ক্রীড়া ডেস্ক
২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে উঠেও শিরোপা জেতা হয়নি রাজস্থান রয়্যালসের। তবে গত মৌসুমের রানার্সআপদের এবারের আইপিএলে শুরুটা হয়েছে দুর্দান্ত। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সানরাইজার্স হায়দরাবাদকে ৭২ রানে হারিয়েছে রাজস্থান।
২০৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই জোড়া ধাক্কা খায় হায়দরাবাদ। অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি-এই দুটো গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন ট্রেন্ট বোল্ট। জোড়া উইকেটের সঙ্গে মেইডেন দিয়েছেন বোল্ট। এরপর তৃতীয় উইকেটে প্রাথমিক ধাক্কা সামাল দেন মায়াঙ্ক আগারওয়াল ও হ্যারি ব্রুক। ৩৭ বলে ৩৪ রানের জুটি গড়েন আগারওয়াল ও ব্রুক। সপ্তম ওভারের শেষ বলে ব্রুককে বোল্ড করেন যুজভেন্দ্র চাহাল। হায়দরাবাদের ইনিংসে ভাঙন ধরা শুরু এখান থেকেই। হায়দরাবাদের স্কোর দাঁড়ায় ১৭.৫ ওভারে ৮ উইকেটে ৯৫ রান। শেষের দিকে উমরান মালিক ও আবদুল সামাদের ব্যাটিংয়ে পরাজয়ের ব্যবধান কমায় ভুবনেশ্বর কুমারের দল। ২০ ওভারে ৮ উইকেটে ১৩১ রানে থামে হায়দরাবাদের ইনিংস। ৩২ বলে ইনিংস সর্বোচ্চ ৩২ রান করেন আবদুল সামাদ। রাজস্থানের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন চাহাল।
ম্যাচসেরা হয়েছেন জস বাটলার। ২২ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৫৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেন বাটলার।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন হায়দরাবাদের অধিনায়ক ভুবনেশ্বর কুমার। বাটলার, সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল-এই তিন ব্যাটারের ঝোড়ো ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০৩ রান করে রাজস্থান। ৩২ বলে ইনিংস সর্বোচ্চ ৫৫ রান করেন স্যামসন। হায়দরাবাদের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন ফজলহক ফারুকি ও টি নটরাজন।
২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে উঠেও শিরোপা জেতা হয়নি রাজস্থান রয়্যালসের। তবে গত মৌসুমের রানার্সআপদের এবারের আইপিএলে শুরুটা হয়েছে দুর্দান্ত। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সানরাইজার্স হায়দরাবাদকে ৭২ রানে হারিয়েছে রাজস্থান।
২০৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই জোড়া ধাক্কা খায় হায়দরাবাদ। অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি-এই দুটো গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন ট্রেন্ট বোল্ট। জোড়া উইকেটের সঙ্গে মেইডেন দিয়েছেন বোল্ট। এরপর তৃতীয় উইকেটে প্রাথমিক ধাক্কা সামাল দেন মায়াঙ্ক আগারওয়াল ও হ্যারি ব্রুক। ৩৭ বলে ৩৪ রানের জুটি গড়েন আগারওয়াল ও ব্রুক। সপ্তম ওভারের শেষ বলে ব্রুককে বোল্ড করেন যুজভেন্দ্র চাহাল। হায়দরাবাদের ইনিংসে ভাঙন ধরা শুরু এখান থেকেই। হায়দরাবাদের স্কোর দাঁড়ায় ১৭.৫ ওভারে ৮ উইকেটে ৯৫ রান। শেষের দিকে উমরান মালিক ও আবদুল সামাদের ব্যাটিংয়ে পরাজয়ের ব্যবধান কমায় ভুবনেশ্বর কুমারের দল। ২০ ওভারে ৮ উইকেটে ১৩১ রানে থামে হায়দরাবাদের ইনিংস। ৩২ বলে ইনিংস সর্বোচ্চ ৩২ রান করেন আবদুল সামাদ। রাজস্থানের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন চাহাল।
ম্যাচসেরা হয়েছেন জস বাটলার। ২২ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৫৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেন বাটলার।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন হায়দরাবাদের অধিনায়ক ভুবনেশ্বর কুমার। বাটলার, সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল-এই তিন ব্যাটারের ঝোড়ো ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০৩ রান করে রাজস্থান। ৩২ বলে ইনিংস সর্বোচ্চ ৫৫ রান করেন স্যামসন। হায়দরাবাদের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন ফজলহক ফারুকি ও টি নটরাজন।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে সবচেয়ে বেশি খেলেছেন সাকিব আল হাসান। বিদেশ লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, তৌহিদ হৃদয়দেরও। এবার এই তালিকায় যুক্ত হচ্ছেন উদীয়মান পেসার তানজিম হাসান সাকিব।
১১ মিনিট আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
৩২ মিনিট আগেসিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
১ ঘণ্টা আগেভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
২ ঘণ্টা আগে