ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছেন মোহাম্মদ শামি। তাঁর দুর্দান্ত বোলিংয়ে ১২ বছর পর ফাইনালে উঠেছে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ তাই আহমেদাবাদের ফাইনালে খেলার দেখার কথা ছিল তাঁর মা আঞ্জুম আরার।
পরিবারের অন্য সদস্যেদের সঙ্গে গ্যালারিতে বসে খেলা দেখার কথা ছিল আঞ্জুমের। কিন্তু সকালে হঠাৎ করেই অসুস্থ হওয়ায় ছেলের খেলা দেখতে আসা হয়নি তাঁর। কয়েক দিন ধরেই দুশ্চিন্তায় ভোগা শামির মা আজ সকালে বেশি অসুস্থবোধ করলে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় আছেন বলে জানা গেছে।
এতে করে ফাইনালে শামির লড়াইটা আর দেখা হলো না ভারতীয় পেসারের মায়ের। আহমেদাবাদের গ্যালারিতে মায়ের সমর্থন না পেলেও বড় ভাই হাসিব ও তাঁর পরিবারের সমর্থন পেয়েছেন শামি। তবে সেই সমর্থন খুব একটা কাজে দেয়নি তাঁর।
ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে প্রায় ধরাশায়ীর পথে যে ভারত। টস হেরে ব্যাটিংয়ে নেমে ২৪১ রানের লক্ষ্য দিয়েছে ভারত। তবে সেই রান তাড়া করতে নেমে জয়ের পথে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অবশ্য আজও প্রতিপক্ষকে শুরুতেই ধাক্কা দিয়েছিলেন শামি। ডেডিভ ওয়ার্নারকে ৭ রানে ফিরিয়ে। পরে তাঁর সঙ্গে যোগ দেন জোড়া উইকেট নেওয়া জাসপ্রীত বুমরা।
৪৭ রানে ৩ উইকেট হারানো অস্ট্রেলিয়া পরে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে। পাঁচে নামা মারনাস লাবুশানেকে নিয়ে ১২৩ রানের জুটি গড়ে ভারতের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিয়েছেন ট্রাভিস হেড। প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ১৭০ রান। লাবুশানের ৩৯ রানের বিপরীতে হেড ৮৭ রানে অপরাজিত। এতে করে ২৪ উইকেট নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি শামির লড়াইটা বিফলে যাওয়ার পথে।
বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছেন মোহাম্মদ শামি। তাঁর দুর্দান্ত বোলিংয়ে ১২ বছর পর ফাইনালে উঠেছে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ তাই আহমেদাবাদের ফাইনালে খেলার দেখার কথা ছিল তাঁর মা আঞ্জুম আরার।
পরিবারের অন্য সদস্যেদের সঙ্গে গ্যালারিতে বসে খেলা দেখার কথা ছিল আঞ্জুমের। কিন্তু সকালে হঠাৎ করেই অসুস্থ হওয়ায় ছেলের খেলা দেখতে আসা হয়নি তাঁর। কয়েক দিন ধরেই দুশ্চিন্তায় ভোগা শামির মা আজ সকালে বেশি অসুস্থবোধ করলে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় আছেন বলে জানা গেছে।
এতে করে ফাইনালে শামির লড়াইটা আর দেখা হলো না ভারতীয় পেসারের মায়ের। আহমেদাবাদের গ্যালারিতে মায়ের সমর্থন না পেলেও বড় ভাই হাসিব ও তাঁর পরিবারের সমর্থন পেয়েছেন শামি। তবে সেই সমর্থন খুব একটা কাজে দেয়নি তাঁর।
ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে প্রায় ধরাশায়ীর পথে যে ভারত। টস হেরে ব্যাটিংয়ে নেমে ২৪১ রানের লক্ষ্য দিয়েছে ভারত। তবে সেই রান তাড়া করতে নেমে জয়ের পথে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অবশ্য আজও প্রতিপক্ষকে শুরুতেই ধাক্কা দিয়েছিলেন শামি। ডেডিভ ওয়ার্নারকে ৭ রানে ফিরিয়ে। পরে তাঁর সঙ্গে যোগ দেন জোড়া উইকেট নেওয়া জাসপ্রীত বুমরা।
৪৭ রানে ৩ উইকেট হারানো অস্ট্রেলিয়া পরে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে। পাঁচে নামা মারনাস লাবুশানেকে নিয়ে ১২৩ রানের জুটি গড়ে ভারতের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিয়েছেন ট্রাভিস হেড। প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ১৭০ রান। লাবুশানের ৩৯ রানের বিপরীতে হেড ৮৭ রানে অপরাজিত। এতে করে ২৪ উইকেট নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি শামির লড়াইটা বিফলে যাওয়ার পথে।
সার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
৬ মিনিট আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৩৭ মিনিট আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
২ ঘণ্টা আগে