ক্রীড়া ডেস্ক
সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার ‘এ’ দলের মেয়েদের কাছে ১৯ রানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টিতে ইতিমধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে জাতীয় দলের খেলোয়াড়দের নিয়েও শ্রীলঙ্কান ‘এ’ দলের কাছে হার, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কিছুটা অস্বস্তিও যেন যোগ করছে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখেই, বাংলাদেশ ‘এ’ দলের হয়ে জাতীয় দলের ক্রিকেটাররা গিয়েছেন শ্রীলঙ্কা সফরে। লঙ্কান ‘এ’ দলের বিপক্ষে যেমন দাপট দেখানোর সুযোগ ছিল, সেভাবে পারফরম করতে পারেননি তাঁরা। তৃতীয় টি-টোয়েন্টিতেও কোনোরকম জিতেছিলেন নিগার সুলতানা জ্যোতিরা।
থুর্স্টানে আজ চতুর্থ টি-টোয়েন্টিতে একরকম অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। টস জিতে লঙ্কানদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অন্তর্বর্তী অধিনায়ক নাহিদা আক্তার। শুরুর ব্যাটিং বিপর্যয় সামলে সাথিয়া সন্দীপানি ও পিউমি ওতাসালাদের দারুণ ব্যাটিংয়ে ৫ উইকেটে ১২৪ রান তোলে শ্রীলঙ্কা ‘এ’ দল। ১২৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৯.৩ ওভারে ১০৫ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
জ্যোতি, সাথী রাণী ও নিয়মিত অধিনায়ক রাবেয়া খানকে চতুর্থ টি-টোয়েন্টি থেকে দেওয়া হয় বিশ্রাম। ১২৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৬ ওভারে ২১ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে শামীমা সুলতানা ও তাজ নেহার বিপর্যয় সামলানো চেষ্টা করেন। শামীমা আউট হলে ৩৫ রানে ভেঙে যায় তাঁদের জুটি।
৪১ বলে ৩৮ রান আসে শামীমার ব্যাট থেকে। তারপর ফেরেন নেহারও (১৫)। ৬ নম্বরে ব্যাটিংয়ে নেমে দ্রুত রান তোলার চেষ্টা করেন স্বর্ণা আক্তার। ১৯ বলে ২৮ রান করে তারুনা সেহানির বলে ফেরেন স্বর্ণা। এ ছাড়া বাকি ৮ ব্যাটার দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে পারেননি।
বল আগেই থেমে যায় বাংলাদেশ ‘এ’ দলের মেয়েদের ইনিংস। শ্রীলঙ্কার চেতনা ভিমুক্তি, নিমেশা মাদুশানি, সেহানি ডেওমি ভিহাঙ্গি দুটি করে উইকেট নিয়েছেন।
তার আগে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কার প্রথম চার ব্যাটার ফিরেছেন এক অঙ্কের ঘরে। পরের তিন ব্যাটার খেলেছেন দুর্দান্ত। সাথিয়া ৩৩ বলে ৪৬, পিউমি ২৯ বলে ২৯ ও মালশা সেহানি ১৪ বলে ২১ রান করেছেন। তাঁদের ব্যাটে চড়ে ১২৪ রান তোলে শ্রীলঙ্কা। বাংলাদেশের মারুফা আক্তার ও ফাহিমা খাতুন দুটি করে উইকেট নিয়েছেন।
সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার ‘এ’ দলের মেয়েদের কাছে ১৯ রানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টিতে ইতিমধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে জাতীয় দলের খেলোয়াড়দের নিয়েও শ্রীলঙ্কান ‘এ’ দলের কাছে হার, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কিছুটা অস্বস্তিও যেন যোগ করছে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখেই, বাংলাদেশ ‘এ’ দলের হয়ে জাতীয় দলের ক্রিকেটাররা গিয়েছেন শ্রীলঙ্কা সফরে। লঙ্কান ‘এ’ দলের বিপক্ষে যেমন দাপট দেখানোর সুযোগ ছিল, সেভাবে পারফরম করতে পারেননি তাঁরা। তৃতীয় টি-টোয়েন্টিতেও কোনোরকম জিতেছিলেন নিগার সুলতানা জ্যোতিরা।
থুর্স্টানে আজ চতুর্থ টি-টোয়েন্টিতে একরকম অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। টস জিতে লঙ্কানদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অন্তর্বর্তী অধিনায়ক নাহিদা আক্তার। শুরুর ব্যাটিং বিপর্যয় সামলে সাথিয়া সন্দীপানি ও পিউমি ওতাসালাদের দারুণ ব্যাটিংয়ে ৫ উইকেটে ১২৪ রান তোলে শ্রীলঙ্কা ‘এ’ দল। ১২৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৯.৩ ওভারে ১০৫ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
জ্যোতি, সাথী রাণী ও নিয়মিত অধিনায়ক রাবেয়া খানকে চতুর্থ টি-টোয়েন্টি থেকে দেওয়া হয় বিশ্রাম। ১২৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৬ ওভারে ২১ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে শামীমা সুলতানা ও তাজ নেহার বিপর্যয় সামলানো চেষ্টা করেন। শামীমা আউট হলে ৩৫ রানে ভেঙে যায় তাঁদের জুটি।
৪১ বলে ৩৮ রান আসে শামীমার ব্যাট থেকে। তারপর ফেরেন নেহারও (১৫)। ৬ নম্বরে ব্যাটিংয়ে নেমে দ্রুত রান তোলার চেষ্টা করেন স্বর্ণা আক্তার। ১৯ বলে ২৮ রান করে তারুনা সেহানির বলে ফেরেন স্বর্ণা। এ ছাড়া বাকি ৮ ব্যাটার দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে পারেননি।
বল আগেই থেমে যায় বাংলাদেশ ‘এ’ দলের মেয়েদের ইনিংস। শ্রীলঙ্কার চেতনা ভিমুক্তি, নিমেশা মাদুশানি, সেহানি ডেওমি ভিহাঙ্গি দুটি করে উইকেট নিয়েছেন।
তার আগে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কার প্রথম চার ব্যাটার ফিরেছেন এক অঙ্কের ঘরে। পরের তিন ব্যাটার খেলেছেন দুর্দান্ত। সাথিয়া ৩৩ বলে ৪৬, পিউমি ২৯ বলে ২৯ ও মালশা সেহানি ১৪ বলে ২১ রান করেছেন। তাঁদের ব্যাটে চড়ে ১২৪ রান তোলে শ্রীলঙ্কা। বাংলাদেশের মারুফা আক্তার ও ফাহিমা খাতুন দুটি করে উইকেট নিয়েছেন।
বার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
২২ মিনিট আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
১ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
২ ঘণ্টা আগে