ক্রীড়া ডেস্ক
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের ওপরই যেন ‘পাকিস্তানি ওষুধ’ প্রয়োগ করছে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টের শুরুর দিকে বাংলাদেশের বোলারদের রীতিমতো ঘাম ছুটে গিয়েছিল। পাকিস্তানের দেওয়া ৪৪৮ রানের পাহাড় এবার টপকে গেল বাংলাদেশ। ম্যাচ এমন এক অবস্থায় দাঁড়িয়ে, তাতে ড্র-ই যেন মনে হচ্ছে একমাত্র পরিণতি।
পাকিস্তানের বিপক্ষে টেস্টে মুশফিক যে একের পর এক মাইলফলক ছোঁয়ার লক্ষ্য নিয়েই নেমেছেন। দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান করেছেন। রাওয়ালপিন্ডিতে আজ চতুর্থ দিনে করেছেন সেঞ্চুরি। যে সেঞ্চুরিতে বাংলাদেশের ব্যাটার হিসেবে বিদেশের মাঠে টেস্টে সর্বোচ্চ পাঁচ সেঞ্চুরি করেছেন মুশফিক। ছাড়িয়ে গেছেন দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবালকেও। চা পানের বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশ করেছে ৬ উইকেটে ৪৯৫ রান। ৪৭ রানে এগিয়ে এখন সফরকারীরা।
প্রথম ইনিংসে ৫ উইকেটে ৩১৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা আজ শুরু করে বাংলাদেশ। প্রথম সেশনে বাংলাদেশ হারিয়েছে শুধু লিটন দাসের উইকেট। যে নাসিম শাহকে বেধড়ক পিটিয়ে ফিফটি করেন লিটন, তাঁর বলেই আত্মাহুতি দিয়েছেন তিনি (লিটন)। ১০১তম ওভারের পঞ্চম বলে নাসিমের অনেক বাইরের বল ড্রাইভ করতে যান লিটন। আউটসাইড এজ হওয়া বল ধরেছেন পাকিস্তানি উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। ৭৮ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫৬ রান করেন লিটন। তাতে ভেঙে যায় ষষ্ঠ উইকেটে লিটন ও মুশফিকের ১১৪ রানের জুটি ভেঙে যায়।
লিটনের আউটে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১০০.৫ ওভারে ৬ উইকেটে ৩৩২ রান। ৮ নম্বরে নামা মিরাজের সঙ্গে আরও একটি শতরানের জুটি গড়ার লক্ষ্য নিয়ে নেমেছেন মুশফিক। টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি মুশফিক পেয়েছেন মধ্যাহ্নভোজের বিরতির কাছাকাছি এসে। ১১৬তম ওভারের তৃতীয় বলে ফাইন লেগে গ্ল্যান্স করে নিলেন ২ রান। টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে নেওয়ার পর রাওয়ালপিন্ডিকে শোনালেন তাঁর গর্জন। হেলমেট খুলে যখন অভিনন্দনের জবাব দিচ্ছিলেন, তখন ডাগ আউট থেকে সাকিব আল হাসানসহ পুরো দল মুহুর্মুহু করতালি দিতে থাকে। ১৬ মাস পর টেস্টে সেঞ্চুরি করে সিজদাহ করলেন পিচকে। ৬ উইকেটে ৩৮৯ রানে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় বাংলাদেশ।
মধ্যাহ্নভোজের পর খেলা শুরু হলে বল কুড়োতে কুড়োতেই সময় চলে যায় পাকিস্তানের। শেষ সেশনে একটা উইকেটও হারায়নি বাংলাদেশ। টেস্টের চতুর্থ ডাবল সেঞ্চুরি থেকে ২৭ রান দূরে আছেন মুশফিক। ৩১৪ বলে ২০ চার ও ১ ছক্কায় ১৭৩ রান করেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটার। দ্বিতীয় সেশনেই টেস্ট ক্যারিয়ারের সপ্তম ফিফটি তুলে নিয়েছেন মিরাজ। ১২৪ বলে ৩ চারে ৫০ রান করেছেন তিনি। মিরাজ, মুশফিক দুজনেই অপরাজিত। সপ্তম উইকেটে ১৬৩ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন এই দুই ব্যাটার।
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের ওপরই যেন ‘পাকিস্তানি ওষুধ’ প্রয়োগ করছে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টের শুরুর দিকে বাংলাদেশের বোলারদের রীতিমতো ঘাম ছুটে গিয়েছিল। পাকিস্তানের দেওয়া ৪৪৮ রানের পাহাড় এবার টপকে গেল বাংলাদেশ। ম্যাচ এমন এক অবস্থায় দাঁড়িয়ে, তাতে ড্র-ই যেন মনে হচ্ছে একমাত্র পরিণতি।
