ক্রীড়া ডেস্ক
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই ক্রিকেটের বাইরে মোহাম্মদ শামি। ভারত একের পর এক সিরিজ খেলেছে, এমনকি এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে। তবে চোটে পড়ায় খেলতেই পারেননি তিনি। এবার বাংলাদেশ সিরিজ দিয়ে তাঁর ফেরার আশা করছে ভারতীয় ক্রিকেট দল।
গোড়ালির চোটের কারণে গত বছরের নভেম্বর থেকে ক্রিকেট খেলতে পারছেন না শামি। ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানা গেছে, বর্তমানে তিনি বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) পুনর্বাসনপ্রক্রিয়ার শেষ পর্যায়ে আছেন। শামির উন্নতির ব্যাপারে নির্বাচকদের জানানো হয়েছে। ফিটনেসের কতটা উন্নতি হলো, সেটা প্রমাণ করতে তাঁকে খেলতে হবে অন্ধপ্রদেশ রাজ্যের অনন্তপুরে ৫ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া দিলীপ ট্রফি। টুর্নামেন্টে কমপক্ষে একটি ম্যাচ দেখে শামির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। ১৯ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ।
অস্ত্রোপচারের পর গত মাসে প্রথম বোলিং করেছিলেন শামি। ভারতীয় পেসার শিগগিরই তাঁর বোলিং ওয়ার্কলোড সামলে ফিরতে পারবেন বলে আশার কথা শুনিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান নির্বাচক অজিত আগারকার। জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে আগারকার বলেছিলেন, ‘কমবেশি সবারই চোট রয়েছে এই মুহূর্তে। আশা করি তাদের ভালো পরিচর্চা করা হবে। শামি বোলিং করতে শুরু করেছে। এটা ইতিবাচক দিক। ১৯ সেপ্টেম্বর প্রথম টেস্ট এবং সেটাই ছিল মূল লক্ষ্য। কবে নাগাদ সেরে উঠবে, সেই নির্ধারিত সময়সীমা আমার জানা নেই। এনসিএতে জিজ্ঞেস করতে হবে ব্যাপারটি নিয়ে।’
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত বছরের ১৯ নভেম্বর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া। স্টেডিয়ামে উপস্থিত এক লাখেরও বেশি দর্শককে কাঁদিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল অস্ট্রেলিয়া।শামিরও পেশাদার ক্যারিয়ারের সবশেষ ম্যাচ এটা। চোটে পড়ার পর ভারতীয় পেসার এ বছরে লন্ডনে গোড়ালিতে অস্ত্রোপচার করেছিলেন। অস্ত্রোপচারের পর বাংলাদেশ সিরিজে শামিকে পাওয়ার ব্যাপারে বিসিসিআই সচিব জয় শাহ আশার বাণী শুনিয়েছিলেন।
আরও পড়ুন:
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই ক্রিকেটের বাইরে মোহাম্মদ শামি। ভারত একের পর এক সিরিজ খেলেছে, এমনকি এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে। তবে চোটে পড়ায় খেলতেই পারেননি তিনি। এবার বাংলাদেশ সিরিজ দিয়ে তাঁর ফেরার আশা করছে ভারতীয় ক্রিকেট দল।
গোড়ালির চোটের কারণে গত বছরের নভেম্বর থেকে ক্রিকেট খেলতে পারছেন না শামি। ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানা গেছে, বর্তমানে তিনি বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) পুনর্বাসনপ্রক্রিয়ার শেষ পর্যায়ে আছেন। শামির উন্নতির ব্যাপারে নির্বাচকদের জানানো হয়েছে। ফিটনেসের কতটা উন্নতি হলো, সেটা প্রমাণ করতে তাঁকে খেলতে হবে অন্ধপ্রদেশ রাজ্যের অনন্তপুরে ৫ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া দিলীপ ট্রফি। টুর্নামেন্টে কমপক্ষে একটি ম্যাচ দেখে শামির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। ১৯ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ।
অস্ত্রোপচারের পর গত মাসে প্রথম বোলিং করেছিলেন শামি। ভারতীয় পেসার শিগগিরই তাঁর বোলিং ওয়ার্কলোড সামলে ফিরতে পারবেন বলে আশার কথা শুনিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান নির্বাচক অজিত আগারকার। জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে আগারকার বলেছিলেন, ‘কমবেশি সবারই চোট রয়েছে এই মুহূর্তে। আশা করি তাদের ভালো পরিচর্চা করা হবে। শামি বোলিং করতে শুরু করেছে। এটা ইতিবাচক দিক। ১৯ সেপ্টেম্বর প্রথম টেস্ট এবং সেটাই ছিল মূল লক্ষ্য। কবে নাগাদ সেরে উঠবে, সেই নির্ধারিত সময়সীমা আমার জানা নেই। এনসিএতে জিজ্ঞেস করতে হবে ব্যাপারটি নিয়ে।’
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত বছরের ১৯ নভেম্বর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া। স্টেডিয়ামে উপস্থিত এক লাখেরও বেশি দর্শককে কাঁদিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল অস্ট্রেলিয়া।শামিরও পেশাদার ক্যারিয়ারের সবশেষ ম্যাচ এটা। চোটে পড়ার পর ভারতীয় পেসার এ বছরে লন্ডনে গোড়ালিতে অস্ত্রোপচার করেছিলেন। অস্ত্রোপচারের পর বাংলাদেশ সিরিজে শামিকে পাওয়ার ব্যাপারে বিসিসিআই সচিব জয় শাহ আশার বাণী শুনিয়েছিলেন।
আরও পড়ুন:
চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে আর বাকি মাত্র কয়েক মাস। অথচ ‘মিনি বিশ্বকাপের’ এই টুর্নামেন্টে শ্রীলঙ্কাকে থাকতে হবে দর্শক। কারণটা নিশ্চয়ই সবার জানা। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পয়েন্ট টেবিলের সেরা আটে না থাকতে পারায় চ্যাম্পিয়নস ট্রফির টিকিট কাটতে ব্যর্থ লঙ্কানরা।
২৬ মিনিট আগেচলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। তাঁর (পিন্টু) মৃত্যুর খবর আজ নিশ্চিত করেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের আরেক ফুটবলার প্রতাপ শঙ্কর হাজরা।
১ ঘণ্টা আগে১০০ দিন পার করেছে অন্তর্বর্তী সরকার। এই সময়ে দেশের অন্য খাতের সঙ্গে ক্রীড়াঙ্গনও ছিল বেশ আলোচিত। গত ১০০ দিনে কী কী পরিবর্তন এসেছে ক্রীড়াঙ্গনে, সেগুলো দেখতেই এই আয়োজন।
১ ঘণ্টা আগেম্যানচেস্টার সিটির ফর্মটাই এবার নরওয়ের জার্সিতেও টেনে নিয়ে এলেন আর্লিং হালান্ড। নিয়মিত গোল করছেন এবারের উয়েফা নেশনস লিগে। নরওয়ের এই স্ট্রাইকার গত রাতে করলেন হ্যাটট্রিক।
২ ঘণ্টা আগে