৪৫ চার ও ৩৩ ছক্কা) মুলতান-কোয়েটা রাওয়ালপিন্ডি ২০২৩
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
৩ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
৪ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৬ ঘণ্টা আগে