নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাকিস্তান সফরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন মুশফিকুর রহিম। ২১ আগস্ট টেস্ট সিরিজ শুরুর আগে দলের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিমের কণ্ঠে নিজেদের প্রস্তুতির ঘাটতির কথাই ফুটে ওঠে।
গতকাল মুশফিক বিসিবির এক ভিডিও বার্তায় বলেন, ‘বৃষ্টির কারণে আমাদের পর্যাপ্ত অনুশীলন হয়নি। আবহাওয়া সুবিধাজনক ছিল না। আমরা মাত্র একটা সেশন নেটে অনুশীলন করার সুযোগ পেয়েছিলাম। যেটা প্রস্তুতির জন্য যথেষ্ট নয়। তবু আমরা চেষ্টা করেছি ভালো করার, পক্ষে যায়নি। পাকিস্তান শাহিনস খুব ভালো খেলেছে। তাদের দলের উমর ভালো ব্যাট করেছেন। নাসিম শাহ, মীর হামজা ভালো বল করেছেন। আমাদের দলের কিছু তরুণ ক্রিকেটার আছে। আশা করি, তারা শিখেছে। আমাদের দুটো টেস্ট সামনে। এই দল থেকে যারাই স্কোয়াডে যাচ্ছে, তাদের সুবিধা হবে।’
‘এ’ দলের হয়ে প্রথম ইনিংসে ২৭ বলে ১৪ রান করে আউট হয়েছেন মুশফিক। দ্বিতীয় ইনিংসে তো ব্যাট করতে পারেননি আঙুলের চোটে। এই চোট যে খুব গুরুতর না ভিডিও বার্তায় তা পরিষ্কার করেছেন মুশফিক। তিনি বলেন, ‘দ্বিতীয় ইনিংসের আগে নেটে আমি প্রস্তুতির সময় আঙুলে হালকা চোট পাই। এ চোট অবশ্য খুব একটা গুরুতর না। আশা করি, প্রথম টেস্ট ম্যাচ শুরুর আগেই ঠিক হয়ে যাবে। আমি প্রথম টেস্টে খেলতে পারব।’
মুশফিকের চোট গুরুতর না হলেও টেস্ট ম্যাচের আগে কপাল পুড়েছে টেস্ট স্কোয়াডে থাকা মাহমুদুল হাসান জয়ের। ডান কুঁচকির চোট এতটাই গুরুতর যে জয়ের সেরে উঠতেই তিন সপ্তাহের মতো সময় লাগবে বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। এদিকে টেস্ট সিরিজ সামনে রেখে পাকিস্তান পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। কাল রাতে মোবাইল ফোনে জয়ের কুঁচকির চোট নিয়ে লিপু বলেন, ‘এখনই জয়ের বদলি হিসেবে কাউকে নেওয়ার কথা ভাবছি না। ফিজিও বায়েজিদ উল ইসলাম কাজ করছেন। আশা করি, তাঁর কাছ থেকে চূড়ান্ত মূল্যায়ন পাওয়া যাবে, ওকে আমরা সফরে রাখব কি না।’
পাকিস্তান সফরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন মুশফিকুর রহিম। ২১ আগস্ট টেস্ট সিরিজ শুরুর আগে দলের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিমের কণ্ঠে নিজেদের প্রস্তুতির ঘাটতির কথাই ফুটে ওঠে।
গতকাল মুশফিক বিসিবির এক ভিডিও বার্তায় বলেন, ‘বৃষ্টির কারণে আমাদের পর্যাপ্ত অনুশীলন হয়নি। আবহাওয়া সুবিধাজনক ছিল না। আমরা মাত্র একটা সেশন নেটে অনুশীলন করার সুযোগ পেয়েছিলাম। যেটা প্রস্তুতির জন্য যথেষ্ট নয়। তবু আমরা চেষ্টা করেছি ভালো করার, পক্ষে যায়নি। পাকিস্তান শাহিনস খুব ভালো খেলেছে। তাদের দলের উমর ভালো ব্যাট করেছেন। নাসিম শাহ, মীর হামজা ভালো বল করেছেন। আমাদের দলের কিছু তরুণ ক্রিকেটার আছে। আশা করি, তারা শিখেছে। আমাদের দুটো টেস্ট সামনে। এই দল থেকে যারাই স্কোয়াডে যাচ্ছে, তাদের সুবিধা হবে।’
‘এ’ দলের হয়ে প্রথম ইনিংসে ২৭ বলে ১৪ রান করে আউট হয়েছেন মুশফিক। দ্বিতীয় ইনিংসে তো ব্যাট করতে পারেননি আঙুলের চোটে। এই চোট যে খুব গুরুতর না ভিডিও বার্তায় তা পরিষ্কার করেছেন মুশফিক। তিনি বলেন, ‘দ্বিতীয় ইনিংসের আগে নেটে আমি প্রস্তুতির সময় আঙুলে হালকা চোট পাই। এ চোট অবশ্য খুব একটা গুরুতর না। আশা করি, প্রথম টেস্ট ম্যাচ শুরুর আগেই ঠিক হয়ে যাবে। আমি প্রথম টেস্টে খেলতে পারব।’
মুশফিকের চোট গুরুতর না হলেও টেস্ট ম্যাচের আগে কপাল পুড়েছে টেস্ট স্কোয়াডে থাকা মাহমুদুল হাসান জয়ের। ডান কুঁচকির চোট এতটাই গুরুতর যে জয়ের সেরে উঠতেই তিন সপ্তাহের মতো সময় লাগবে বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। এদিকে টেস্ট সিরিজ সামনে রেখে পাকিস্তান পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। কাল রাতে মোবাইল ফোনে জয়ের কুঁচকির চোট নিয়ে লিপু বলেন, ‘এখনই জয়ের বদলি হিসেবে কাউকে নেওয়ার কথা ভাবছি না। ফিজিও বায়েজিদ উল ইসলাম কাজ করছেন। আশা করি, তাঁর কাছ থেকে চূড়ান্ত মূল্যায়ন পাওয়া যাবে, ওকে আমরা সফরে রাখব কি না।’
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে সবচেয়ে বেশি খেলেছেন সাকিব আল হাসান। বিদেশ লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, তৌহিদ হৃদয়দেরও। এবার এই তালিকায় যুক্ত হচ্ছেন উদীয়মান পেসার তানজিম হাসান সাকিব।
২৬ মিনিট আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
১ ঘণ্টা আগেসিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
২ ঘণ্টা আগেভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
২ ঘণ্টা আগে