নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গুঞ্জনটা কদিন ধরেই চলছিল বাংলাদেশ ক্রিকেটে। এশিয়া কাপে বাংলাদেশ দলের সঙ্গে যাচ্ছেন না প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। একই সঙ্গে টি-টোয়েন্টি দলের কোচের দায়িত্বেও থাকছেন না এই দক্ষিণ আফ্রিকান কোচ। গুঞ্জনটাই সত্যি হয়েছে। টি-টোয়েন্টি দলের সঙ্গে ডমিঙ্গোর না থাকার বিষয়টি আজ আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
ডমিঙ্গোর ভবিষ্যৎ নিয়ে আজ তাঁর সঙ্গে বৈঠকে বসেন পাপন। বৈঠক শেষে বিসিবি সভাপতি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘রাসেল ডমিঙ্গো টি-টোয়েন্টিতে থাকছে না। আমরা তাকে ওয়ানডে এবং টেস্টের দায়িত্ব দিয়েছি। আমরা টি-টোয়েন্টিটা আলাদা করেছি।’ সে ক্ষেত্রে প্রধান কোচ ছাড়াই এশিয়া কাপে যাচ্ছে বাংলাদেশ। প্রধান কোচের অনুপস্থিতিতে টি-টোয়েন্টি দায়িত্ব সামলাবেন নতুন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম।
বিসিবির এই ভাবনাকে ইতিবাচকভাবেই নিয়েছেন ডমিঙ্গো। এশিয়া কাপে প্রধান কোচ না থাকা নিয়ে পাপন বলেছেন, ‘প্রধান কোচ বলতে এখন পর্যন্ত কেউ নেই। এখানটায় আমাদের ব্যাটিং কোচ রয়েছে। আমাদের স্পিন কোচ, পেস বোলিং কোচ, ফিল্ডিং কোচ রয়েছে। আমাদের অধিনায়ক তো আছেই। টি-টোয়েন্টিতে আমাদের টেকনিক্যাল পরামর্শক আছে একজন। সে পরিকল্পনা দেবে। যদি পরিকল্পনা সে-ই দেয়, তাহলে প্রধান কোচ কী করবে আর। প্রধান কোচের তো কোনো কাজ থাকে না।’
আগামী চার মাস টি-টোয়েন্টি সংস্করণ নিয়েই ব্যস্ত থাকবে বাংলাদেশ। এশিয়া কাপের পর নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ। এরপর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রশ্ন উঠছে এই সময়ে ওয়ানডে ও টেস্ট দলের দায়িত্বে থাকা ডমিঙ্গো কী করবেন? এ নিয়ে পাপন বলেন, ‘আমরা যা আলোচনা করেছি, ডমিঙ্গো আমাদের পরিকল্পনা দেবে। আমাদের সামনে অনেক ব্যস্ত সূচি। খুব খারাপ অবস্থা। কারও পক্ষে এভাবে সফর করা সহজ নয়। সে (ডমিঙ্গো) আমাদের একটা লম্বা পরিকল্পনা দেবে দুই তিন সপ্তাহের। সে এনসিএল দেখতে চায়। এটা নিয়ে আগ্রহ দেখিয়েছে। আমাদের ‘এ’ দলের যে খেলা আছে, সেগুলো দেখতে চায়। আমাদের ভবিষ্যৎ খেলোয়াড় কারা আছে, সেগুলো দেখতে চায়। যারা নাকি জাতীয় দলে নাই তাদের নিয়ে কাজ করবে।’
গুঞ্জনটা কদিন ধরেই চলছিল বাংলাদেশ ক্রিকেটে। এশিয়া কাপে বাংলাদেশ দলের সঙ্গে যাচ্ছেন না প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। একই সঙ্গে টি-টোয়েন্টি দলের কোচের দায়িত্বেও থাকছেন না এই দক্ষিণ আফ্রিকান কোচ। গুঞ্জনটাই সত্যি হয়েছে। টি-টোয়েন্টি দলের সঙ্গে ডমিঙ্গোর না থাকার বিষয়টি আজ আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
ডমিঙ্গোর ভবিষ্যৎ নিয়ে আজ তাঁর সঙ্গে বৈঠকে বসেন পাপন। বৈঠক শেষে বিসিবি সভাপতি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘রাসেল ডমিঙ্গো টি-টোয়েন্টিতে থাকছে না। আমরা তাকে ওয়ানডে এবং টেস্টের দায়িত্ব দিয়েছি। আমরা টি-টোয়েন্টিটা আলাদা করেছি।’ সে ক্ষেত্রে প্রধান কোচ ছাড়াই এশিয়া কাপে যাচ্ছে বাংলাদেশ। প্রধান কোচের অনুপস্থিতিতে টি-টোয়েন্টি দায়িত্ব সামলাবেন নতুন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম।
বিসিবির এই ভাবনাকে ইতিবাচকভাবেই নিয়েছেন ডমিঙ্গো। এশিয়া কাপে প্রধান কোচ না থাকা নিয়ে পাপন বলেছেন, ‘প্রধান কোচ বলতে এখন পর্যন্ত কেউ নেই। এখানটায় আমাদের ব্যাটিং কোচ রয়েছে। আমাদের স্পিন কোচ, পেস বোলিং কোচ, ফিল্ডিং কোচ রয়েছে। আমাদের অধিনায়ক তো আছেই। টি-টোয়েন্টিতে আমাদের টেকনিক্যাল পরামর্শক আছে একজন। সে পরিকল্পনা দেবে। যদি পরিকল্পনা সে-ই দেয়, তাহলে প্রধান কোচ কী করবে আর। প্রধান কোচের তো কোনো কাজ থাকে না।’
আগামী চার মাস টি-টোয়েন্টি সংস্করণ নিয়েই ব্যস্ত থাকবে বাংলাদেশ। এশিয়া কাপের পর নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ। এরপর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রশ্ন উঠছে এই সময়ে ওয়ানডে ও টেস্ট দলের দায়িত্বে থাকা ডমিঙ্গো কী করবেন? এ নিয়ে পাপন বলেন, ‘আমরা যা আলোচনা করেছি, ডমিঙ্গো আমাদের পরিকল্পনা দেবে। আমাদের সামনে অনেক ব্যস্ত সূচি। খুব খারাপ অবস্থা। কারও পক্ষে এভাবে সফর করা সহজ নয়। সে (ডমিঙ্গো) আমাদের একটা লম্বা পরিকল্পনা দেবে দুই তিন সপ্তাহের। সে এনসিএল দেখতে চায়। এটা নিয়ে আগ্রহ দেখিয়েছে। আমাদের ‘এ’ দলের যে খেলা আছে, সেগুলো দেখতে চায়। আমাদের ভবিষ্যৎ খেলোয়াড় কারা আছে, সেগুলো দেখতে চায়। যারা নাকি জাতীয় দলে নাই তাদের নিয়ে কাজ করবে।’
এই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১২ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৫ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ১৬ রান। দুইবার মেরেছিলেন ডাক। সেই ব্যর্থতার ঝাল ঝাড়লেন অন্য সংস্করণ টি-টোয়েন্টিতে। ব্রিসবেনের গ্যাবায় আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপর চালালেন তাণ্ডব। ম্যাক্সওয়েলের তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফ
১৬ ঘণ্টা আগে