ক্রীড়া ডেস্ক
শহীদ আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আগেই। একাধিকবার অবসর নিলেও অবসর ভাঙার নজিরও কম নেই। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো অবশ্য খেলে যাচ্ছেন সাবেক এই পাকিস্তান অধিনায়ক। এবার তাকে দেখা যাবে নেপালের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগে। নেপালে শুধু ম্যাচ খেলতেই যাচ্ছেন না, তাঁর ফাউন্ডেশনের কিছু কাজও করবেন।
ইপিএলে অংশ নিতে এরই মধ্যে কাঠমান্ডু পৌঁছেছেন আফ্রিদি। আফ্রিদি বিমানবন্দরে পৌঁছার পর পাকিস্তান দূতাবাসের কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। ত্রিভুবন ক্রিকেট গ্রাউন্ডে কাল থেকে শুরু হওয়া ইপিএলের চতুর্থ আসরে কাঠমান্ডু কিংস ইলেভেনের হয়ে খেলবেন আফ্রিদি।
নেপালে পা রেখে আফ্রিদি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, নেপালে শুধু ম্যাচ খেলতেই যাননি, সেখানে ম্যাচ খেলার পাশাপাশি তাঁর ফাউন্ডেশনের কিছু কাজও আছে। সাবেক পাকিস্তান অধিনায়ক বলেছেন, ‘এখানে আমি মাত্র দুটি ম্যাচ খেলে ফিরে যাব। তাছাড়া আমার ফাউন্ডেশনের জন্য কিছু বাণিজ্যিক কাজ আছে।’
একই টুর্নামেন্টে খেলবেন তামিম ইকবাল। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কও আজ ভোরে দেশ ছেড়েছেন।
শহীদ আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আগেই। একাধিকবার অবসর নিলেও অবসর ভাঙার নজিরও কম নেই। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো অবশ্য খেলে যাচ্ছেন সাবেক এই পাকিস্তান অধিনায়ক। এবার তাকে দেখা যাবে নেপালের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগে। নেপালে শুধু ম্যাচ খেলতেই যাচ্ছেন না, তাঁর ফাউন্ডেশনের কিছু কাজও করবেন।
ইপিএলে অংশ নিতে এরই মধ্যে কাঠমান্ডু পৌঁছেছেন আফ্রিদি। আফ্রিদি বিমানবন্দরে পৌঁছার পর পাকিস্তান দূতাবাসের কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। ত্রিভুবন ক্রিকেট গ্রাউন্ডে কাল থেকে শুরু হওয়া ইপিএলের চতুর্থ আসরে কাঠমান্ডু কিংস ইলেভেনের হয়ে খেলবেন আফ্রিদি।
নেপালে পা রেখে আফ্রিদি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, নেপালে শুধু ম্যাচ খেলতেই যাননি, সেখানে ম্যাচ খেলার পাশাপাশি তাঁর ফাউন্ডেশনের কিছু কাজও আছে। সাবেক পাকিস্তান অধিনায়ক বলেছেন, ‘এখানে আমি মাত্র দুটি ম্যাচ খেলে ফিরে যাব। তাছাড়া আমার ফাউন্ডেশনের জন্য কিছু বাণিজ্যিক কাজ আছে।’
একই টুর্নামেন্টে খেলবেন তামিম ইকবাল। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কও আজ ভোরে দেশ ছেড়েছেন।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
১ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
২ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৪ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৪ ঘণ্টা আগে