ক্রীড়া ডেস্ক
৬৪ রানে ৫ উইকেট—সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজ ব্রিসবেন টেস্টের প্রথম দিন পার করেছে ২৬৬ রান নিয়ে। উইকেট পড়েছে ৮ টি। খেলেছে প্রায় ৯০ (৮৯.৪) ওভারই। বলতে গেলে, গ্যাবায় টেস্ট ক্রিকেটের বিশুদ্ধ বিনোদনই পাওয়া গেছে।
ক্যারিবীয়দের বড় ধাক্কা থেকে বাঁচিয়েছেন দুই মিডল অর্ডার ব্যাটার কাভেম হজ ও উইকেটরক্ষক জশুয়া ডি সিলভার প্রতিরোধ। ষষ্ঠ উইকেটে দুজনে গড়েন ১৪৯ রানের জুটি, খেলেছেন ৩১২ বল। অজিদের বিপক্ষে টেস্টে উইন্ডিজের ষষ্ঠ উইকেটে এটি অষ্টম সর্বোচ্চ রানের জুটি।
সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুরই আভাস দিয়েছিল সফরকারীরা। স্কোরবোর্ডে খুব বেশি রান জমা না করলেও দুই পেসার মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডকে বেশ সামলে রেখেছিলেন ক্রেইগ ব্রাথওয়েট ও তেজনারায়ণ চন্দরপল। তবে এই ওপেনিং জুটি এগোতে পারেনি বেশি দূর। ইনিংসের অষ্টম ওভারে হ্যাজলউডের বলে ফিরে যান ব্রাথওয়েট (৪)।
ওপেনার-অধিনায়কের ফেরার পরপরই পতন শুরু উইন্ডিজের। স্টার্কের তোপে মুহূর্তেই ছন্নছাড়া তারা। সেটিও মধ্যাহ্নবিরতির আগে। ৪ উইকেট নিয়ে দিনের সেরা বোলার অজি পেসারই। বিরতির পর ফিরেই প্রতিরোধ গড়েন হজ-ডি সিলভা। সেই জুটি ভাঙে তৃতীয় সেশনে। দলীয় ২১৩ রানে নাথান লায়নের এলবিডব্লুর ফাঁদে পড়া ডি সিলভা ১৫৭ বলে ফেরেন ৭৯ রানে। তার সঙ্গে ১২ রান যোগ হতেই স্টার্কের চতুর্থ শিকার হজ (১৯৪ বলে ৭১ রান)।
দিনের শেষ উইকেট হিসেবে বিদায় নেন আলঝারি জোসেফ। তাঁর বিদায়ের পরপরই শেষ হয় প্রথম দিনের খেলা। আগামীকাল দ্বিতীয় দিন শুরু করবেন কেভিন সিনক্লেয়ার (১৬)। আজ গ্যাবায় সারা দিনে যে ৮ উইকেট পড়েছে, তার ৭টি পেয়েছেন পেসাররা।
এই টেস্ট দিয়ে বিদেশের মাটিতে লাল বলের ক্রিকেটে প্রথম ম্যাচ পরিচালনা করলেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত।
৬৪ রানে ৫ উইকেট—সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজ ব্রিসবেন টেস্টের প্রথম দিন পার করেছে ২৬৬ রান নিয়ে। উইকেট পড়েছে ৮ টি। খেলেছে প্রায় ৯০ (৮৯.৪) ওভারই। বলতে গেলে, গ্যাবায় টেস্ট ক্রিকেটের বিশুদ্ধ বিনোদনই পাওয়া গেছে।
ক্যারিবীয়দের বড় ধাক্কা থেকে বাঁচিয়েছেন দুই মিডল অর্ডার ব্যাটার কাভেম হজ ও উইকেটরক্ষক জশুয়া ডি সিলভার প্রতিরোধ। ষষ্ঠ উইকেটে দুজনে গড়েন ১৪৯ রানের জুটি, খেলেছেন ৩১২ বল। অজিদের বিপক্ষে টেস্টে উইন্ডিজের ষষ্ঠ উইকেটে এটি অষ্টম সর্বোচ্চ রানের জুটি।
সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুরই আভাস দিয়েছিল সফরকারীরা। স্কোরবোর্ডে খুব বেশি রান জমা না করলেও দুই পেসার মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডকে বেশ সামলে রেখেছিলেন ক্রেইগ ব্রাথওয়েট ও তেজনারায়ণ চন্দরপল। তবে এই ওপেনিং জুটি এগোতে পারেনি বেশি দূর। ইনিংসের অষ্টম ওভারে হ্যাজলউডের বলে ফিরে যান ব্রাথওয়েট (৪)।
ওপেনার-অধিনায়কের ফেরার পরপরই পতন শুরু উইন্ডিজের। স্টার্কের তোপে মুহূর্তেই ছন্নছাড়া তারা। সেটিও মধ্যাহ্নবিরতির আগে। ৪ উইকেট নিয়ে দিনের সেরা বোলার অজি পেসারই। বিরতির পর ফিরেই প্রতিরোধ গড়েন হজ-ডি সিলভা। সেই জুটি ভাঙে তৃতীয় সেশনে। দলীয় ২১৩ রানে নাথান লায়নের এলবিডব্লুর ফাঁদে পড়া ডি সিলভা ১৫৭ বলে ফেরেন ৭৯ রানে। তার সঙ্গে ১২ রান যোগ হতেই স্টার্কের চতুর্থ শিকার হজ (১৯৪ বলে ৭১ রান)।
দিনের শেষ উইকেট হিসেবে বিদায় নেন আলঝারি জোসেফ। তাঁর বিদায়ের পরপরই শেষ হয় প্রথম দিনের খেলা। আগামীকাল দ্বিতীয় দিন শুরু করবেন কেভিন সিনক্লেয়ার (১৬)। আজ গ্যাবায় সারা দিনে যে ৮ উইকেট পড়েছে, তার ৭টি পেয়েছেন পেসাররা।
এই টেস্ট দিয়ে বিদেশের মাটিতে লাল বলের ক্রিকেটে প্রথম ম্যাচ পরিচালনা করলেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত।
খেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২৭ মিনিট আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
১ ঘণ্টা আগেসিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
২ ঘণ্টা আগে