পাকিস্তানের বিপক্ষে টেস্টে মুশফিক যে একের পর এক মাইলফলক ছোঁয়ার লক্ষ্য নিয়েই নেমেছেন। দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান করেছেন। রাওয়ালপিন্ডিতে আজ চতুর্থ দিনে করেছেন সেঞ্চুরি। যে সেঞ্চুরিতে বাংলাদেশের ব্যাটার হিসেবে বিদেশের মাঠে টেস্টে সর্বোচ্চ পাঁচ সেঞ্চুরি করেছেন মুশফিক। ছাড়িয়ে গেছেন দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবালকেও। চা পানের বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশ করেছে ৬ উইকেটে ৪৯৫ রান। ৪৭ রানে এগিয়ে এখন সফরকারীরা।
প্রথম ইনিংসে ৫ উইকেটে ৩১৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা আজ শুরু করে বাংলাদেশ। প্রথম সেশনে বাংলাদেশ হারিয়েছে শুধু লিটন দাসের উইকেট। যে নাসিম শাহকে বেধড়ক পিটিয়ে ফিফটি করেন লিটন, তাঁর বলেই আত্মাহুতি দিয়েছেন তিনি (লিটন)। ১০১তম ওভারের পঞ্চম বলে নাসিমের অনেক বাইরের বল ড্রাইভ করতে যান লিটন। আউটসাইড এজ হওয়া বল ধরেছেন পাকিস্তানি উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। ৭৮ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫৬ রান করেন লিটন। তাতে ভেঙে যায় ষষ্ঠ উইকেটে লিটন ও মুশফিকের ১১৪ রানের জুটি ভেঙে যায়।
লিটনের আউটে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১০০.৫ ওভারে ৬ উইকেটে ৩৩২ রান। ৮ নম্বরে নামা মিরাজের সঙ্গে আরও একটি শতরানের জুটি গড়ার লক্ষ্য নিয়ে নেমেছেন মুশফিক। টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি মুশফিক পেয়েছেন মধ্যাহ্নভোজের বিরতির কাছাকাছি এসে। ১১৬তম ওভারের তৃতীয় বলে ফাইন লেগে গ্ল্যান্স করে নিলেন ২ রান। টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে নেওয়ার পর রাওয়ালপিন্ডিকে শোনালেন তাঁর গর্জন। হেলমেট খুলে যখন অভিনন্দনের জবাব দিচ্ছিলেন, তখন ডাগ আউট থেকে সাকিব আল হাসানসহ পুরো দল মুহুর্মুহু করতালি দিতে থাকে। ১৬ মাস পর টেস্টে সেঞ্চুরি করে সিজদাহ করলেন পিচকে। ৬ উইকেটে ৩৮৯ রানে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় বাংলাদেশ।
মধ্যাহ্নভোজের পর খেলা শুরু হলে বল কুড়োতে কুড়োতেই সময় চলে যায় পাকিস্তানের। শেষ সেশনে একটা উইকেটও হারায়নি বাংলাদেশ। টেস্টের চতুর্থ ডাবল সেঞ্চুরি থেকে ২৭ রান দূরে আছেন মুশফিক। ৩১৪ বলে ২০ চার ও ১ ছক্কায় ১৭৩ রান করেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটার। দ্বিতীয় সেশনেই টেস্ট ক্যারিয়ারের সপ্তম ফিফটি তুলে নিয়েছেন মিরাজ। ১২৪ বলে ৩ চারে ৫০ রান করেছেন তিনি। মিরাজ, মুশফিক দুজনেই অপরাজিত। সপ্তম উইকেটে ১৬৩ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন এই দুই ব্যাটার।
এই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১২ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৫ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ১৬ রান। দুইবার মেরেছিলেন ডাক। সেই ব্যর্থতার ঝাল ঝাড়লেন অন্য সংস্করণ টি-টোয়েন্টিতে। ব্রিসবেনের গ্যাবায় আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপর চালালেন তাণ্ডব। ম্যাক্সওয়েলের তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফ
১৫ ঘণ্টা আগে