ক্রীড়া ডেস্ক
ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজে চলছে রানের বন্যা। বিশাখাপত্তনম থেকে তিরুবনন্তপুরম-ভেন্যু যেখানেই হোক, সব ম্যাচেই দেখা যায় চার-ছক্কার ফুলঝুরি। পাল্লা দিয়ে হচ্ছে একের পর এক রেকর্ড।
তিরুবনন্তপুরমে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে গতকাল টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক ম্যাথু ওয়েড। প্রথমে ব্যাটিং পেয়ে ভারতীয় ব্যাটাররা তান্ডব চালিয়েছেন অস্ট্রেলিয়ার বোলারদের ওপর। যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড, ইশান কিষাণ-টপ অর্ডারের এই তিন ভারতীয় ব্যাটার করেছেন ৫৩,৫৮ ও ৫২ রান। তাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো ভারতের ব্যাটিং অর্ডারের প্রথম তিন ব্যাটার ফিফটি পেরিয়েছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০১৯ সালে অ্যাডিলেডে প্রথমবারের মতো এমন কীর্তি গড়েছিল অস্ট্রেলিয়া। লঙ্কানদের বিপক্ষে অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ১০০ রান করে অপরাজিত ছিলেন। আরেক ওপেনার অ্যারন ফিঞ্চ করেছিলেন ৬৪ রান। তিনে নেমে ম্যাক্সওয়েল খেলেন ৬২ রানের ইনিংস।
অস্ট্রেলিয়ার রেকর্ডে ভাগ বসানোর দিনে তাদেরকে অন্য এক রেকর্ডে ছাড়িয়ে গেছে ভারত। তিরুবনন্তপুরমে ৪ উইকেটে ২৩৫ রান করেছে ভারতীয়রা। যা ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টিতে প্রথম ইনিংসে সর্বোচ্চ দলীয় স্কোর। এর আগে গত বৃহস্পতিবার বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার ২০৮ রান ছিল দুই দলের মধ্যকার প্রথম ইনিংসের সর্বোচ্চ স্কোর। ভারত-অস্ট্রেলিয়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই দলের মোট রানের হিসেবেও এগিয়ে গতকাল তিরুবনন্তপুরমের ম্যাচ। ৪২৬ রান হয়েছে এই ম্যাচে। ভারতের দেওয়া ২৩৬ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ৯ উইকেটে ১৯১ রানে থেমে যায়। পেছনে পড়ে গেল গত বছরের মোহালির ৪১৯ রানের রেকর্ড। ভারত ৬ উইকেটে ২০৮ রান করার পর অস্ট্রেলিয়া করেছিল ৬ উইকেটে ২১১ রান।
ভারত-অস্ট্রেলিয়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ইনিংসে সর্বোচ্চ পাঁচ দলীয় স্কোর:
দল: ভারত; স্কোর: ২৩৫ /৪; ভেন্যু: তিরুবনন্তপুরম; ২০২৩
দল: অস্ট্রেলিয়া; স্কোর: ২০৮ /৩; ভেন্যু: বিশাখাপত্তনম; ২০২৩
দল: ভারত; স্কোর: ২০৮ /৬; ভেন্যু: মোহালি; ২০২২
দল: অস্ট্রেলিয়া; স্কোর: ২০১ /৭; ভেন্যু: রাজকোট; ২০১৩
দল: অস্ট্রেলিয়া; স্কোর: ১৯৭ /৫; ভেন্যু: সিডনি; ২০১৬
ভারত-অস্ট্রেলিয়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাচে সর্বোচ্চ মোট রান:
৪২৬; ভেন্যু: তিরুবনন্তপুরম; ২০২৩
৪১৯; ভেন্যু: মোহালি; ২০২২
৪১৭; ভেন্যু: বিশাখাপত্তনম; ২০২৩
৪০৩; ভেন্যু: রাজকোট; ২০১৩
৩৯৭; ভেন্যু: সিডনি; ২০১৬
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম তিন ব্যাটারের পঞ্চাশোর্ধ্ব ইনিংস:
দল: অস্ট্রেলিয়া; প্রতিপক্ষ: শ্রীলঙ্কা; ভেন্যু: অ্যাডিলেড; ২০১৯
দল: বারমুডা; প্রতিপক্ষ: বাহামাস; ভেন্যু: অ্যান্টিগা; ২০২১
দল: কানাডা; প্রতিপক্ষ: পানামা; ভেন্যু: অ্যান্টিগা; ২০২১
দল: বেলজিয়াম; প্রতিপক্ষ: মাল্টা; ভেন্যু: গেন্ট; ২০২২
দল: ভারত; প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া; ভেন্যু: তিরুবনন্তপুরম; ২০২৩
ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজে চলছে রানের বন্যা। বিশাখাপত্তনম থেকে তিরুবনন্তপুরম-ভেন্যু যেখানেই হোক, সব ম্যাচেই দেখা যায় চার-ছক্কার ফুলঝুরি। পাল্লা দিয়ে হচ্ছে একের পর এক রেকর্ড।
তিরুবনন্তপুরমে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে গতকাল টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক ম্যাথু ওয়েড। প্রথমে ব্যাটিং পেয়ে ভারতীয় ব্যাটাররা তান্ডব চালিয়েছেন অস্ট্রেলিয়ার বোলারদের ওপর। যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড, ইশান কিষাণ-টপ অর্ডারের এই তিন ভারতীয় ব্যাটার করেছেন ৫৩,৫৮ ও ৫২ রান। তাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো ভারতের ব্যাটিং অর্ডারের প্রথম তিন ব্যাটার ফিফটি পেরিয়েছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০১৯ সালে অ্যাডিলেডে প্রথমবারের মতো এমন কীর্তি গড়েছিল অস্ট্রেলিয়া। লঙ্কানদের বিপক্ষে অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ১০০ রান করে অপরাজিত ছিলেন। আরেক ওপেনার অ্যারন ফিঞ্চ করেছিলেন ৬৪ রান। তিনে নেমে ম্যাক্সওয়েল খেলেন ৬২ রানের ইনিংস।
অস্ট্রেলিয়ার রেকর্ডে ভাগ বসানোর দিনে তাদেরকে অন্য এক রেকর্ডে ছাড়িয়ে গেছে ভারত। তিরুবনন্তপুরমে ৪ উইকেটে ২৩৫ রান করেছে ভারতীয়রা। যা ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টিতে প্রথম ইনিংসে সর্বোচ্চ দলীয় স্কোর। এর আগে গত বৃহস্পতিবার বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার ২০৮ রান ছিল দুই দলের মধ্যকার প্রথম ইনিংসের সর্বোচ্চ স্কোর। ভারত-অস্ট্রেলিয়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই দলের মোট রানের হিসেবেও এগিয়ে গতকাল তিরুবনন্তপুরমের ম্যাচ। ৪২৬ রান হয়েছে এই ম্যাচে। ভারতের দেওয়া ২৩৬ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ৯ উইকেটে ১৯১ রানে থেমে যায়। পেছনে পড়ে গেল গত বছরের মোহালির ৪১৯ রানের রেকর্ড। ভারত ৬ উইকেটে ২০৮ রান করার পর অস্ট্রেলিয়া করেছিল ৬ উইকেটে ২১১ রান।
ভারত-অস্ট্রেলিয়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ইনিংসে সর্বোচ্চ পাঁচ দলীয় স্কোর:
দল: ভারত; স্কোর: ২৩৫ /৪; ভেন্যু: তিরুবনন্তপুরম; ২০২৩
দল: অস্ট্রেলিয়া; স্কোর: ২০৮ /৩; ভেন্যু: বিশাখাপত্তনম; ২০২৩
দল: ভারত; স্কোর: ২০৮ /৬; ভেন্যু: মোহালি; ২০২২
দল: অস্ট্রেলিয়া; স্কোর: ২০১ /৭; ভেন্যু: রাজকোট; ২০১৩
দল: অস্ট্রেলিয়া; স্কোর: ১৯৭ /৫; ভেন্যু: সিডনি; ২০১৬
ভারত-অস্ট্রেলিয়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাচে সর্বোচ্চ মোট রান:
৪২৬; ভেন্যু: তিরুবনন্তপুরম; ২০২৩
৪১৯; ভেন্যু: মোহালি; ২০২২
৪১৭; ভেন্যু: বিশাখাপত্তনম; ২০২৩
৪০৩; ভেন্যু: রাজকোট; ২০১৩
৩৯৭; ভেন্যু: সিডনি; ২০১৬
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম তিন ব্যাটারের পঞ্চাশোর্ধ্ব ইনিংস:
দল: অস্ট্রেলিয়া; প্রতিপক্ষ: শ্রীলঙ্কা; ভেন্যু: অ্যাডিলেড; ২০১৯
দল: বারমুডা; প্রতিপক্ষ: বাহামাস; ভেন্যু: অ্যান্টিগা; ২০২১
দল: কানাডা; প্রতিপক্ষ: পানামা; ভেন্যু: অ্যান্টিগা; ২০২১
দল: বেলজিয়াম; প্রতিপক্ষ: মাল্টা; ভেন্যু: গেন্ট; ২০২২
দল: ভারত; প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া; ভেন্যু: তিরুবনন্তপুরম; ২০২৩
বার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৩৮ মিনিট আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
২ ঘণ্টা আগে