নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৃষ্টিতে ভেস্তে গেছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজকের দুটি ম্যাচই। তবে মিরপুর শেরেবাংলায় সমালোচনার জন্ম দিয়েছেন মিনিস্টার ঢাকার আফগান কিপার-ব্যাটার মোহাম্মদ শাহজাদ।
দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ঢাকা আর কুমিল্লা ভিক্টোরিয়ানসের। বৃষ্টিতে খেলা শুরু হতে যখন দেরি হচ্ছিল, ওই সময় মাঠে নেমে ধূমপান করতে দেখা যায় শাহজাদকে।
এ ঘটনায় শাহজাদকে তিরস্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি তাঁর শৃঙ্খলা সংক্রান্ত রেকর্ড এক ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে।
বিসিবির আচরণবিধির ২.২০ ধারা অনুযায়ী, মাঠে ধূমপান ক্রিকেটীয় শিষ্টাচার পরিপন্থী। কেউ এমনটা করলে তাঁর বিরুদ্ধে আচরণবিধির লেভেল ১ লঙ্ঘনের অভিযোগ আনা যেতে পারে।
ঢাকা-কুমিল্লা ম্যাচের দুই অনফিল্ড আম্পায়ার তানভীর আহমেদ ও মাহফুজুর রহমান, তৃতীয় আম্পায়ার গাজী সোহেল এবং চতুর্থ অফিশিয়াল মোজাহিদ স্বপন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুলের কাছে শাহজাদের বিরুদ্ধে অভিযোগ দেন।
নিয়ামুর অভিযোগ আমলে নিয়ে আফগান ক্রিকেটারকে তিরস্কৃত করেন। ৩৪ বছর বয়সী শাহজাদ ভুল স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
এর আগে শাহজাদের কাণ্ড খেয়াল করার পরই ঢাকার কোচ মিজানুর রহমান বাবুল ও তাঁর ওপেনিং সঙ্গী তামিম ইকবাল কাছে গিয়ে ধূমপান করতে নিষেধ করেন। তখন ড্রেসিং রুমে ঢুকে যান শাহজাদ।
বিতর্কের সঙ্গে অবশ্য শাহজাদের সখ্য বেশ পুরোনো। আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে আইসিসির তিরস্কার পেয়েছেন তিনি। ২০১৬ বিপিএলে খেলা চলার সময় সাব্বির রহমানের সঙ্গে শারীরিক সংঘর্ষের ঘটনায় দুই ম্যাচ নিষিদ্ধও হন। পাশাপাশি জরিমানা হয় তাঁর ম্যাচ ফির ৩০ শতাংশ। এ ছাড়া আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) কর্তাদের নির্দেশ মেনে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের মাঝপথে দেশে ফিরতে হয়েছিল তাঁকে।
বৃষ্টিতে ভেস্তে গেছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজকের দুটি ম্যাচই। তবে মিরপুর শেরেবাংলায় সমালোচনার জন্ম দিয়েছেন মিনিস্টার ঢাকার আফগান কিপার-ব্যাটার মোহাম্মদ শাহজাদ।
দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ঢাকা আর কুমিল্লা ভিক্টোরিয়ানসের। বৃষ্টিতে খেলা শুরু হতে যখন দেরি হচ্ছিল, ওই সময় মাঠে নেমে ধূমপান করতে দেখা যায় শাহজাদকে।
এ ঘটনায় শাহজাদকে তিরস্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি তাঁর শৃঙ্খলা সংক্রান্ত রেকর্ড এক ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে।
বিসিবির আচরণবিধির ২.২০ ধারা অনুযায়ী, মাঠে ধূমপান ক্রিকেটীয় শিষ্টাচার পরিপন্থী। কেউ এমনটা করলে তাঁর বিরুদ্ধে আচরণবিধির লেভেল ১ লঙ্ঘনের অভিযোগ আনা যেতে পারে।
ঢাকা-কুমিল্লা ম্যাচের দুই অনফিল্ড আম্পায়ার তানভীর আহমেদ ও মাহফুজুর রহমান, তৃতীয় আম্পায়ার গাজী সোহেল এবং চতুর্থ অফিশিয়াল মোজাহিদ স্বপন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুলের কাছে শাহজাদের বিরুদ্ধে অভিযোগ দেন।
নিয়ামুর অভিযোগ আমলে নিয়ে আফগান ক্রিকেটারকে তিরস্কৃত করেন। ৩৪ বছর বয়সী শাহজাদ ভুল স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
এর আগে শাহজাদের কাণ্ড খেয়াল করার পরই ঢাকার কোচ মিজানুর রহমান বাবুল ও তাঁর ওপেনিং সঙ্গী তামিম ইকবাল কাছে গিয়ে ধূমপান করতে নিষেধ করেন। তখন ড্রেসিং রুমে ঢুকে যান শাহজাদ।
বিতর্কের সঙ্গে অবশ্য শাহজাদের সখ্য বেশ পুরোনো। আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে আইসিসির তিরস্কার পেয়েছেন তিনি। ২০১৬ বিপিএলে খেলা চলার সময় সাব্বির রহমানের সঙ্গে শারীরিক সংঘর্ষের ঘটনায় দুই ম্যাচ নিষিদ্ধও হন। পাশাপাশি জরিমানা হয় তাঁর ম্যাচ ফির ৩০ শতাংশ। এ ছাড়া আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) কর্তাদের নির্দেশ মেনে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের মাঝপথে দেশে ফিরতে হয়েছিল তাঁকে।
দ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
২২ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
৪ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
৫ ঘণ্টা আগে