নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কদিন পর এশিয়া কাপ। এরপরই ভারতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। বিশ্বকাপে অংশগ্রহণের লক্ষ্যে ভিসার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মিরপুরে ছিল ক্রিকেটারদের ঐচ্ছিক অনুশীলন। অনুশীলনের ফাঁকে হঠাৎ সবার চোখ যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে।
ভিসার প্রক্রিয়া যেকোনো বিদেশ সফরের আগে খুব স্বাভাবিক বিষয় হলেও এবার একটু যেন বিশেষ নজর কাড়ল কয়েকজন ক্রিকেটারের কারণে। বিসিবির সূত্র জানিয়েছে, বিশ্বকাপের জন্য ২৫ জন ক্রিকেটারের ভিসা করাচ্ছে তারা। এশিয়া কাপের দলে থাকা ১৭ জন এবং অপেক্ষমাণ তালিকায় আছেন আরও ৮ ক্রিকেটার। এই ৮ ক্রিকেটারের তালিকায় আছেন সৌম্য।
গত দুই মাসে জাতীয় দলের ক্যাম্পে অনুশীলনের সুযোগ পেয়েই আলোচনায় সৌম্য। চন্ডিকা হাথুরুসিংহে তাঁকে আরেকটি সুযোগ দেন কি না, এটিই ছিল দেখার। গত মাসে শ্রীলঙ্কায় ইমার্জিং এশিয়া কাপে সুযোগ কাজে লাগাতে না পারা সৌম্যকে রাখা হয়নি বাংলাদেশের এশিয়া কাপের দলে। তবে তিনি যে এখনো হাথুরুর বিকল্প বিবেচনায় আছেন, সেটি বোঝা গেল আজ তাঁকে ভারতীয় ভিসা সেন্টারে দেখে।
সবার আগে ভিসা প্রক্রিয়া করতে যান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এরপর বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসসহ তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, সৌম্য এবং বাকি ক্রিকেটাররা গেছেন।
এশিয়া কাপের পারফরম্যান্স দেখে সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ এবং বিশ্বকাপের দলে কিছু পরিবর্তন আনতে পারে টিম ম্যানেজমেন্ট, এই বার্তা বিসিবির বোর্ড পরিচালক কিংবা নির্বাচকেরা এরই মধ্যে দিয়ে রেখেছেন। সে হিসেবে সৌম্য-মাহমুদউল্লাহদের ভিসা করিয়ে রাখা।
কদিন পর এশিয়া কাপ। এরপরই ভারতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। বিশ্বকাপে অংশগ্রহণের লক্ষ্যে ভিসার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মিরপুরে ছিল ক্রিকেটারদের ঐচ্ছিক অনুশীলন। অনুশীলনের ফাঁকে হঠাৎ সবার চোখ যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে।
ভিসার প্রক্রিয়া যেকোনো বিদেশ সফরের আগে খুব স্বাভাবিক বিষয় হলেও এবার একটু যেন বিশেষ নজর কাড়ল কয়েকজন ক্রিকেটারের কারণে। বিসিবির সূত্র জানিয়েছে, বিশ্বকাপের জন্য ২৫ জন ক্রিকেটারের ভিসা করাচ্ছে তারা। এশিয়া কাপের দলে থাকা ১৭ জন এবং অপেক্ষমাণ তালিকায় আছেন আরও ৮ ক্রিকেটার। এই ৮ ক্রিকেটারের তালিকায় আছেন সৌম্য।
গত দুই মাসে জাতীয় দলের ক্যাম্পে অনুশীলনের সুযোগ পেয়েই আলোচনায় সৌম্য। চন্ডিকা হাথুরুসিংহে তাঁকে আরেকটি সুযোগ দেন কি না, এটিই ছিল দেখার। গত মাসে শ্রীলঙ্কায় ইমার্জিং এশিয়া কাপে সুযোগ কাজে লাগাতে না পারা সৌম্যকে রাখা হয়নি বাংলাদেশের এশিয়া কাপের দলে। তবে তিনি যে এখনো হাথুরুর বিকল্প বিবেচনায় আছেন, সেটি বোঝা গেল আজ তাঁকে ভারতীয় ভিসা সেন্টারে দেখে।
সবার আগে ভিসা প্রক্রিয়া করতে যান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এরপর বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসসহ তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, সৌম্য এবং বাকি ক্রিকেটাররা গেছেন।
এশিয়া কাপের পারফরম্যান্স দেখে সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ এবং বিশ্বকাপের দলে কিছু পরিবর্তন আনতে পারে টিম ম্যানেজমেন্ট, এই বার্তা বিসিবির বোর্ড পরিচালক কিংবা নির্বাচকেরা এরই মধ্যে দিয়ে রেখেছেন। সে হিসেবে সৌম্য-মাহমুদউল্লাহদের ভিসা করিয়ে রাখা।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
২ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
৩ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৪ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৫ ঘণ্টা আগে