ক্রীড়া ডেস্ক
২০১৪ সালের পর থেকে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। এবারও দেশের মাটিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে হেরে আর একটা সিরিজ খোয়ানোর পথে ক্যারিবিয়ানরা। অবশ্য তিন ম্যাচ সিরিজে এখনো ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে তাদের। উইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরানও সেই সুযোগটা কাজে লাগাতে চান। এখান থেকেই তাঁর দল শক্তভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতবে বলে বিশ্বাস পুরানের।
দারুণ ছন্দে থেকে ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিল উইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজও জিতেছিল তারা। তবে ৫০ ওভারের ক্রিকেটে শুরুটা হয়েছে হার দিয়ে। মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুরান বলেছেন, ‘বাংলাদেশ ওয়ানডেতে বেশ কয়েকটি ম্যাচ জিতেছে আমাদের বিপক্ষে। এটা হতেই পারে। তবে আমাদের এখনো সিরিজ জয়ের সুযোগ আছে। বুধবার দ্বিতীয় ম্যাচ হবে। আমাদের নিশ্চিত করতে হবে যেন নিজেদের সেরাটা উপহার দিতে পারি। নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে এবং লড়াই করতে হবে।’
দলের ক্রিকেটারদের পরিশ্রম, নিবেদন ও লড়াইয়ের তাড়না দেখে মুগ্ধ পুরান। তাই প্রথম ওয়ানডেতে হারার পরও সিরিজ জেতার ব্যাপারে খুব আত্মবিশ্বাসী তিনি। ২৬ বছর বয়সী অধিনায়ক বলেছেন, ‘আমাদের দলটা এখনো তরুণ। ছেলেরা নিজেদের নিয়ে মাঠে কাজ করছে। তবে এখনো নিজেদের প্রমাণ করতে পারিনি। আমরা ম্যানেজমেন্ট, দর্শকসহ গণমাধ্যমকেও পাশে পাচ্ছি। আশা করছি খুব শিগগিরই ভালো দলে পরিণত হব।’
উইন্ডিজরা সর্বশেষ নয় ওয়ানডেতে বাংলাদেশের কাছে হেরেছে। আগামী বুধবার উইন্ডিজ দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে সিরিজ বাঁচানোর লক্ষ্যে।
২০১৪ সালের পর থেকে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। এবারও দেশের মাটিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে হেরে আর একটা সিরিজ খোয়ানোর পথে ক্যারিবিয়ানরা। অবশ্য তিন ম্যাচ সিরিজে এখনো ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে তাদের। উইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরানও সেই সুযোগটা কাজে লাগাতে চান। এখান থেকেই তাঁর দল শক্তভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতবে বলে বিশ্বাস পুরানের।
দারুণ ছন্দে থেকে ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিল উইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজও জিতেছিল তারা। তবে ৫০ ওভারের ক্রিকেটে শুরুটা হয়েছে হার দিয়ে। মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুরান বলেছেন, ‘বাংলাদেশ ওয়ানডেতে বেশ কয়েকটি ম্যাচ জিতেছে আমাদের বিপক্ষে। এটা হতেই পারে। তবে আমাদের এখনো সিরিজ জয়ের সুযোগ আছে। বুধবার দ্বিতীয় ম্যাচ হবে। আমাদের নিশ্চিত করতে হবে যেন নিজেদের সেরাটা উপহার দিতে পারি। নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে এবং লড়াই করতে হবে।’
দলের ক্রিকেটারদের পরিশ্রম, নিবেদন ও লড়াইয়ের তাড়না দেখে মুগ্ধ পুরান। তাই প্রথম ওয়ানডেতে হারার পরও সিরিজ জেতার ব্যাপারে খুব আত্মবিশ্বাসী তিনি। ২৬ বছর বয়সী অধিনায়ক বলেছেন, ‘আমাদের দলটা এখনো তরুণ। ছেলেরা নিজেদের নিয়ে মাঠে কাজ করছে। তবে এখনো নিজেদের প্রমাণ করতে পারিনি। আমরা ম্যানেজমেন্ট, দর্শকসহ গণমাধ্যমকেও পাশে পাচ্ছি। আশা করছি খুব শিগগিরই ভালো দলে পরিণত হব।’
উইন্ডিজরা সর্বশেষ নয় ওয়ানডেতে বাংলাদেশের কাছে হেরেছে। আগামী বুধবার উইন্ডিজ দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে সিরিজ বাঁচানোর লক্ষ্যে।
বার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৩৫ মিনিট আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
২ ঘণ্টা আগে