নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডমিনিকায় প্রথম টি-টোয়েন্টিতে ৩৫ রানে হেরেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ ১-০ তে পিছিয়ে গেল সফরকারীরা। প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেসে গেছে।
ওয়েস্ট ইন্ডিজের বড় লক্ষ্য তাড়া নেমে নতুন ওপেনিং জুটি বাংলাদেশের। পিঠের চোটে মুনিম শাহরিয়ার ছিটকে যাওয়ায় ৬ ম্যাচ পর ওপেনিংয়ে ফেরেন লিটন। তাঁর সঙ্গী আনামুল হক বিজয়।
ওবেদ ম্যাকয়ের করা ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথম দুই বলে ফেরেন লিটন (৫) ও বিজয় (৪)। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ আরেকবার ব্যর্থ হয়েছেন(১১) ২৩ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ।
এখান থেকে আফিফ হোসেনকে নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন সাকিব আল হাসান। পাওয়ার প্লেতে বাংলাদেশ স্কোরবোর্ডে ৩ উইকেটে ৪৪ রান। ১০ম ওভারে দুজনের জুটির ফিফটি পূর্ণ হয়। রোমারিও শেফার্ডের করা পরের ওভারে আফিফ ৩৪ রানে আউট হলে জুটি থামে ৫৫ রানে।
শুরুতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা ম্যাচে আর ফিরতে পারেনি বাংলাদেশ। সাকিবের ৬৮ রানের অপরাজিত ইনিংস কেবল হারের ব্যবধানই কমিয়েছে। ৪৫ বলে ক্যারিয়ারের ১০ম ফিফটি ছুঁয়ে সাকিব অপরাজিত ছিলেন ৫২ বলে ৫ চার ৩ ছক্কায় ৬৮ রানে।
ওবেদ ম্যাকয়ের করা ১৯তম ওভারে ২ ছক্কা ১ চার হাঁকিয়ে ২০ রান নেন সাকিব। শেষ বলে হাঁকানো ছক্কায় ছুঁয়েন মাহমুদউল্লাহ রিয়াদের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে ২ হাজার রানের মাইলফলক। আন্তর্জাতিক টি-টোয়েন্টি প্রথম ক্রিকেটার হিসেবে ২ হাজার (২০০৫) রান ও ১০০ (১২০) উইকেটের মাইলফলক স্পর্শ করেন এ অলরাউন্ডার। তবে দলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে সাকিবকে। ২৮ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার রোভম্যান পাওয়েল।
ডমিনিকায় প্রথম টি-টোয়েন্টিতে ৩৫ রানে হেরেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ ১-০ তে পিছিয়ে গেল সফরকারীরা। প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেসে গেছে।
ওয়েস্ট ইন্ডিজের বড় লক্ষ্য তাড়া নেমে নতুন ওপেনিং জুটি বাংলাদেশের। পিঠের চোটে মুনিম শাহরিয়ার ছিটকে যাওয়ায় ৬ ম্যাচ পর ওপেনিংয়ে ফেরেন লিটন। তাঁর সঙ্গী আনামুল হক বিজয়।
ওবেদ ম্যাকয়ের করা ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথম দুই বলে ফেরেন লিটন (৫) ও বিজয় (৪)। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ আরেকবার ব্যর্থ হয়েছেন(১১) ২৩ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ।
এখান থেকে আফিফ হোসেনকে নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন সাকিব আল হাসান। পাওয়ার প্লেতে বাংলাদেশ স্কোরবোর্ডে ৩ উইকেটে ৪৪ রান। ১০ম ওভারে দুজনের জুটির ফিফটি পূর্ণ হয়। রোমারিও শেফার্ডের করা পরের ওভারে আফিফ ৩৪ রানে আউট হলে জুটি থামে ৫৫ রানে।
শুরুতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা ম্যাচে আর ফিরতে পারেনি বাংলাদেশ। সাকিবের ৬৮ রানের অপরাজিত ইনিংস কেবল হারের ব্যবধানই কমিয়েছে। ৪৫ বলে ক্যারিয়ারের ১০ম ফিফটি ছুঁয়ে সাকিব অপরাজিত ছিলেন ৫২ বলে ৫ চার ৩ ছক্কায় ৬৮ রানে।
ওবেদ ম্যাকয়ের করা ১৯তম ওভারে ২ ছক্কা ১ চার হাঁকিয়ে ২০ রান নেন সাকিব। শেষ বলে হাঁকানো ছক্কায় ছুঁয়েন মাহমুদউল্লাহ রিয়াদের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে ২ হাজার রানের মাইলফলক। আন্তর্জাতিক টি-টোয়েন্টি প্রথম ক্রিকেটার হিসেবে ২ হাজার (২০০৫) রান ও ১০০ (১২০) উইকেটের মাইলফলক স্পর্শ করেন এ অলরাউন্ডার। তবে দলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে সাকিবকে। ২৮ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার রোভম্যান পাওয়েল।
বার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৩৭ মিনিট আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
২ ঘণ্টা আগে