ক্রীড়া ডেস্ক
রাওয়ালপিন্ডিতে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের দ্বিতীয় টেস্ট এমন এক পর্যায়ে রয়েছে, যেখান থেকে বাংলাদেশ-পাকিস্তান দুই দলই জিততে পারে। পাকিস্তানি পেসার খুররম শেহজাদ এই ম্যাচ জয়ের ব্যাপারে আশাবাদী।
রৌদ্রোজ্জ্বল রাওয়ালপিন্ডিতে গতকাল তৃতীয় দিনের সকালটা ছড়ি ঘোরায় পাকিস্তান। শেহজাদ-মীর হামজার বোলিং তোপে ২৬ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। ধ্বংসতূপে দাঁড়িয়ে থেকে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ অসাধারণ ব্যাটিং করে বাংলাদেশের স্কোরটা নিয়ে যান ২৬২ রানে। শেষ বিকেলে হাসান মাহমুদের জোড়া ধাক্কায় পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে করেছে ৯ রান। ২১ রানে এগিয়ে থাকা পাকিস্তান কীভাবে ম্যাচ জিততে পারে, সেটার টোটকা দিলেন শেহজাদ। পাকিস্তানি পেসার গতকাল সংবাদ সম্মেলনে বলেন, ‘দেখুন আমরা ইতিবাচকভাবে ভাবছি। আমাদের ব্যাটারদের সামর্থ্য রয়েছে ভালো একটি স্কোর করার। তাদেরকে অলআউটও করতে পারব বলে মনে করি। আমরা ম্যাচ জয়ের লক্ষ্যেই এগোচ্ছি।’
ক্যারিয়ারে এটা নিয়ে তৃতীয় টেস্ট খেলছেন খুররম। টপ অর্ডার ধসিয়ে দেওয়া পাকিস্তানি এই পেসার টেস্টে প্রথমবার ৫ উইকেট নিয়েছেন এবার বাংলাদেশের বিপক্ষেই। ৯০ রানে ৬ উইকেট নিয়েছেন তিনি। টেস্টে ক্যারিয়ারসেরা বোলিংয়ের পর পাকিস্তানি এই পেসার বলেন, ‘পাকিস্তানের হয়ে কত বেশি টেস্ট খেলতে পারব, এটা আমার স্বপ্ন ছিল। অনেক টেস্ট জেতার স্বপ্ন দেখছি।’
রাওয়ালপিন্ডিতেই প্রথম টেস্টে ১০ উইকেটে জিতে পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। এই ম্যাচ ড্র করলেই সিরিজ হবে বাংলাদেশের। জিতলে তো ইতিহাসকে পূর্ণতা দেবে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ। পঞ্চমবারের মতো টেস্ট সিরিজ জিতবে বাংলাদেশ। সেটা দুই বা ততোধিক ম্যাচের হিসেব করেই। অন্যদিকে পাকিস্তানের জন্য দ্বিতীয় টেস্ট জয়ের কোনো বিকল্প নেই।
রাওয়ালপিন্ডিতে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের দ্বিতীয় টেস্ট এমন এক পর্যায়ে রয়েছে, যেখান থেকে বাংলাদেশ-পাকিস্তান দুই দলই জিততে পারে। পাকিস্তানি পেসার খুররম শেহজাদ এই ম্যাচ জয়ের ব্যাপারে আশাবাদী।
রৌদ্রোজ্জ্বল রাওয়ালপিন্ডিতে গতকাল তৃতীয় দিনের সকালটা ছড়ি ঘোরায় পাকিস্তান। শেহজাদ-মীর হামজার বোলিং তোপে ২৬ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। ধ্বংসতূপে দাঁড়িয়ে থেকে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ অসাধারণ ব্যাটিং করে বাংলাদেশের স্কোরটা নিয়ে যান ২৬২ রানে। শেষ বিকেলে হাসান মাহমুদের জোড়া ধাক্কায় পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে করেছে ৯ রান। ২১ রানে এগিয়ে থাকা পাকিস্তান কীভাবে ম্যাচ জিততে পারে, সেটার টোটকা দিলেন শেহজাদ। পাকিস্তানি পেসার গতকাল সংবাদ সম্মেলনে বলেন, ‘দেখুন আমরা ইতিবাচকভাবে ভাবছি। আমাদের ব্যাটারদের সামর্থ্য রয়েছে ভালো একটি স্কোর করার। তাদেরকে অলআউটও করতে পারব বলে মনে করি। আমরা ম্যাচ জয়ের লক্ষ্যেই এগোচ্ছি।’
ক্যারিয়ারে এটা নিয়ে তৃতীয় টেস্ট খেলছেন খুররম। টপ অর্ডার ধসিয়ে দেওয়া পাকিস্তানি এই পেসার টেস্টে প্রথমবার ৫ উইকেট নিয়েছেন এবার বাংলাদেশের বিপক্ষেই। ৯০ রানে ৬ উইকেট নিয়েছেন তিনি। টেস্টে ক্যারিয়ারসেরা বোলিংয়ের পর পাকিস্তানি এই পেসার বলেন, ‘পাকিস্তানের হয়ে কত বেশি টেস্ট খেলতে পারব, এটা আমার স্বপ্ন ছিল। অনেক টেস্ট জেতার স্বপ্ন দেখছি।’
রাওয়ালপিন্ডিতেই প্রথম টেস্টে ১০ উইকেটে জিতে পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। এই ম্যাচ ড্র করলেই সিরিজ হবে বাংলাদেশের। জিতলে তো ইতিহাসকে পূর্ণতা দেবে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ। পঞ্চমবারের মতো টেস্ট সিরিজ জিতবে বাংলাদেশ। সেটা দুই বা ততোধিক ম্যাচের হিসেব করেই। অন্যদিকে পাকিস্তানের জন্য দ্বিতীয় টেস্ট জয়ের কোনো বিকল্প নেই।
কদিন আগে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচের একটি দৃশ্য ভাইরাল হয়েছে। কক্সবাজারে খুলনার অফ স্পিনার শেখ মেহেদী হাসানের হাত ফসকে যাওয়া একটা বল পিচের অনেক বাইরে ক্যাচের মতো হাওয়ায় ভাসল। সেই বল তাড়া করে মারতে গিয়ে ক্যাচ তুলে আউট হলেন সিলেটের আসাদ উল্লাহ গালিব।
৭ মিনিট আগেগোলের খেলা ফুটবলে গোলই যখন ধাঁধা হয়ে যায়, তখন কি আর ফুটবলের স্বাদ মেলে! বাংলাদেশ দলের অবস্থা অনেকটাই এমন। তারা দিনের পর দিন ফুটবল খেলছে ঠিকই, কিন্তু গোল কীভাবে করতে হয়, সেটাই যেন ভুলতে বসেছে! পরিসংখ্যানও সে কথা বলে, এ বছর এখন পর্যন্ত ৯টি ম্যাচে অংশ নিয়েছেন রাকিব-মোরসালিনরা। কিন্তু গোল করেছেন মাত্র ১
২০ মিনিট আগেপূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
১২ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
১৩ ঘণ্টা আগে