ক্রীড়া ডেস্ক
বল হাতে এক ওভারেই হ্যাটট্রিকসহ চার উইকেট নিয়েছেন ক্রিস জর্ডান। রান তাড়ায় ২১৮.৪২ স্ট্রাইকরেটে ৩৮ বলে হার না মানা ৮৩ রান করেছেন জস বাটলার। তবে দুজনের কেউই নন, ইংল্যান্ড-যুক্তরাষ্ট্রের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন আদিল রশিদ।
গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিয়েছেন আদিল, রান দেওয়ায় দেখিয়েছেন কিপ্টেমি। তাই ম্যাচসেরার পুরস্কার উঠেছে তাঁর হাতেই। তবে বার্বাডোজের কেনসিংটন ওভালে যুক্তরাষ্ট্রকে কম রানে আটকে দেওয়ার পেছনে সতীর্থ বোলারদের কৃতিত্ব দিলেন আদিল। ম্যাচ শেষে বললেন, ‘যুক্তরাষ্ট্রকে ১১৫ রানে থামাতে সব বোলারই দুর্দান্ত বোলিং করেছে, এটা খুবই স্বস্তিদায়ক। আঁটসাঁট বোলিং করে উইকেট পাওয়া এবং নতুন ব্যাটারকে উইকেটে আসতে দেখাটা সব সময়ই ভালো লাগার ব্যাপার।’
আদিল রশিদের আরও ভালো লাগার ব্যাপার, ইংলিশ বোলাররা বাতাসকে কাজে লাগিয়ে বল করেছেন।
তবে বোলারদের সাফল্যের পেছনে বাতাসের অবদানও দেখছেন আদিল।
আলাদা করে দুজনের নামও মুখে আনলেন আদিল রশিদ, ‘সি জে (ক্রিস জর্ডান) একজন ম্যাচ উইনার। বেশ কয়েক বছর ধরেই এটি করে যাচ্ছেন তিনি। আর জস (বাটলার) বিশ্বমানের খেলোয়াড়। এক বছর ধরেই ফর্মে আছেন তিনি। আশা করি, এটা সেমিফাইনালেও আমরা ধরে রাখতে পারব।’
বল হাতে এক ওভারেই হ্যাটট্রিকসহ চার উইকেট নিয়েছেন ক্রিস জর্ডান। রান তাড়ায় ২১৮.৪২ স্ট্রাইকরেটে ৩৮ বলে হার না মানা ৮৩ রান করেছেন জস বাটলার। তবে দুজনের কেউই নন, ইংল্যান্ড-যুক্তরাষ্ট্রের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন আদিল রশিদ।
গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিয়েছেন আদিল, রান দেওয়ায় দেখিয়েছেন কিপ্টেমি। তাই ম্যাচসেরার পুরস্কার উঠেছে তাঁর হাতেই। তবে বার্বাডোজের কেনসিংটন ওভালে যুক্তরাষ্ট্রকে কম রানে আটকে দেওয়ার পেছনে সতীর্থ বোলারদের কৃতিত্ব দিলেন আদিল। ম্যাচ শেষে বললেন, ‘যুক্তরাষ্ট্রকে ১১৫ রানে থামাতে সব বোলারই দুর্দান্ত বোলিং করেছে, এটা খুবই স্বস্তিদায়ক। আঁটসাঁট বোলিং করে উইকেট পাওয়া এবং নতুন ব্যাটারকে উইকেটে আসতে দেখাটা সব সময়ই ভালো লাগার ব্যাপার।’
আদিল রশিদের আরও ভালো লাগার ব্যাপার, ইংলিশ বোলাররা বাতাসকে কাজে লাগিয়ে বল করেছেন।
তবে বোলারদের সাফল্যের পেছনে বাতাসের অবদানও দেখছেন আদিল।
আলাদা করে দুজনের নামও মুখে আনলেন আদিল রশিদ, ‘সি জে (ক্রিস জর্ডান) একজন ম্যাচ উইনার। বেশ কয়েক বছর ধরেই এটি করে যাচ্ছেন তিনি। আর জস (বাটলার) বিশ্বমানের খেলোয়াড়। এক বছর ধরেই ফর্মে আছেন তিনি। আশা করি, এটা সেমিফাইনালেও আমরা ধরে রাখতে পারব।’
বার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
১ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
২ ঘণ্টা আগে